মুজিববর্ষেই রন্টি দাসের ‘মুজিব বাংলাদেশ’

রন্টি দাস নিজেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে একটি গান লিখেছেন। মুজিববর্ষের শুরুতেই এই গানটি যদিও প্রকাশ হওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে সেই গানটি প্রকাশও পিছিয়ে যায়। গানের শিরোনাম ‘মুজিব বাংলাদেশ’। গানটির সুর করেছেন রন্টি দাসেরই স্বামী সাইদ রহমান এবং সঙ্গীতায়োজন করেছেন সুমন কল্যাণ। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছে আজব কারিগর। গানটি প্রসঙ্গে রন্টি দাস বলেন, ‘তথ্য প্রতিমন্ত্রী ড. মুরাদ হাসান স্যারের পৃষ্ঠপোষকতায় মুজিব বাংলাদেশ গানটি আমি করতে পেরেছি। যেহেতু করোনার কারণে গানটি প্রকাশ করা হয়নি। কিন্তু আমার ইচ্ছে আছে গানটি মুজিববর্ষেই অর্থাৎ চলতি বছরেই ডিসেম্বর মাসের মধ্যেই প্রকাশ করার। আমার নিজস্ব ইউটিউব চ্যানেলেই গানটি প্রকাশ করব। আমার।’ রন্টি দাস জানান তার ইউটিউব চ্যানেলের নাম রাখা হয়েছে ‘রাস’ (জঅঝঝ) ইউটিউব চ্যানেল।

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২০ , ২৯ মহররম ১৪৪২, ০১ আশ্বিন ১৪২৭

মুজিববর্ষেই রন্টি দাসের ‘মুজিব বাংলাদেশ’

বিনোদন প্রতিবেদক |

image

রন্টি দাস নিজেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে একটি গান লিখেছেন। মুজিববর্ষের শুরুতেই এই গানটি যদিও প্রকাশ হওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে সেই গানটি প্রকাশও পিছিয়ে যায়। গানের শিরোনাম ‘মুজিব বাংলাদেশ’। গানটির সুর করেছেন রন্টি দাসেরই স্বামী সাইদ রহমান এবং সঙ্গীতায়োজন করেছেন সুমন কল্যাণ। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছে আজব কারিগর। গানটি প্রসঙ্গে রন্টি দাস বলেন, ‘তথ্য প্রতিমন্ত্রী ড. মুরাদ হাসান স্যারের পৃষ্ঠপোষকতায় মুজিব বাংলাদেশ গানটি আমি করতে পেরেছি। যেহেতু করোনার কারণে গানটি প্রকাশ করা হয়নি। কিন্তু আমার ইচ্ছে আছে গানটি মুজিববর্ষেই অর্থাৎ চলতি বছরেই ডিসেম্বর মাসের মধ্যেই প্রকাশ করার। আমার নিজস্ব ইউটিউব চ্যানেলেই গানটি প্রকাশ করব। আমার।’ রন্টি দাস জানান তার ইউটিউব চ্যানেলের নাম রাখা হয়েছে ‘রাস’ (জঅঝঝ) ইউটিউব চ্যানেল।