কবির সুমনের ‘যাচ্ছে জীবন’

ওপার বাংলার নন্দিত গীতিকার, সুরকার, গায়ক, সংগীত পরিচালক কবির সুমন প্রথমবার কোনো বাংলাদেশির কথায় সুর ও কণ্ঠ দিয়েছেন বলে দাবি করেছেন বাংলাদেশের গীতিকবি এনামুল কবির সুজন, তাঁর কথায় ‘যাচ্ছে জীবন’ শিরোনামের গানটিতে সংগীতায়োজন করেছেন পশ্চিমবঙ্গের ধ্রুব বসু। গীতিকবি এনামুল কবির সুজন বলেন, ‘নিঃসন্দেহে এটি আমার জীবনের একটি স্মরণীয় ঘটনা ও সেরা প্রাপ্তি। আমি কবির সুমনের কাছে চির কৃতজ্ঞ যে, তিনি আমার একটি লেখা সানন্দে গ্রহণ করেছেন এবং এটিতে সুর ও কণ্ঠ দান করেছেন। আমি সত্যিই আপ্লুত।’ গান প্রসঙ্গে কবির সুমন বলেন, গানটি আমার এবং আমার খুব কাছের কয়েকজন ছাত্রছাত্রীর ভীষণ পছন্দ হয়েছে। আমি প্রত্যাশা করছি, ‘যাচ্ছে জীবন’ আমার এবং এনামুল কবির সুজনের মাইলস্টোন গান হয়ে থাকবে। জানা গেছে, শীঘ্রই গানটির ভিডিও প্রকাশ হবে দুই বাংলা থেকে একযোগে। এনামুল কবির সুজন গীতিকবি সংঘের একজন সদস্য।

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২০ , ২৯ মহররম ১৪৪২, ০১ আশ্বিন ১৪২৭

কবির সুমনের ‘যাচ্ছে জীবন’

বিনোদন প্রতিবেদক |

image

ওপার বাংলার নন্দিত গীতিকার, সুরকার, গায়ক, সংগীত পরিচালক কবির সুমন প্রথমবার কোনো বাংলাদেশির কথায় সুর ও কণ্ঠ দিয়েছেন বলে দাবি করেছেন বাংলাদেশের গীতিকবি এনামুল কবির সুজন, তাঁর কথায় ‘যাচ্ছে জীবন’ শিরোনামের গানটিতে সংগীতায়োজন করেছেন পশ্চিমবঙ্গের ধ্রুব বসু। গীতিকবি এনামুল কবির সুজন বলেন, ‘নিঃসন্দেহে এটি আমার জীবনের একটি স্মরণীয় ঘটনা ও সেরা প্রাপ্তি। আমি কবির সুমনের কাছে চির কৃতজ্ঞ যে, তিনি আমার একটি লেখা সানন্দে গ্রহণ করেছেন এবং এটিতে সুর ও কণ্ঠ দান করেছেন। আমি সত্যিই আপ্লুত।’ গান প্রসঙ্গে কবির সুমন বলেন, গানটি আমার এবং আমার খুব কাছের কয়েকজন ছাত্রছাত্রীর ভীষণ পছন্দ হয়েছে। আমি প্রত্যাশা করছি, ‘যাচ্ছে জীবন’ আমার এবং এনামুল কবির সুজনের মাইলস্টোন গান হয়ে থাকবে। জানা গেছে, শীঘ্রই গানটির ভিডিও প্রকাশ হবে দুই বাংলা থেকে একযোগে। এনামুল কবির সুজন গীতিকবি সংঘের একজন সদস্য।