পায়ুপথে বাতাস ঢুকিয়ে পরিচ্ছন্নতা কর্মীকে হত্যা প্রতিনিধি, মানিকগঞ্জ মানিকগঞ্জের সদর উপজেলায় একটি পোশাক কারখান

মানিকগঞ্জের সদর উপজেলায় একটি পোশাক কারখানার পরিচ্ছন্নতা কর্মীর পায়ুপথে বাতাস ঢুকিয়ে নির্মমভাবে হত্যার অভিযোগ উঠেছে। এ টনায় পুলিশ পোশাক কারখানার ৪ জন শ্রমিককে গ্রেফতার করেছে। নিহত পরিচ্ছন্নতা কর্মী মো. জুলহাস (৩৯) বাড়ি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার কান্দাপাড়া গ্রামে। তার বাবার নাম আবদুস সামাদ। তিনি সদর উপজেলার চান্দিরচর গোলরা এলাকায় আকিজ টেক্সটাইল মিলে কাজ করতেন। বৃহস্পতিবার বিকেলে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা জানান, বুধবার রাতে সদর উপজেলার জাগীর ইউনিয়নে অবস্থিত আকিজ টেক্সটাইলে জুলহাসকে তারই ৪ সহকর্মীরা পূর্ব পরিকল্পিতভাবে পায়ু পথে বাতাস দিয়ে আহত করে। পরে তাকে মানিকগঞ্জ সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে। পরে বৃহস্পতিবার বিকেলে তার মৃত্যু হয়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে মর্গে রাখা হয়। নিহত জুলহাসের স্ত্রী জুলেখা বেগম বাদী হয়ে কারখানার ৪ শ্রমিকের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২০ , ৩০ মহররম ১৪৪২, ০২ আশ্বিন ১৪২৭

পায়ুপথে বাতাস ঢুকিয়ে পরিচ্ছন্নতা কর্মীকে হত্যা প্রতিনিধি, মানিকগঞ্জ মানিকগঞ্জের সদর উপজেলায় একটি পোশাক কারখান

প্রতিনিধি, মানিকগঞ্জ

মানিকগঞ্জের সদর উপজেলায় একটি পোশাক কারখানার পরিচ্ছন্নতা কর্মীর পায়ুপথে বাতাস ঢুকিয়ে নির্মমভাবে হত্যার অভিযোগ উঠেছে। এ টনায় পুলিশ পোশাক কারখানার ৪ জন শ্রমিককে গ্রেফতার করেছে। নিহত পরিচ্ছন্নতা কর্মী মো. জুলহাস (৩৯) বাড়ি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার কান্দাপাড়া গ্রামে। তার বাবার নাম আবদুস সামাদ। তিনি সদর উপজেলার চান্দিরচর গোলরা এলাকায় আকিজ টেক্সটাইল মিলে কাজ করতেন। বৃহস্পতিবার বিকেলে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা জানান, বুধবার রাতে সদর উপজেলার জাগীর ইউনিয়নে অবস্থিত আকিজ টেক্সটাইলে জুলহাসকে তারই ৪ সহকর্মীরা পূর্ব পরিকল্পিতভাবে পায়ু পথে বাতাস দিয়ে আহত করে। পরে তাকে মানিকগঞ্জ সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে। পরে বৃহস্পতিবার বিকেলে তার মৃত্যু হয়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে মর্গে রাখা হয়। নিহত জুলহাসের স্ত্রী জুলেখা বেগম বাদী হয়ে কারখানার ৪ শ্রমিকের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।