‘স্বপ্নের নিলয়’এ দীপা-মৌ

বাংলাদেশ টেলিভিশনের সাপ্তাহিক নাটক ‘স্বপ্নের নিলয়’এ একসঙ্গে অভিনয় করেছেন দর্শকপ্রিয় দুই অভিনেত্রী দীপা খন্দকার ও তাহমিনা সুলতানা মৌ। গেলো সপ্তাহেই বাংলাদেশ টেলিভিশনে এই নাটকের দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে বলে জানান দীপা ও মৌ। নাটকটি রচনা করেছেন রাহুল শামস এবং নির্মাণ করেছেন রুমা। নাটকটিতে দীপা অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিমের স্ত্রীর চরিত্রে এবং মৌ অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিমের বোনের চরিত্রে। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে দীপা খন্দকার বলেন, ‘স্বপ্নের নিলয় একটি পারিবারিক গল্পের নাটক। এখনতো আসলে পরিবারকে কেন্দ্র করে খণ্ড নাটক খুব কমই নির্মিত হয়। সেই হিসেবে এটি সম্পূর্ণ পরিবারকে কেন্দ্র করেই একটি নাটক। গল্পটা আমার কাছে ভালো লেগেছে।’ মৌ বলেন, ‘দীপা আপুর সঙ্গে আমার সম্পর্কটা পারিবারিক। নাটকে দীপা আপু থাকলে সময়টা বেশ ভালো কাটে। কাজের ফাঁকে ফাঁকে গল্প আড্ডাতেও সময় চলে যায়। স্বপ্নের নিলয় চমৎকার গল্পের একটি নাটক। যে গল্পে বাবা মা ভাই বোন নাতি নাতনী চরিত্রগুলো আছে। যা সাধারণত এখন দেখাই যায়না। যে কারণে নাকটিতে অভিনয় করে বেশ আনন্দ পেয়েছি আমি।’ জানা যায় শিগগিরই সাপ্তাহিক নাটক হিসেবে বিটিভিতে নাটকটি প্রচার হবে। এদিকে দীপা খন্দকার আগামী ২২ সেপ্টেম্বর ‘করোনায় পারিবারিক সমঝোতা’ শীর্ষক একটি তথ্যচিত্রে কাজ করবেন। এদিকে মৌ কায়সার আহমেদ’র নির্দেশনায় ডেইলি সোপ ‘গোলমাল’র কাজ করছেন। ফরিদুল হাসানের নির্দেশনায় ‘বাহানা’ ধারাবাহিকে অভিনয় করছেন। বিটিভির বিশ্ব নাটকে অভিনয় করেছেন হিমেল ইসাকের নির্দেশনায়। দীপা ও মৌ সর্বশেষ রুলীন রহমানের নির্দেশনায় ধারাবাহিক নাটক ‘সুতোয় বাধা সুখের পায়রা’ ধারাবাহিক নাটকে অভিনয় করেছিলেন।

রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২০ , ৩০ মহররম ১৪৪২, ০২ আশ্বিন ১৪২৭

‘স্বপ্নের নিলয়’এ দীপা-মৌ

বিনোদন প্রতিবেদক |

image

বাংলাদেশ টেলিভিশনের সাপ্তাহিক নাটক ‘স্বপ্নের নিলয়’এ একসঙ্গে অভিনয় করেছেন দর্শকপ্রিয় দুই অভিনেত্রী দীপা খন্দকার ও তাহমিনা সুলতানা মৌ। গেলো সপ্তাহেই বাংলাদেশ টেলিভিশনে এই নাটকের দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে বলে জানান দীপা ও মৌ। নাটকটি রচনা করেছেন রাহুল শামস এবং নির্মাণ করেছেন রুমা। নাটকটিতে দীপা অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিমের স্ত্রীর চরিত্রে এবং মৌ অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিমের বোনের চরিত্রে। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে দীপা খন্দকার বলেন, ‘স্বপ্নের নিলয় একটি পারিবারিক গল্পের নাটক। এখনতো আসলে পরিবারকে কেন্দ্র করে খণ্ড নাটক খুব কমই নির্মিত হয়। সেই হিসেবে এটি সম্পূর্ণ পরিবারকে কেন্দ্র করেই একটি নাটক। গল্পটা আমার কাছে ভালো লেগেছে।’ মৌ বলেন, ‘দীপা আপুর সঙ্গে আমার সম্পর্কটা পারিবারিক। নাটকে দীপা আপু থাকলে সময়টা বেশ ভালো কাটে। কাজের ফাঁকে ফাঁকে গল্প আড্ডাতেও সময় চলে যায়। স্বপ্নের নিলয় চমৎকার গল্পের একটি নাটক। যে গল্পে বাবা মা ভাই বোন নাতি নাতনী চরিত্রগুলো আছে। যা সাধারণত এখন দেখাই যায়না। যে কারণে নাকটিতে অভিনয় করে বেশ আনন্দ পেয়েছি আমি।’ জানা যায় শিগগিরই সাপ্তাহিক নাটক হিসেবে বিটিভিতে নাটকটি প্রচার হবে। এদিকে দীপা খন্দকার আগামী ২২ সেপ্টেম্বর ‘করোনায় পারিবারিক সমঝোতা’ শীর্ষক একটি তথ্যচিত্রে কাজ করবেন। এদিকে মৌ কায়সার আহমেদ’র নির্দেশনায় ডেইলি সোপ ‘গোলমাল’র কাজ করছেন। ফরিদুল হাসানের নির্দেশনায় ‘বাহানা’ ধারাবাহিকে অভিনয় করছেন। বিটিভির বিশ্ব নাটকে অভিনয় করেছেন হিমেল ইসাকের নির্দেশনায়। দীপা ও মৌ সর্বশেষ রুলীন রহমানের নির্দেশনায় ধারাবাহিক নাটক ‘সুতোয় বাধা সুখের পায়রা’ ধারাবাহিক নাটকে অভিনয় করেছিলেন।