১৬ নাটক নিয়ে আর এইচ সোহেল

আর এইচ সোহেল। প্রযোজক পরিচালক দুভাবেই তিনি মিডিয়ায় পরিচিত। করোনার সংকটকালে শুটিংয়ের অনুমতি পাওয়ার পরেও ঝুঁকি নিয়ে অনেকেই যখন নাটক নির্মাণে সাহস করছিলেন না তখন সাহস করে এগিয়ে এসে গত ঈদে জন্য একাই ২৯টি নাটক বানিয়ে বেশ আলোচিত হয়েছিলেন সোহেল। সোহেল জানিয়েছিলেন সহকর্মী ও সাধারণ শিল্পীদের ব্যাকার অবস্থা তাকে পিড়া দিচ্ছিল, তাই তাদের কথা চিন্তা করে এক সঙ্গে এতগুলো নাটক বানানোর সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। উদ্দেশ্য সবাই টুকটাক কজ করে ভালোভাবে ঈদ করুক। এবার ঈদের পরে আবার তিনি ১৬টি নাটক নিয়ে মাঠে নেমেছেন। এরই মধ্যে ঢাকা কেন্দ্রিক নাটকগুলোর শুটিং শেষ হয়েছে। বর্তমানে আর কিছু নাটকের কাজ চলছে শ্রীমঙ্গলে।

সেহেল বলেন, ‘যেহেতু নাটকের সংকট ছিল, তাই ঈদে বানানো আমার কোন নাটকই আটকে থাকেনি, এখন নতুন ১৬টি নাটকের কাজ হাতে নিয়েছি, আশা করছি এগুলোও আটকে থাকবে না। আমরা সবাই জানি এক ঘণ্টার নাটক বানিয়ে লাভ করা যায় না, তার পরেও আমি বানাচ্ছি, আমার নেশা নতুন পরিচালক ও শিল্পী আবিষ্কার করা। অনেক পরিচালক শিল্পীর অভিষেক হচ্ছে আমার নাটক দিয়ে। আমি পরিচালকদের নতুন শিল্পী নিয়ে কাজ করতে বলি, ফলে নতুন শিল্পীরা সুযোগ পাচ্ছে আমার প্রযোজিত নাটকগুলোতে। তারাও হয়ত একদিন অনেক বড় পরিচারক হবে। এখানেই আমার ভালো লাগা। সামনে সিনেমা বানানোর পরিকল্পনা আছে আমার। সিনেমার প্রস্তুতি স্বরূপ এই নাটকগুলো বানাচ্ছি। বাকি নাটকগুলো নির্মাণ করতে শ্রিমঙ্গলে গিয়ে একটি টিম গত পরশু থেকে কাজ শুরু করেছে, গতকাল গেছে আরেকটি টিম। এই নাটকগুলো বানানো শেষ না হওয়া পর্যন্ত বিস্তারিত বলতে পারছি না।’

আর এইচ সোহেলের প্রযোজনায় নতুন নির্মিত নাটকগুলোর মধ্যে তিনটি নাটক পরিচালনা করেছেন সঞ্জয় বড়–য়া। এর মধ্যে ‘বেশি ভালো ভালো না’ এবং ‘ঝগরাটে বউ’ নাটক দুটি সঞ্জয় বড়ুয়া নিজেই লিখেছেন, তার পরিচালনায় ‘মাইন্ড গেম’ নামের বাকি নাটকটি লিখেছেন অনামিকা মন্ডল। অনুপ বালার রচনায় দুটি নাটক পরিচালনা করেছেন এসআই সোহেল। নাটক দুটি হল ‘মেঘে মেঘে অনেক বেলা’ ও ‘সম্পর্ক’। জুয়েল এলিনের রচনায় ‘তেরেকেটেমারেগামা’ নামের একটি নাটক পরিচালনা করেছেন রতন হাসান। শফিকুর রহমান শান্তুনুর রচনায় ‘আমি খুব বিরক্ত’ নামের একটি নাটক পরিচালনা করেছেন জাকিউল ইসলাম রিপন। সোহেলের প্রযোজনায় আরও কিছু নাটক পরিচালনা করবেন ইমরাউল রাফাত, ইমদাদুল হক ও শাহিন স্বাধীন।

রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২০ , ৩০ মহররম ১৪৪২, ০২ আশ্বিন ১৪২৭

১৬ নাটক নিয়ে আর এইচ সোহেল

বিনোদন প্রতিবেদক |

image

আর এইচ সোহেল। প্রযোজক পরিচালক দুভাবেই তিনি মিডিয়ায় পরিচিত। করোনার সংকটকালে শুটিংয়ের অনুমতি পাওয়ার পরেও ঝুঁকি নিয়ে অনেকেই যখন নাটক নির্মাণে সাহস করছিলেন না তখন সাহস করে এগিয়ে এসে গত ঈদে জন্য একাই ২৯টি নাটক বানিয়ে বেশ আলোচিত হয়েছিলেন সোহেল। সোহেল জানিয়েছিলেন সহকর্মী ও সাধারণ শিল্পীদের ব্যাকার অবস্থা তাকে পিড়া দিচ্ছিল, তাই তাদের কথা চিন্তা করে এক সঙ্গে এতগুলো নাটক বানানোর সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। উদ্দেশ্য সবাই টুকটাক কজ করে ভালোভাবে ঈদ করুক। এবার ঈদের পরে আবার তিনি ১৬টি নাটক নিয়ে মাঠে নেমেছেন। এরই মধ্যে ঢাকা কেন্দ্রিক নাটকগুলোর শুটিং শেষ হয়েছে। বর্তমানে আর কিছু নাটকের কাজ চলছে শ্রীমঙ্গলে।

সেহেল বলেন, ‘যেহেতু নাটকের সংকট ছিল, তাই ঈদে বানানো আমার কোন নাটকই আটকে থাকেনি, এখন নতুন ১৬টি নাটকের কাজ হাতে নিয়েছি, আশা করছি এগুলোও আটকে থাকবে না। আমরা সবাই জানি এক ঘণ্টার নাটক বানিয়ে লাভ করা যায় না, তার পরেও আমি বানাচ্ছি, আমার নেশা নতুন পরিচালক ও শিল্পী আবিষ্কার করা। অনেক পরিচালক শিল্পীর অভিষেক হচ্ছে আমার নাটক দিয়ে। আমি পরিচালকদের নতুন শিল্পী নিয়ে কাজ করতে বলি, ফলে নতুন শিল্পীরা সুযোগ পাচ্ছে আমার প্রযোজিত নাটকগুলোতে। তারাও হয়ত একদিন অনেক বড় পরিচারক হবে। এখানেই আমার ভালো লাগা। সামনে সিনেমা বানানোর পরিকল্পনা আছে আমার। সিনেমার প্রস্তুতি স্বরূপ এই নাটকগুলো বানাচ্ছি। বাকি নাটকগুলো নির্মাণ করতে শ্রিমঙ্গলে গিয়ে একটি টিম গত পরশু থেকে কাজ শুরু করেছে, গতকাল গেছে আরেকটি টিম। এই নাটকগুলো বানানো শেষ না হওয়া পর্যন্ত বিস্তারিত বলতে পারছি না।’

আর এইচ সোহেলের প্রযোজনায় নতুন নির্মিত নাটকগুলোর মধ্যে তিনটি নাটক পরিচালনা করেছেন সঞ্জয় বড়–য়া। এর মধ্যে ‘বেশি ভালো ভালো না’ এবং ‘ঝগরাটে বউ’ নাটক দুটি সঞ্জয় বড়ুয়া নিজেই লিখেছেন, তার পরিচালনায় ‘মাইন্ড গেম’ নামের বাকি নাটকটি লিখেছেন অনামিকা মন্ডল। অনুপ বালার রচনায় দুটি নাটক পরিচালনা করেছেন এসআই সোহেল। নাটক দুটি হল ‘মেঘে মেঘে অনেক বেলা’ ও ‘সম্পর্ক’। জুয়েল এলিনের রচনায় ‘তেরেকেটেমারেগামা’ নামের একটি নাটক পরিচালনা করেছেন রতন হাসান। শফিকুর রহমান শান্তুনুর রচনায় ‘আমি খুব বিরক্ত’ নামের একটি নাটক পরিচালনা করেছেন জাকিউল ইসলাম রিপন। সোহেলের প্রযোজনায় আরও কিছু নাটক পরিচালনা করবেন ইমরাউল রাফাত, ইমদাদুল হক ও শাহিন স্বাধীন।