আ’লীগের প্রস্তাবিত কমিটির বিরুদ্ধে বিক্ষোভ

সিলেটে নিজস্ব বলয়ে জেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল হয়েছে।

গতকাল বিকেলে নগরীর আদালত চত্বর এলাকা থেকে বঞ্চিত আ’লীগ ব্যানারে মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তালতলায় গিয়ে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ মিছিল পরবর্তী পথসভায় বক্তারা বলেন, ত্যাগী নেতাদের প্রস্তাবিত খসড়া কমিটিতে মূল্যায়ন করা হয়নি। তারা বলেন, জেলা কমিটিতে বিতর্কিত ব্যবসায়ী, বালু-পাথর খেকো, দুর্নীতিবাজ, বঙ্গবন্ধু হত্যার খুনি পরিবারের সদস্য দিয়ে প্রস্তাবিত খসড়া কমিটি কেন্দ্রে প্রেরণ করা হয়েছে। তাদের অভিযোগ, পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে পরিচিত জেলা আওয়ামী লীগের গত কমিটির সহসভাপতি ৭ বারের সংসদ সদস্য বর্তমান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদকে সদস্য পদেও রাখা হয়নি। এছাড়া কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক, জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি শহীদ মুক্তিযোদ্ধার সন্তান এম শাহরিয়ার কবির সেলিমকে গত দুই কমিটিতে রাখা হয়নি। বিয়ানীবাজার বাসিন্দা হওয়াতে এবং এবারের বর্তমান সাধারণ সম্পাদকের বাড়ি একই স্থানে হওয়ায় প্রতিদ্বন্দ্বী ভেবে এবারও জেলা আওয়ামী লীগের প্রস্তাবিত খসড়া কমিটিতে ন্যূনতম সদস্য পদেও রাখা হয়নি। জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাবেক উপ-দফতর সম্পাদক ত্যাগী নেতা জগলু চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাবেক সম্পাদক মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট শেখ মকলু মিয়াকে ও জেলা আওয়ামী লীগের প্রস্তাবিত খসড়া কমিটিতে সদস্য পদেও রাখা হয়নি।

মিছিলপরবর্তী পথসভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা কয়েছ আহমদ, মাহবুবুল হক, আবদুল মুতলিব, সোবহান আহমদ, নোমান আহমদ, জসিম উদ্দিন, নাজমুল ইসলাম মাসুম, রেজানোর রহমান সেলিম, ইয়াছিন আহমদ সুমন, রকিব আলী, মীর্জা হামিদ অভি, ফয়ছল আহমদ, নবী হোসেন জীবন প্রমুখ।

আরও খবর
সীমান্ত হত্যা বন্ধে বিএসএফের ফের প্রতিশ্রুতি
আ’লীগের সব পর্যায়ে কমিটিতে পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে : কাদের
বাংলাদেশের খাদ্য ব্যবস্থাপনা হবে বিশ্বে রোল মডেল খাদ্যমন্ত্রী
বিআরটিএতে গাড়ি রেজিস্ট্রেশনের মহোৎসব
বিআরটিএতে গাড়ি রেজিস্ট্রেশনের মহোৎসব
ঘর জমি কাজ হারিয়ে দিশেহারা মানুষ
যশোরে ৬টি অ্যাসেম্বল সেন্টার হচ্ছে
পুলিশ সদস্যের বিরুদ্ধে হামলা ও ছিনতাই অভিযোগ
বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় লড়াই করেন জিয়াউদ্দিন তারিক আলী
দৃষ্টিপ্রতিবন্ধী কুদ্দুস মোল্লার জীবন সংগ্রাম
নগরে অগ্নিদুর্ঘটনা সমাধানে সদিচ্ছার অভাব : বিআইপি
প্রতারণার আশ্রয় নিয়ে ৯ বছরে ৯ বিয়ে
দু’বোনকে হত্যা করা হয় ঘাতক রিফাত গ্রেফতার হত্যার কথা স্বীকার
হিলিতে ট্রেন লাইনচ্যুত

রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২০ , ৩০ মহররম ১৪৪২, ০২ আশ্বিন ১৪২৭

সিলেটে

আ’লীগের প্রস্তাবিত কমিটির বিরুদ্ধে বিক্ষোভ

প্রতিনিধি, সিলেট

সিলেটে নিজস্ব বলয়ে জেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল হয়েছে।

গতকাল বিকেলে নগরীর আদালত চত্বর এলাকা থেকে বঞ্চিত আ’লীগ ব্যানারে মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তালতলায় গিয়ে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ মিছিল পরবর্তী পথসভায় বক্তারা বলেন, ত্যাগী নেতাদের প্রস্তাবিত খসড়া কমিটিতে মূল্যায়ন করা হয়নি। তারা বলেন, জেলা কমিটিতে বিতর্কিত ব্যবসায়ী, বালু-পাথর খেকো, দুর্নীতিবাজ, বঙ্গবন্ধু হত্যার খুনি পরিবারের সদস্য দিয়ে প্রস্তাবিত খসড়া কমিটি কেন্দ্রে প্রেরণ করা হয়েছে। তাদের অভিযোগ, পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে পরিচিত জেলা আওয়ামী লীগের গত কমিটির সহসভাপতি ৭ বারের সংসদ সদস্য বর্তমান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদকে সদস্য পদেও রাখা হয়নি। এছাড়া কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক, জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি শহীদ মুক্তিযোদ্ধার সন্তান এম শাহরিয়ার কবির সেলিমকে গত দুই কমিটিতে রাখা হয়নি। বিয়ানীবাজার বাসিন্দা হওয়াতে এবং এবারের বর্তমান সাধারণ সম্পাদকের বাড়ি একই স্থানে হওয়ায় প্রতিদ্বন্দ্বী ভেবে এবারও জেলা আওয়ামী লীগের প্রস্তাবিত খসড়া কমিটিতে ন্যূনতম সদস্য পদেও রাখা হয়নি। জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাবেক উপ-দফতর সম্পাদক ত্যাগী নেতা জগলু চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাবেক সম্পাদক মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট শেখ মকলু মিয়াকে ও জেলা আওয়ামী লীগের প্রস্তাবিত খসড়া কমিটিতে সদস্য পদেও রাখা হয়নি।

মিছিলপরবর্তী পথসভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা কয়েছ আহমদ, মাহবুবুল হক, আবদুল মুতলিব, সোবহান আহমদ, নোমান আহমদ, জসিম উদ্দিন, নাজমুল ইসলাম মাসুম, রেজানোর রহমান সেলিম, ইয়াছিন আহমদ সুমন, রকিব আলী, মীর্জা হামিদ অভি, ফয়ছল আহমদ, নবী হোসেন জীবন প্রমুখ।