টিসিবির পিয়াজ বিক্রি করবে স্বপ্ন-চালডাল-সবজিবাজার

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) সাশ্রয়ী মূল্যের পিয়াজ বিক্রি করবে দেশের অনলাইন প্লাটফর্মে নিত্য পণ্য বিক্রয়কারী প্রতিষ্ঠান স্বপ্ন, চালডাল ও সবজিবাজার। গতকাল এ তিন প্রতিষ্ঠানকে বিক্রির অনুমোদন দিয়েছে সরকার। বাণিজ্য মন্ত্রণালয় এবং ই-কমার্সের আয়োজনে জুম প্লাটফর্মে টিসিবির ‘ঘরে বসে স্বস্থির পিয়াজ’ কর্মসূচি উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, প্রাথমিকভাবে তিনটি প্রতিষ্ঠানকে টিসিবির পিয়াজ বিক্রির অনুমোদন দেয়া হয়েছে। আগামীকাল আরও দুটি প্রতিষ্ঠানকে অনুমোদন দেয়া হবে। টিসিবির পেয়াজ বিক্রিতে আজ অনুমোদন পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো স্বপ্ন, চাল-ডাল এবং সবজি বাজার।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, বাণিজ্য মন্ত্রণালয় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে বড় ধরনের আমদানি ও সাশ্রয়ী মূল্যে খোলাবাজারে পিয়াজ বিক্রয়ের উদ্যোগ গ্রহণ করেছে। যারা ট্রাক সেল থেকে কিনতে পারছেন না, তাদের জন্য টিসিবি ই-কমার্সের সহযোগিতায় সাশ্রয়ী মূল্যের পিয়াজ বাসায় পৌঁছে দেয়ার ব্যবস্থা করেছে। ক্রেতারা বাসায় বসে অন্যান্য পণ্যের মতো এখন সাশ্রয়ী মূল্যের পিয়াজও কিনতে পারবেন। ই-কমার্সের মাধ্যমে পিয়াজ বিক্রয়ের ধারণাটি নতুন, এক্ষেত্রে কিছু সমস্যা আসতে পারে। আমরা থেমে থাকব না, সমস্যার সমাধান করে এগিয়ে যাব। প্রাথমিক পর্যায়ে শুধু ঢাকা ও চট্টগ্রামে এ পিয়াজ বিক্রয় শুরু করা হচ্ছে। পর্যায়ক্রমে ই-কমার্সের আওতায় দেশের সব স্থানে টিসিবি সাশ্রয়ী মূল্যে পিয়াজ বিক্রয় করবে। এজন্য ক্রেতা-বিক্রেতা এবং সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা প্রয়োজন। বাংলাদেশে ই-কমার্স ভোক্তাদের আস্থা অর্জন করেতে সক্ষম হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, পিয়াজের মূল্য বৃদ্ধি প্রতিরোধ ও মধ্যবিত্ত শ্রেণীর ক্রেতাদের ই-কমার্সে পিয়াজ পেতে এ কর্মসূচি গ্রহণ করেছে সরকার। প্রাথমিকভাবে দেশের ৫টি ই-কমার্স প্রতিষ্ঠানের মাধ্যমে ৩৬ টাকা মূল্যে ৩ কেজি করে পিয়াজ বিক্রয় করা হবে। পরে প্রতিষ্ঠানের সংখ্যা ও পিয়াজের পরিমাণ বাড়ানো হবে।

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২০ , ০১ মহররম ১৪৪২, ০৩ আশ্বিন ১৪২৭

টিসিবির পিয়াজ বিক্রি করবে স্বপ্ন-চালডাল-সবজিবাজার

অর্থনৈতিক বার্তা পরিবেশক |

image

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) সাশ্রয়ী মূল্যের পিয়াজ বিক্রি করবে দেশের অনলাইন প্লাটফর্মে নিত্য পণ্য বিক্রয়কারী প্রতিষ্ঠান স্বপ্ন, চালডাল ও সবজিবাজার। গতকাল এ তিন প্রতিষ্ঠানকে বিক্রির অনুমোদন দিয়েছে সরকার। বাণিজ্য মন্ত্রণালয় এবং ই-কমার্সের আয়োজনে জুম প্লাটফর্মে টিসিবির ‘ঘরে বসে স্বস্থির পিয়াজ’ কর্মসূচি উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, প্রাথমিকভাবে তিনটি প্রতিষ্ঠানকে টিসিবির পিয়াজ বিক্রির অনুমোদন দেয়া হয়েছে। আগামীকাল আরও দুটি প্রতিষ্ঠানকে অনুমোদন দেয়া হবে। টিসিবির পেয়াজ বিক্রিতে আজ অনুমোদন পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো স্বপ্ন, চাল-ডাল এবং সবজি বাজার।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, বাণিজ্য মন্ত্রণালয় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে বড় ধরনের আমদানি ও সাশ্রয়ী মূল্যে খোলাবাজারে পিয়াজ বিক্রয়ের উদ্যোগ গ্রহণ করেছে। যারা ট্রাক সেল থেকে কিনতে পারছেন না, তাদের জন্য টিসিবি ই-কমার্সের সহযোগিতায় সাশ্রয়ী মূল্যের পিয়াজ বাসায় পৌঁছে দেয়ার ব্যবস্থা করেছে। ক্রেতারা বাসায় বসে অন্যান্য পণ্যের মতো এখন সাশ্রয়ী মূল্যের পিয়াজও কিনতে পারবেন। ই-কমার্সের মাধ্যমে পিয়াজ বিক্রয়ের ধারণাটি নতুন, এক্ষেত্রে কিছু সমস্যা আসতে পারে। আমরা থেমে থাকব না, সমস্যার সমাধান করে এগিয়ে যাব। প্রাথমিক পর্যায়ে শুধু ঢাকা ও চট্টগ্রামে এ পিয়াজ বিক্রয় শুরু করা হচ্ছে। পর্যায়ক্রমে ই-কমার্সের আওতায় দেশের সব স্থানে টিসিবি সাশ্রয়ী মূল্যে পিয়াজ বিক্রয় করবে। এজন্য ক্রেতা-বিক্রেতা এবং সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা প্রয়োজন। বাংলাদেশে ই-কমার্স ভোক্তাদের আস্থা অর্জন করেতে সক্ষম হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, পিয়াজের মূল্য বৃদ্ধি প্রতিরোধ ও মধ্যবিত্ত শ্রেণীর ক্রেতাদের ই-কমার্সে পিয়াজ পেতে এ কর্মসূচি গ্রহণ করেছে সরকার। প্রাথমিকভাবে দেশের ৫টি ই-কমার্স প্রতিষ্ঠানের মাধ্যমে ৩৬ টাকা মূল্যে ৩ কেজি করে পিয়াজ বিক্রয় করা হবে। পরে প্রতিষ্ঠানের সংখ্যা ও পিয়াজের পরিমাণ বাড়ানো হবে।