ফের ছন্দে বাবুর হাট : বিদেশি বস্ত্রে সয়লাব

প্রাচ্যের ম্যানচেস্টার খ্যাত বাবুরহাট, শেখেরচর বাজারে তৈরি পোশাক,শাড়ি থ্রিপিছ কেনাকাটায় দোকানগুলোতে ক্রেতাদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত। নারী পুরুষ, শিশুসহ সব বয়সের ক্রেতার ভিড় প্রতিটি দোকানে। বিশেষ করে তৈরি পোশাক, শাড়ির দোকানগুলোতে ক্রেতার ভিড় দেখা গেছে। বিক্রিও হয়েছে প্রচুর। কারণ গত ৬ মাস করোনা আতঙ্কে ভিড় জমানো কঠোরভাবে নিষিদ্ধ থাকায় এখন অনেকেই শিশু কিশোর ছেলেদের পছন্দমতো পোশাক কিনতে সাথে নিয়ে দোকানে যাওয়ায় এ রকম ভিড় জমাচ্ছে বলে জানিয়েছেন দোকানিরা তবে এখানকার দোকানগুলোতে ভারতীয় তৈরি পোশাক ও শাড়ি ও থ্রিপিছের চাহিদা বেশি। ফলে দেশীও তৈরি পোশাক এবং শাড়ি অনেক উন্নত টেকসই হলেও ক্রেতাদের চাহিদা না থাকায় দোকানিরাও কর ফাঁকি দিয়ে অবৈধপথে আসা ভারতীয় পোশাক দোকানে তুলেছেন অনেকে। খোঁজ নিয়ে জানা যায় এক শ্রেণীর পাইকারি সরবরাহকারীরা চট্টগ্রাম ও আখাউড়া ও টেকনাফ সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশ করা এসব ভারতীয় কিছু পণ্য ও পোশাক সামগ্রী এখানকার দোকানগুলোতে সরবরাহ করেন। ক্রেতাদের আগ্রহ ও চাহিদার কথা বিবেচনায় দেশীয় পোশাকে এবার যথেষ্ট বৈচিত্র ও টেকসই হলেও দোকানিরা ভারতীয় পোশাক তুলেছেন প্রচুর।

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২০ , ০১ মহররম ১৪৪২, ০৩ আশ্বিন ১৪২৭

ফের ছন্দে বাবুর হাট : বিদেশি বস্ত্রে সয়লাব

প্রতিনিধি, মাধবদী (নরসিংদী)

প্রাচ্যের ম্যানচেস্টার খ্যাত বাবুরহাট, শেখেরচর বাজারে তৈরি পোশাক,শাড়ি থ্রিপিছ কেনাকাটায় দোকানগুলোতে ক্রেতাদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত। নারী পুরুষ, শিশুসহ সব বয়সের ক্রেতার ভিড় প্রতিটি দোকানে। বিশেষ করে তৈরি পোশাক, শাড়ির দোকানগুলোতে ক্রেতার ভিড় দেখা গেছে। বিক্রিও হয়েছে প্রচুর। কারণ গত ৬ মাস করোনা আতঙ্কে ভিড় জমানো কঠোরভাবে নিষিদ্ধ থাকায় এখন অনেকেই শিশু কিশোর ছেলেদের পছন্দমতো পোশাক কিনতে সাথে নিয়ে দোকানে যাওয়ায় এ রকম ভিড় জমাচ্ছে বলে জানিয়েছেন দোকানিরা তবে এখানকার দোকানগুলোতে ভারতীয় তৈরি পোশাক ও শাড়ি ও থ্রিপিছের চাহিদা বেশি। ফলে দেশীও তৈরি পোশাক এবং শাড়ি অনেক উন্নত টেকসই হলেও ক্রেতাদের চাহিদা না থাকায় দোকানিরাও কর ফাঁকি দিয়ে অবৈধপথে আসা ভারতীয় পোশাক দোকানে তুলেছেন অনেকে। খোঁজ নিয়ে জানা যায় এক শ্রেণীর পাইকারি সরবরাহকারীরা চট্টগ্রাম ও আখাউড়া ও টেকনাফ সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশ করা এসব ভারতীয় কিছু পণ্য ও পোশাক সামগ্রী এখানকার দোকানগুলোতে সরবরাহ করেন। ক্রেতাদের আগ্রহ ও চাহিদার কথা বিবেচনায় দেশীয় পোশাকে এবার যথেষ্ট বৈচিত্র ও টেকসই হলেও দোকানিরা ভারতীয় পোশাক তুলেছেন প্রচুর।