শিক্ষকের নন্দিত উদ্যোগ

পরিবেশ রক্ষায় ১০ হাজার তালের বীজ রোপণ

পরিবেশবান্ধব, জীববৈচিত্র রক্ষা ও মাটি ধরে রাখার সহায়ক হিসেবে গ্রামীণ সড়কের পাশে তালের বীজ রোপণের ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যশোরের বাঘারপাড়ার এক স্কুল শিক্ষক মাওলানা ফারুক হোসেন। সমগ্র উপজেলাকে সবুজায়ন করতে ইতোমধ্যে নিজ অর্থায়নে দশ হাজার তালের বীজ রোপণের কাজ শুরু করেছেন। প্রথম পর্যায়ে খলশি-বাউলিয়া সড়কে এ বীজ রোপণের মধ্যে দিয়ে এ কার্যক্রম শুরু হয়। পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন সড়কের পাশে রোপণ করা হবে তালের বীজ। প্রতিবেশী ও বিভিন্ন গ্রাম ঘুরে ঘুরে তিনি এ বীজ সংগ্রহ করেছেন। মাওলানা ফারুক খলশী আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। এক মাসের অধিক সময় ধরে তিনি সকাল সন্ধ্যায় বীজ সংগ্রহে ছুটে চলেছেন। উদ্যোগী ফারুক হোসেনের বাড়ি গিয়ে দেখা যায় স্তুপ করা আছে বিভিন্ন জাতের তালের বীজ। যার পরিমাণ ছয় হাজার। দীর্ঘদিনের ভাবনা গ্রামীণ রাস্তার দু’পাশে সারি সারি তাল গাছ থাকবে। সেই ভাবনা নিয়েই তিনি কাজ শুরু করেছেন। এ মহতী কাজের ব্যাপারে জানতে চাইলে ফারুক হোসেন বলেন, আমি সব সময় সামাজিক কাজ করার চেষ্টা করি। সেই চিন্তা থেকে এ উদ্যোগ। এ বীজ রোপণ করলে গাছ হবে। সে গাছ একদিন বড় হবে। গাছের ফল মানুষ খাবে। রাস্তার পথিক ছায়া পাবে। সেই ভাবনা থেকেই কাজের যাত্রা। কিভাবে দশ হাজার তালের বীজ সংগ্রহ করেছেন। জানতে চাইলে তিনি বলেন এ অনেক কষ্টসাধ্য কাজ। বীজ সংগ্রহে গাছে উঠার জন্য আলাদা লোকের প্রয়োজন হয়। পারিশ্রমিকের বিনিময়ে তাদের নিয়ে বহরমপুর, খলশী, বাউলিয়া, নওয়াপাড়াসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করা হয়েছে।

এছাড়া খলশি বালিকা বিদ্যালয়, মাধ্যমিক, প্রাথমিক বিদ্যালয়, ইউনিয়ন পরিষদ মাঠসহ রাস্তার দু’প্রান্তে বিভিন্ন প্রজাতির গাছের চারা তিনি রোপণ করেছেন বলে জানান। গত বুধবার সকালে তালের বীজ রোপণের সূচনাতে উপস্থিত ছিলেন দোহাকুলা ইউপি চেয়ারম্যান আবু মোতালেব তরফদার, বাঘারপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, ইউপি সদস্য বোরহান উদ্দীন। এসময় চেয়ারম্যান আবু মোতালেব তরফদার, বলেন, ফারুক হোসেনের এ উদ্যোগকে আমি ধন্যবাদ জানাই। প্রধানমন্ত্রী বর্তমান সময়ে তালগাছ রোপণের বিষয়ে উদ্যোগী, পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ লাগানোর কোন বিকল্প নেই।

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২০ , ০১ মহররম ১৪৪২, ০৩ আশ্বিন ১৪২৭

শিক্ষকের নন্দিত উদ্যোগ

পরিবেশ রক্ষায় ১০ হাজার তালের বীজ রোপণ

প্রতিনিধি, বাঘারপাড়া (যশোর)

image

পরিবেশবান্ধব, জীববৈচিত্র রক্ষা ও মাটি ধরে রাখার সহায়ক হিসেবে গ্রামীণ সড়কের পাশে তালের বীজ রোপণের ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যশোরের বাঘারপাড়ার এক স্কুল শিক্ষক মাওলানা ফারুক হোসেন। সমগ্র উপজেলাকে সবুজায়ন করতে ইতোমধ্যে নিজ অর্থায়নে দশ হাজার তালের বীজ রোপণের কাজ শুরু করেছেন। প্রথম পর্যায়ে খলশি-বাউলিয়া সড়কে এ বীজ রোপণের মধ্যে দিয়ে এ কার্যক্রম শুরু হয়। পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন সড়কের পাশে রোপণ করা হবে তালের বীজ। প্রতিবেশী ও বিভিন্ন গ্রাম ঘুরে ঘুরে তিনি এ বীজ সংগ্রহ করেছেন। মাওলানা ফারুক খলশী আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। এক মাসের অধিক সময় ধরে তিনি সকাল সন্ধ্যায় বীজ সংগ্রহে ছুটে চলেছেন। উদ্যোগী ফারুক হোসেনের বাড়ি গিয়ে দেখা যায় স্তুপ করা আছে বিভিন্ন জাতের তালের বীজ। যার পরিমাণ ছয় হাজার। দীর্ঘদিনের ভাবনা গ্রামীণ রাস্তার দু’পাশে সারি সারি তাল গাছ থাকবে। সেই ভাবনা নিয়েই তিনি কাজ শুরু করেছেন। এ মহতী কাজের ব্যাপারে জানতে চাইলে ফারুক হোসেন বলেন, আমি সব সময় সামাজিক কাজ করার চেষ্টা করি। সেই চিন্তা থেকে এ উদ্যোগ। এ বীজ রোপণ করলে গাছ হবে। সে গাছ একদিন বড় হবে। গাছের ফল মানুষ খাবে। রাস্তার পথিক ছায়া পাবে। সেই ভাবনা থেকেই কাজের যাত্রা। কিভাবে দশ হাজার তালের বীজ সংগ্রহ করেছেন। জানতে চাইলে তিনি বলেন এ অনেক কষ্টসাধ্য কাজ। বীজ সংগ্রহে গাছে উঠার জন্য আলাদা লোকের প্রয়োজন হয়। পারিশ্রমিকের বিনিময়ে তাদের নিয়ে বহরমপুর, খলশী, বাউলিয়া, নওয়াপাড়াসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করা হয়েছে।

এছাড়া খলশি বালিকা বিদ্যালয়, মাধ্যমিক, প্রাথমিক বিদ্যালয়, ইউনিয়ন পরিষদ মাঠসহ রাস্তার দু’প্রান্তে বিভিন্ন প্রজাতির গাছের চারা তিনি রোপণ করেছেন বলে জানান। গত বুধবার সকালে তালের বীজ রোপণের সূচনাতে উপস্থিত ছিলেন দোহাকুলা ইউপি চেয়ারম্যান আবু মোতালেব তরফদার, বাঘারপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, ইউপি সদস্য বোরহান উদ্দীন। এসময় চেয়ারম্যান আবু মোতালেব তরফদার, বলেন, ফারুক হোসেনের এ উদ্যোগকে আমি ধন্যবাদ জানাই। প্রধানমন্ত্রী বর্তমান সময়ে তালগাছ রোপণের বিষয়ে উদ্যোগী, পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ লাগানোর কোন বিকল্প নেই।