আলমগীরের স্বপ্ন পূরণ

আলমগীর হোসেন, এ সময়ের একজন মিউজিশিয়ান। বাংলাদেশের অনেক কিংবদন্তি সঙ্গীতশিল্পী ছাড়াও এই প্রজন্মের শিল্পীদের সঙ্গেও স্টেজ শো, টিভিতে ড্রামস বাজিয়ে বেশ সুনাম অর্জন করেছেন। দীর্ধ দুই দশকেরও বেশি সময় ধরে আলমগীর একজন ড্রামার হিসেবে বেশ খ্যাতি অর্জন করেছেন। কিন্তু আলমগীরের স্ব^প্ন দেখছিলেন বাংলাদেশের ফোকগানকে শিল্পীদের কন্ঠে আবারো নতুন সঙ্গীতায়োজনে ইউটিউবে প্রকাশ করবেন। আর গানের ভিডিওতে ধারণ করার পূর্বে আলমগীরের নিজস্ব স্টুডিওতে বসে শিল্পী এবং মিউজিশিয়ান প্রচলতি সুর ঠিক রেখে নতুন করে মিউজিক কম্পোজিশন করবেন। তারপর মোটামুটি সবাই প্রস্তুত হয়ে গেলে গানটির অডিও-ভিডিও এক টেকেই ধারণ করা হবে। তিনি থাকবে পুরো প্রজেক্টটির পরিচালক। এরই মধ্যে গেলো ১৮ সেপ্টেম্বর ‘এজেএস ক্রিয়েটিভ মিডিায়া’ ইউটিউব চ্যানেলে আলমগীরের পরিচালনায় প্রথম ফোকগান ‘গাড়িয়াল বন্ধুরে’ প্রকাশিত হয়েছে। গানটি গেয়েছেন অংকন। আলমগীর জানান আগামী কিছুদিনের মধ্যে ফকির শাহাবুদ্দিন, প্রতীক হাসান, আয়েশা মৌসুমী, ঝিলিকের কন্ঠেও এই চ্যানেলের ‘ফোক টিউব’ অনুষ্ঠানে একে একে তাদের কন্ঠেও ফোকগান প্রকাশ পাবে। আলমগীর বলেন, এটা বলা যায় বিগত দুই বছর ধরেই আমি স্বপ্ন দেখে আসছি। নানান ধরনের ব্যস্ততার কারণে করা হয়ে উঠেনি। কিন্তু করোনার কারণে লকডাউনের দিনগুলোতে এ বিষয়টি নিয়ে গবেষনা করতে হয়েছে আমাকে। অনেক শ্রম, অনেক কষ্টের পর অবশেষে ফোক টিউব অনুষ্ঠানের যাত্রা শুরু হলো। বাংলাদেশে যতো জনপ্রিয় ফোকগান আছে তার মধ্যে যেসব ফোকগান প্রকাশে কোনরকম বাধা নেই সেসব ফোক গানই এতে প্রকাশ পাবে। আমার স্ত্রী লুইপা আমাকে এই কাজটি ত্বরান্বিত করার ব্যাপারে ভীষণ অনুপ্রেরণা দিয়ে আসছে শুরু থেকেই। তার প্রতি আন্তরিক ধন্যবাদ। ধন্যবাদ আমার সহযোদ্ধা মিউজিশিয়ানদের প্রতি।

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২০ , ০১ মহররম ১৪৪২, ০৩ আশ্বিন ১৪২৭

আলমগীরের স্বপ্ন পূরণ

বিনোদন প্রতিবেদক |

image

আলমগীর হোসেন, এ সময়ের একজন মিউজিশিয়ান। বাংলাদেশের অনেক কিংবদন্তি সঙ্গীতশিল্পী ছাড়াও এই প্রজন্মের শিল্পীদের সঙ্গেও স্টেজ শো, টিভিতে ড্রামস বাজিয়ে বেশ সুনাম অর্জন করেছেন। দীর্ধ দুই দশকেরও বেশি সময় ধরে আলমগীর একজন ড্রামার হিসেবে বেশ খ্যাতি অর্জন করেছেন। কিন্তু আলমগীরের স্ব^প্ন দেখছিলেন বাংলাদেশের ফোকগানকে শিল্পীদের কন্ঠে আবারো নতুন সঙ্গীতায়োজনে ইউটিউবে প্রকাশ করবেন। আর গানের ভিডিওতে ধারণ করার পূর্বে আলমগীরের নিজস্ব স্টুডিওতে বসে শিল্পী এবং মিউজিশিয়ান প্রচলতি সুর ঠিক রেখে নতুন করে মিউজিক কম্পোজিশন করবেন। তারপর মোটামুটি সবাই প্রস্তুত হয়ে গেলে গানটির অডিও-ভিডিও এক টেকেই ধারণ করা হবে। তিনি থাকবে পুরো প্রজেক্টটির পরিচালক। এরই মধ্যে গেলো ১৮ সেপ্টেম্বর ‘এজেএস ক্রিয়েটিভ মিডিায়া’ ইউটিউব চ্যানেলে আলমগীরের পরিচালনায় প্রথম ফোকগান ‘গাড়িয়াল বন্ধুরে’ প্রকাশিত হয়েছে। গানটি গেয়েছেন অংকন। আলমগীর জানান আগামী কিছুদিনের মধ্যে ফকির শাহাবুদ্দিন, প্রতীক হাসান, আয়েশা মৌসুমী, ঝিলিকের কন্ঠেও এই চ্যানেলের ‘ফোক টিউব’ অনুষ্ঠানে একে একে তাদের কন্ঠেও ফোকগান প্রকাশ পাবে। আলমগীর বলেন, এটা বলা যায় বিগত দুই বছর ধরেই আমি স্বপ্ন দেখে আসছি। নানান ধরনের ব্যস্ততার কারণে করা হয়ে উঠেনি। কিন্তু করোনার কারণে লকডাউনের দিনগুলোতে এ বিষয়টি নিয়ে গবেষনা করতে হয়েছে আমাকে। অনেক শ্রম, অনেক কষ্টের পর অবশেষে ফোক টিউব অনুষ্ঠানের যাত্রা শুরু হলো। বাংলাদেশে যতো জনপ্রিয় ফোকগান আছে তার মধ্যে যেসব ফোকগান প্রকাশে কোনরকম বাধা নেই সেসব ফোক গানই এতে প্রকাশ পাবে। আমার স্ত্রী লুইপা আমাকে এই কাজটি ত্বরান্বিত করার ব্যাপারে ভীষণ অনুপ্রেরণা দিয়ে আসছে শুরু থেকেই। তার প্রতি আন্তরিক ধন্যবাদ। ধন্যবাদ আমার সহযোদ্ধা মিউজিশিয়ানদের প্রতি।