চারটি ধারাবাহিকে পারভেজ সুমন

তরুণ প্রজন্মের অভিনেতাদের মধ্যে পারভেজ সুমন তার অভিনয়গুণে নিজের একটা অবস্থান তৈরি করে নিয়েছেন। নিয়মিত কাজ করছেন টিভি নাটকে। বর্তমানে বিভিন্য চ্যানেলে প্রচারাধীন আছে তার চারটি ধারাবাহিক নাটক। তার অভিনিত ‘টিপু সুলতান’ ধারাবাহিক নাটক প্রচার হচ্ছে আরটিভিতে। এই নাটকটির রচনা ও পরিচালনায় আছেন হিরণ জামান।

একই টিভি চ্যানেলে পারভেজ অভিনিত ‘ভিলেজ হট্টগোল’ ধারাবাহিক নাটক প্রচার হচ্ছে, এটি রচনা করেছেন স্বাধীন শাহ, পরিচালনা করছেন ইমরান হাওলাদার। ‘আনন্দ ভ্রমণ’ নামে আরকবটি ধারাবাহিক নাটক প্রচার হচ্চে এটিএন বাংলা টিভিতে। এই নাটকটি ফজলুল সেলিমের রচনায় পরিচালনা করেছেন সৈয়দ শাকিল।

‘সেয়ান আনলিমিটেড’ নামে তার অভিনীত আরেক নাটক প্রচার হচ্ছে চ্যানেল আই টিভিতে। আহসান আলমগীরের রচনায় এটি পরিচালনা করছেন মুজিবুল হক খোকন। এছাড়াও বেশকিছু ধারাবাহিক নাটকের শুটিং শেষ করেছেন বলে জানিয়েছেন সুমন। খুব শীঘ্রই এই নাটকগুলো প্রচারে আসবে বলে জানা তিনি। এই নাটকগুলোর মধ্যে আছে- জাকির হোসেন উজ্জ্বলের রচনা ও ফরিদুল হাসানের পরিচালনায় ‘বাহানা’, মানস পালের রচনা মুজিবুল হক খোকনের পরিচালনায় ‘আরশি নগর’, সৈয়দ শাকিলের পরিচালনায় ‘নীল ঘুর্ণি’, আদিবাসি মিজানের রচনা ও পরিচালনায় ‘নানা ভাই’। পারভেজ সুমন বলেন, ‘দিনে দিনে আমার কাজ বাড়ছে। অভিনয়ের জন্য নানা দিক থেকে প্রশংসা শুনি। অরন্য আনোয়ার পরিচালতি ‘ফুল এইচডি’ ধারাবাহিক নাটকের ‘গণেশ’ চরিত্রটির জন্য আমি অনেক পরিচিতি পেয়েছি। ধারাবাহিক নাটকটি মাছরাঙা টিভিতে প্রচার হতো।

এখনো অনেক দর্শক রাস্তাঘাটে গণেশ চরিত্রের জন্য কাছে এগিয়ে আসে। গণেশ চরিত্রে অভিনয়ের পর থেকেই অনেক নির্মাতা আমাকে নিয়ে অন্যভাবে ভাবার অবকাশ পেয়েছে। আমি অভিনয়টাকে ভালবাসি, আজীবন অভিনয়টাই করে যেতে চাই। ’

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২০ , ০১ মহররম ১৪৪২, ০৩ আশ্বিন ১৪২৭

চারটি ধারাবাহিকে পারভেজ সুমন

বিনোদন প্রতিবেদক |

image

তরুণ প্রজন্মের অভিনেতাদের মধ্যে পারভেজ সুমন তার অভিনয়গুণে নিজের একটা অবস্থান তৈরি করে নিয়েছেন। নিয়মিত কাজ করছেন টিভি নাটকে। বর্তমানে বিভিন্য চ্যানেলে প্রচারাধীন আছে তার চারটি ধারাবাহিক নাটক। তার অভিনিত ‘টিপু সুলতান’ ধারাবাহিক নাটক প্রচার হচ্ছে আরটিভিতে। এই নাটকটির রচনা ও পরিচালনায় আছেন হিরণ জামান।

একই টিভি চ্যানেলে পারভেজ অভিনিত ‘ভিলেজ হট্টগোল’ ধারাবাহিক নাটক প্রচার হচ্ছে, এটি রচনা করেছেন স্বাধীন শাহ, পরিচালনা করছেন ইমরান হাওলাদার। ‘আনন্দ ভ্রমণ’ নামে আরকবটি ধারাবাহিক নাটক প্রচার হচ্চে এটিএন বাংলা টিভিতে। এই নাটকটি ফজলুল সেলিমের রচনায় পরিচালনা করেছেন সৈয়দ শাকিল।

‘সেয়ান আনলিমিটেড’ নামে তার অভিনীত আরেক নাটক প্রচার হচ্ছে চ্যানেল আই টিভিতে। আহসান আলমগীরের রচনায় এটি পরিচালনা করছেন মুজিবুল হক খোকন। এছাড়াও বেশকিছু ধারাবাহিক নাটকের শুটিং শেষ করেছেন বলে জানিয়েছেন সুমন। খুব শীঘ্রই এই নাটকগুলো প্রচারে আসবে বলে জানা তিনি। এই নাটকগুলোর মধ্যে আছে- জাকির হোসেন উজ্জ্বলের রচনা ও ফরিদুল হাসানের পরিচালনায় ‘বাহানা’, মানস পালের রচনা মুজিবুল হক খোকনের পরিচালনায় ‘আরশি নগর’, সৈয়দ শাকিলের পরিচালনায় ‘নীল ঘুর্ণি’, আদিবাসি মিজানের রচনা ও পরিচালনায় ‘নানা ভাই’। পারভেজ সুমন বলেন, ‘দিনে দিনে আমার কাজ বাড়ছে। অভিনয়ের জন্য নানা দিক থেকে প্রশংসা শুনি। অরন্য আনোয়ার পরিচালতি ‘ফুল এইচডি’ ধারাবাহিক নাটকের ‘গণেশ’ চরিত্রটির জন্য আমি অনেক পরিচিতি পেয়েছি। ধারাবাহিক নাটকটি মাছরাঙা টিভিতে প্রচার হতো।

এখনো অনেক দর্শক রাস্তাঘাটে গণেশ চরিত্রের জন্য কাছে এগিয়ে আসে। গণেশ চরিত্রে অভিনয়ের পর থেকেই অনেক নির্মাতা আমাকে নিয়ে অন্যভাবে ভাবার অবকাশ পেয়েছে। আমি অভিনয়টাকে ভালবাসি, আজীবন অভিনয়টাই করে যেতে চাই। ’