চলতি মাসে ‘লালজমিনে’র তিনটি প্রদর্শনী

আগামী ২৪ সেপ্টেম্বর গাজীপুর পুলিশ লাইনে ‘লালজমিন’ নাটকের ২৪৫তম প্রদর্শনী অনুষ্ঠিত হবে। করোনা পরিস্থিতির কারণে দীর্ঘদিন নাটক মঞ্চায়ন বন্ধ থাকার পর ‘লালজমিন নাটক’ মঞ্চায়নের মাধ্যমে আবারো থিয়েটারের দরজা খোলে গত ২৮ আগস্ট। আগের মতো এখন ‘লালজমিন’ নাটকটির কল সো এর জন্যও প্রস্তুত শূন্যন বাহিনী। ২ সেপ্টেম্বর শো এর পর আগামী ২৬ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় মহিলা সমিতির নীলিমা ইব্রাহীম মঞ্চে আবারও ‘লালজমিন’ এর মঞ্চায়ন হতে যাচ্ছে। মুক্তিযুদ্ধভিত্তিক একক অভিনয়ের মঞ্চ নাটক ‘লাল জমিন’ নাটকটি শূন্যন রেপার্টরি থিয়েটারের প্রযোজিত। মান্নান হীরা রচিত এই নাটকের নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী। এখানে একক অভিনয় করেছেন মোমেনা চৌধুরী।

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২০ , ০১ মহররম ১৪৪২, ০৩ আশ্বিন ১৪২৭

চলতি মাসে ‘লালজমিনে’র তিনটি প্রদর্শনী

বিনোদন প্রতিবেদক |

image

আগামী ২৪ সেপ্টেম্বর গাজীপুর পুলিশ লাইনে ‘লালজমিন’ নাটকের ২৪৫তম প্রদর্শনী অনুষ্ঠিত হবে। করোনা পরিস্থিতির কারণে দীর্ঘদিন নাটক মঞ্চায়ন বন্ধ থাকার পর ‘লালজমিন নাটক’ মঞ্চায়নের মাধ্যমে আবারো থিয়েটারের দরজা খোলে গত ২৮ আগস্ট। আগের মতো এখন ‘লালজমিন’ নাটকটির কল সো এর জন্যও প্রস্তুত শূন্যন বাহিনী। ২ সেপ্টেম্বর শো এর পর আগামী ২৬ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় মহিলা সমিতির নীলিমা ইব্রাহীম মঞ্চে আবারও ‘লালজমিন’ এর মঞ্চায়ন হতে যাচ্ছে। মুক্তিযুদ্ধভিত্তিক একক অভিনয়ের মঞ্চ নাটক ‘লাল জমিন’ নাটকটি শূন্যন রেপার্টরি থিয়েটারের প্রযোজিত। মান্নান হীরা রচিত এই নাটকের নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী। এখানে একক অভিনয় করেছেন মোমেনা চৌধুরী।