ঢাবি ছাত্রী ধর্ষণ মামলার সাক্ষ্য গ্রহণ শুরু

রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থী ধর্ষণের মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। গতকাল ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক বেগম মোসা. কামরুন্নাহারের আদালতে মামলার বাদী ও ধর্ষণের শিকার ওই ছাত্রীর বাবা জবানবন্দি দেন। পরে আসামি মজনুর আইনজীবী রবিউল ইসলাম রবি তাকে জেরা করেন। জেরা শেষে আদালত আজ সাক্ষ্যগ্রহণের পরবর্তী দিন ধার্য করেন। এরআগে সাক্ষ্য গ্রহণকালে মজনুকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। মামলাটিতে ২১ জন সাক্ষীর মধ্যে একজনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, গত ৫ জানুয়ারি কুর্মিটোলায় ওই ছাত্রীকে ধর্ষণ করেন মজনু। ওই ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে ক্যান্টনমেন্ট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পরে গত ৮ জানুয়ারি ক্যান্টনমেন্ট থানাধীন শেওড়া বাসস্ট্যান্ড থেকে র‌্যাব মজনুকে গ্রেফতার করে। ৯ জানুয়ারি আদালত মজনুর সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। ১৬ জানুয়ারি মজনু দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দেন। এখন তিনি কারাগারে রয়েছেন। ১৬ মার্চ মজনুকে একমাত্র আসামি করে ঢাকা সিএমএম আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক আবু সিদ্দিক। পরে গত ২৬ আগস্ট মজনুর বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।

আরও খবর
রোহিঙ্গাদের স্বদেশে প্রত্যাবর্তনে জাতিসংঘ ব্যর্থ হলে তৃতীয় দেশে স্থানান্তরের দাবি
বর্জ্য পানিতে করোনা জীবাণুর জীন
খালেদাকে ফের কারাগারে পাঠানোর দাবি উঠতে পারে তথ্যমন্ত্রী
সর্ষের মধ্যে ভূত তাড়াতে বিআরটিএ’র চেয়ারম্যানকে নির্দেশ সড়কমন্ত্রীর
সাড়ে ৯ হাজার শ্রমিককে ৪০ কোটি টাকা সহায়তা প্রদান
নদী থেকে অবৈধ বালু উত্তোলন : হুমকির মুখে শত শত গ্রাম
অস্বাভাবিক বিদ্যুৎ বিলের প্রতিবাদ
অস্ত্র দিয়ে ফাঁসাতে গিয়ে নিজেরাই ধরা
বন্ড হাউসের পণ্য বিক্রি, ৫২ কোটি টাকার রাজস্ব ফাঁকি
আদালতে ঘাতক রিফাতের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
থানায় আটকে টাকা আদায় : ওসিসহ ৫ পুলিশ ক্লোজড
রিমান্ড শেষে কারাগারে স্বাস্থ্যের আবজাল
অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ডিএসসিসির
ডেমরায় স্টিল মিলে চুল্লি বিস্ফোরণ : ৫ শ্রমিক দগ্ধ

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২০ , ০১ মহররম ১৪৪২, ০৩ আশ্বিন ১৪২৭

ঢাবি ছাত্রী ধর্ষণ মামলার সাক্ষ্য গ্রহণ শুরু

আদালত বার্তা পরিবেশক

রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থী ধর্ষণের মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। গতকাল ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক বেগম মোসা. কামরুন্নাহারের আদালতে মামলার বাদী ও ধর্ষণের শিকার ওই ছাত্রীর বাবা জবানবন্দি দেন। পরে আসামি মজনুর আইনজীবী রবিউল ইসলাম রবি তাকে জেরা করেন। জেরা শেষে আদালত আজ সাক্ষ্যগ্রহণের পরবর্তী দিন ধার্য করেন। এরআগে সাক্ষ্য গ্রহণকালে মজনুকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। মামলাটিতে ২১ জন সাক্ষীর মধ্যে একজনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, গত ৫ জানুয়ারি কুর্মিটোলায় ওই ছাত্রীকে ধর্ষণ করেন মজনু। ওই ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে ক্যান্টনমেন্ট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পরে গত ৮ জানুয়ারি ক্যান্টনমেন্ট থানাধীন শেওড়া বাসস্ট্যান্ড থেকে র‌্যাব মজনুকে গ্রেফতার করে। ৯ জানুয়ারি আদালত মজনুর সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। ১৬ জানুয়ারি মজনু দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দেন। এখন তিনি কারাগারে রয়েছেন। ১৬ মার্চ মজনুকে একমাত্র আসামি করে ঢাকা সিএমএম আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক আবু সিদ্দিক। পরে গত ২৬ আগস্ট মজনুর বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।