স্বতন্ত্র পরিচালক প্যানেলে পেশাদার সিএমএ ডিগ্রিধারীদের যুক্ত করার প্রস্তাব

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিতে স্বতন্ত্র পরিচালক প্যানেলে পেশাদার হিসাববিদ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টদের (সিএমএ) যুক্ত করার প্রস্তাব করেছেন দ্য ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) এর সভাপতি মো. জসিম উদ্দিন আকন্দ। একইসঙ্গে সরকারি নির্দেশনা অনুসারে সব লিমিটেড কোম্পানিতে কস্ট অডিট বাধ্যতামূলক করার প্রস্তাব করেছেন। গতকাল আইসিএমএবির আয়োজিত ‘পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক একটি ওয়েবিনার শিরোনামে তিনি এ প্রস্তাব করেন।

এতে প্রধান অতিথি হিসেবে কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল মো. মুসলিম চৌধুরী ও বিশেষ অতিথি হিসেবে পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) মো. মামুন-আল-রশিদ অংশ নেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফরেন এইডেড প্রোজেক্ট অডিট ডিরেক্টোরেট-এর সাবেক ডিরেক্টর জেনারেল একেএম জসিম উদ্দিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি মো. মুসলিম চৌধুরী বলেন, সরকার ব্যবস্থায় পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট প্রক্রিয়া বিশেষ একটি স্থান নিয়ে রেখেছে। আমাদের দেশের অর্থনৈতিক প্রক্রিয়ায় জনগণ সার্বিকভাবে যুক্ত। আর আমাদের অর্থনৈতিক কার্যক্রম প্রারম্ভিকভাবে জাতীয় সংসদ থেকে যাত্রা শুরু করে।

মো. মামুন-আল-রশিদ বলেন, ব্যয় ব্যবস্থাপনা সরকারের জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয়। উন্নয়নশীল দেশসমূহের জন্য এটি আরও জরুরি একটি ব্যাপার। সরকারের সব উন্নয়ন সংক্রান্ত কার্যক্রমের গুরুত্ব অনেক।

অনুষ্ঠানে সাফা ভাইস প্রেসিডেন্ট এবং আইসিএমএবির সাবেক প্রেসিডেন্ট ও বর্তমান সেমিনার এবং কনফারেন্স কমিটির চেয়ারম্যান একেএম দেলোয়ার হোসেন স্বাগত বক্তব্য রাখেন। এছাড়া ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কন্ট্রোলার অব এক্সামিনেশনস ও সাবেক কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল আহমেদ আতাউল হাকিম এবং আইসিএমএবির কাউন্সিল সদস্য ও অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. আবদুর রহমান খান বক্তব্য রাখেন।

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২০ , ০২ মহররম ১৪৪২, ০৪ আশ্বিন ১৪২৭

স্বতন্ত্র পরিচালক প্যানেলে পেশাদার সিএমএ ডিগ্রিধারীদের যুক্ত করার প্রস্তাব

অর্থনৈতিক বার্তা পরিবেশক |

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিতে স্বতন্ত্র পরিচালক প্যানেলে পেশাদার হিসাববিদ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টদের (সিএমএ) যুক্ত করার প্রস্তাব করেছেন দ্য ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) এর সভাপতি মো. জসিম উদ্দিন আকন্দ। একইসঙ্গে সরকারি নির্দেশনা অনুসারে সব লিমিটেড কোম্পানিতে কস্ট অডিট বাধ্যতামূলক করার প্রস্তাব করেছেন। গতকাল আইসিএমএবির আয়োজিত ‘পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক একটি ওয়েবিনার শিরোনামে তিনি এ প্রস্তাব করেন।

এতে প্রধান অতিথি হিসেবে কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল মো. মুসলিম চৌধুরী ও বিশেষ অতিথি হিসেবে পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) মো. মামুন-আল-রশিদ অংশ নেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফরেন এইডেড প্রোজেক্ট অডিট ডিরেক্টোরেট-এর সাবেক ডিরেক্টর জেনারেল একেএম জসিম উদ্দিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি মো. মুসলিম চৌধুরী বলেন, সরকার ব্যবস্থায় পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট প্রক্রিয়া বিশেষ একটি স্থান নিয়ে রেখেছে। আমাদের দেশের অর্থনৈতিক প্রক্রিয়ায় জনগণ সার্বিকভাবে যুক্ত। আর আমাদের অর্থনৈতিক কার্যক্রম প্রারম্ভিকভাবে জাতীয় সংসদ থেকে যাত্রা শুরু করে।

মো. মামুন-আল-রশিদ বলেন, ব্যয় ব্যবস্থাপনা সরকারের জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয়। উন্নয়নশীল দেশসমূহের জন্য এটি আরও জরুরি একটি ব্যাপার। সরকারের সব উন্নয়ন সংক্রান্ত কার্যক্রমের গুরুত্ব অনেক।

অনুষ্ঠানে সাফা ভাইস প্রেসিডেন্ট এবং আইসিএমএবির সাবেক প্রেসিডেন্ট ও বর্তমান সেমিনার এবং কনফারেন্স কমিটির চেয়ারম্যান একেএম দেলোয়ার হোসেন স্বাগত বক্তব্য রাখেন। এছাড়া ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কন্ট্রোলার অব এক্সামিনেশনস ও সাবেক কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল আহমেদ আতাউল হাকিম এবং আইসিএমএবির কাউন্সিল সদস্য ও অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. আবদুর রহমান খান বক্তব্য রাখেন।