শেয়ারবাজারে বড় দরপতন

গতকাল বড় দরপতরে শেষ হয়েছে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসের শেয়ারবাজারের লেনদেন। একই সঙ্গে কমেছে টাকার পরিমাণে লেনদেনও। এদিন উভয় শেয়ারবাজারের সব সূচক কমেছে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।

গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স সর্বোচ্চ ৭৬.৭৪ পয়েন্ট কমে ৫ হাজার ১২.১২ পয়েন্টে অবস্থান করছে। এর আগে গত ১৭ আগস্ট এই সূচকটি ৭৪ পয়েন্ট কমেছিল। গতকাল ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১৫.২৬ পয়েন্ট, ডিএসই-৩০ সূচক ২৫.৯০ পয়েন্ট এবং নতুন চালু হওয়া সিডিএসইটি সূচক ১৪.৪০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১১৩৮.১১, ১৭২৬.৯৬ ও ১০১৩.৬০ পয়েন্টে। এদিন ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৯৭৭ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের দিন থেকে ১২৬ কোটি ৩০ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ১০৩ কোটি ৮৮ লাখ টাকার। এছাড়া গতকাল ডিএসইতে ৩৫৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৮২টির বা ২৩.০৩ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ২৫৯টির বা ৭২.৭৫ শতাংশের এবং ১৪টি বা ৩.৯৩ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

গতকাল অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২০৯.৫৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৩১৯.৭৭ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৮৬টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৮৫টির, কমেছে ১৮৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টির দর। এছাড়া গতকাল সিএসইতে ৩১ কোটি ২৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

এদিকে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ১৯টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর ২০ লাখ ৪৫ হাজার ৯২০টি শেয়ার ৪১ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৯ কোটি ১৩ লাখ ৮৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ অর্থাৎ ৩ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে বারাকা পাওয়ারের। দ্বিতীয় সর্বোচ্চ ১ কোটি ৯৩ লাখ ৫২ হাজার টাকার ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের এবং তৃতীয় সর্বোচ্চ ৬২ লাখ ২৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে ব্র্যাক ব্যাংকের।

এছাড়া ইউনাইটেড পাওয়ারের ৩৩ লাখ ৭০ হাজার টাকার, স্কয়ার ফার্মার ২৮ লাখ ৫৩ হাজার টাকার, এসকে ট্রিমসের ২৪ লাখ ২১ হাজার টাকার, এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ডের ৫ লাখ টাকার, সী পার্লের ১৯ লাখ ৬৫ হাজার টাকার, রিপাবলিক ইন্স্যুরেন্সের ৪৬ লাখ ৫৯ হাজার টাকার, এমএল ডাইংয়ের ৪৯ লাখ ২৫ হাজার টাকার, কেডিএস এক্সেসরিজের ৫ লাখ ৩৫ হাজার টাকার, আইসিবি এমপ্লয়েজ মিউচ্যুয়াল ফান্ড ওয়ান : স্কিম ওয়ানের ৭ লাখ ১০ হাজার টাকার, গ্রামীণফোনের ৪৯ লাখ ৬৫ হাজার টাকার, ইস্টার্ন ইন্স্যুরেন্সের ৫ লাখ ২২ হাজার টাকার, সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ১৭ লাখ ২৪ হাজার টাকার, বাংলাদেশ সাবমেরিন কেবলের ৫ লাখ ৭ হাজার টাকার, এমবি ফার্মার ৬ লাখ ২৪ হাজার টাকার, আমান ফিডের ১২ লাখ ২৮ হাজার টাকার এবং আমান কটনের ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২০ , ০২ মহররম ১৪৪২, ০৪ আশ্বিন ১৪২৭

শেয়ারবাজারে বড় দরপতন

অর্থনৈতিক বার্তা পরিবেশক |

image

গতকাল বড় দরপতরে শেষ হয়েছে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসের শেয়ারবাজারের লেনদেন। একই সঙ্গে কমেছে টাকার পরিমাণে লেনদেনও। এদিন উভয় শেয়ারবাজারের সব সূচক কমেছে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।

গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স সর্বোচ্চ ৭৬.৭৪ পয়েন্ট কমে ৫ হাজার ১২.১২ পয়েন্টে অবস্থান করছে। এর আগে গত ১৭ আগস্ট এই সূচকটি ৭৪ পয়েন্ট কমেছিল। গতকাল ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১৫.২৬ পয়েন্ট, ডিএসই-৩০ সূচক ২৫.৯০ পয়েন্ট এবং নতুন চালু হওয়া সিডিএসইটি সূচক ১৪.৪০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১১৩৮.১১, ১৭২৬.৯৬ ও ১০১৩.৬০ পয়েন্টে। এদিন ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৯৭৭ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের দিন থেকে ১২৬ কোটি ৩০ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ১০৩ কোটি ৮৮ লাখ টাকার। এছাড়া গতকাল ডিএসইতে ৩৫৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৮২টির বা ২৩.০৩ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ২৫৯টির বা ৭২.৭৫ শতাংশের এবং ১৪টি বা ৩.৯৩ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

গতকাল অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২০৯.৫৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৩১৯.৭৭ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৮৬টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৮৫টির, কমেছে ১৮৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টির দর। এছাড়া গতকাল সিএসইতে ৩১ কোটি ২৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

এদিকে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ১৯টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর ২০ লাখ ৪৫ হাজার ৯২০টি শেয়ার ৪১ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৯ কোটি ১৩ লাখ ৮৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ অর্থাৎ ৩ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে বারাকা পাওয়ারের। দ্বিতীয় সর্বোচ্চ ১ কোটি ৯৩ লাখ ৫২ হাজার টাকার ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের এবং তৃতীয় সর্বোচ্চ ৬২ লাখ ২৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে ব্র্যাক ব্যাংকের।

এছাড়া ইউনাইটেড পাওয়ারের ৩৩ লাখ ৭০ হাজার টাকার, স্কয়ার ফার্মার ২৮ লাখ ৫৩ হাজার টাকার, এসকে ট্রিমসের ২৪ লাখ ২১ হাজার টাকার, এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ডের ৫ লাখ টাকার, সী পার্লের ১৯ লাখ ৬৫ হাজার টাকার, রিপাবলিক ইন্স্যুরেন্সের ৪৬ লাখ ৫৯ হাজার টাকার, এমএল ডাইংয়ের ৪৯ লাখ ২৫ হাজার টাকার, কেডিএস এক্সেসরিজের ৫ লাখ ৩৫ হাজার টাকার, আইসিবি এমপ্লয়েজ মিউচ্যুয়াল ফান্ড ওয়ান : স্কিম ওয়ানের ৭ লাখ ১০ হাজার টাকার, গ্রামীণফোনের ৪৯ লাখ ৬৫ হাজার টাকার, ইস্টার্ন ইন্স্যুরেন্সের ৫ লাখ ২২ হাজার টাকার, সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ১৭ লাখ ২৪ হাজার টাকার, বাংলাদেশ সাবমেরিন কেবলের ৫ লাখ ৭ হাজার টাকার, এমবি ফার্মার ৬ লাখ ২৪ হাজার টাকার, আমান ফিডের ১২ লাখ ২৮ হাজার টাকার এবং আমান কটনের ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।