সিদ্ধিরগঞ্জে জমি বিবাদে সংঘর্ষ : আহত ২০

সিদ্ধিরগঞ্জে জমি দখল নিয়ে দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছে। আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রোববার দুপুরে কদমতলী নয়াপাড়া বাগানবাড়ি এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে নারায়ণগঞ্জ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। জানা যায়, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক আলী হোসেন আলার সঙ্গে কদমতলী এলাকায় ২২ শতাংশ জমি নিয়ে রাকিবর রহমান সাগরের বিরোধ রয়েছে। জমি রক্ষার্থে সাগরের মা রেজিয়া বেগম বাদী হয়ে নারায়ণগঞ্জ বিজ্ঞ জজ আদালতে মামলা নং ১৫২/০৮ তরেন। আদালত জমিতে নিষেধাজ্ঞা জারি করলে এ সংক্রান্ত একটি সাইনবোর্ড জমিতে লাগানো রয়েছে। তারপরও গত শনিবার ওই জমিতে ড্রেজার লাগিয়ে বালু ভরাট কাজ শুরু করে কাউন্সিলরের লোকজন। খবর পেয়ে বাঁধা দিতে গেলে প্রাণনাশসহ বিভিন্ন হুমকি দেয়। এ ঘটনায় থানায় জিডি করে সাগর। পরে থানার ওসি তদন্ত ইসতিয়াক রাসেলের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে বালু ভরাট কাজ বন্ধ করে দেয়। সাগরের অভিযোগ, পুলিশ বালু ভরাট কাজ বন্ধ করার পর রবিবার সকালে কাউন্সিলর আলার নেতৃত্বে ২০ থেকে ২৫ জনের একটি সন্ত্রাসী বাহিনী দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আবার বালু ভরাট কাজ শুরু করে। খবর পেয়ে বাঁধা প্রদান করতে গেলে কাউন্সিলরের বাহিনী আমাদের উপর হামলা চালায়। তাদের ধাঁরালো অস্ত্রের আঘাতে আমিসহ ১০ জন আহত হয়েছি। তাদের মধ্যে মো. মানিক, মো. কামাল হোসেন ও মানিক হোসেনের অবস্থা গুরুতর। তাদের নারায়ণগঞ্জ খানপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে কাউন্সিলর আলী হোসেন আলার সঙ্গে কথা হলে তিনি জমি দখলের অভিযোগ অস্বীকার করে বলেন, সাগরের লোকজন শুক্রবার দিবাগত রাতে গোপনের আদালতের নিষেধাজ্ঞা সাইনবোর্ড লাগিয়েছে। আমি আমার ক্রয় করা জমিতে বালু ভরাট করতে গেলে সাগরের লোকজন হামলা চালায়।

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২০ , ০২ মহররম ১৪৪২, ০৪ আশ্বিন ১৪২৭

সিদ্ধিরগঞ্জে জমি বিবাদে সংঘর্ষ : আহত ২০

প্রতিনিধি, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)

সিদ্ধিরগঞ্জে জমি দখল নিয়ে দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছে। আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রোববার দুপুরে কদমতলী নয়াপাড়া বাগানবাড়ি এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে নারায়ণগঞ্জ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। জানা যায়, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক আলী হোসেন আলার সঙ্গে কদমতলী এলাকায় ২২ শতাংশ জমি নিয়ে রাকিবর রহমান সাগরের বিরোধ রয়েছে। জমি রক্ষার্থে সাগরের মা রেজিয়া বেগম বাদী হয়ে নারায়ণগঞ্জ বিজ্ঞ জজ আদালতে মামলা নং ১৫২/০৮ তরেন। আদালত জমিতে নিষেধাজ্ঞা জারি করলে এ সংক্রান্ত একটি সাইনবোর্ড জমিতে লাগানো রয়েছে। তারপরও গত শনিবার ওই জমিতে ড্রেজার লাগিয়ে বালু ভরাট কাজ শুরু করে কাউন্সিলরের লোকজন। খবর পেয়ে বাঁধা দিতে গেলে প্রাণনাশসহ বিভিন্ন হুমকি দেয়। এ ঘটনায় থানায় জিডি করে সাগর। পরে থানার ওসি তদন্ত ইসতিয়াক রাসেলের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে বালু ভরাট কাজ বন্ধ করে দেয়। সাগরের অভিযোগ, পুলিশ বালু ভরাট কাজ বন্ধ করার পর রবিবার সকালে কাউন্সিলর আলার নেতৃত্বে ২০ থেকে ২৫ জনের একটি সন্ত্রাসী বাহিনী দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আবার বালু ভরাট কাজ শুরু করে। খবর পেয়ে বাঁধা প্রদান করতে গেলে কাউন্সিলরের বাহিনী আমাদের উপর হামলা চালায়। তাদের ধাঁরালো অস্ত্রের আঘাতে আমিসহ ১০ জন আহত হয়েছি। তাদের মধ্যে মো. মানিক, মো. কামাল হোসেন ও মানিক হোসেনের অবস্থা গুরুতর। তাদের নারায়ণগঞ্জ খানপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে কাউন্সিলর আলী হোসেন আলার সঙ্গে কথা হলে তিনি জমি দখলের অভিযোগ অস্বীকার করে বলেন, সাগরের লোকজন শুক্রবার দিবাগত রাতে গোপনের আদালতের নিষেধাজ্ঞা সাইনবোর্ড লাগিয়েছে। আমি আমার ক্রয় করা জমিতে বালু ভরাট করতে গেলে সাগরের লোকজন হামলা চালায়।