হতাহত পরিবারের ছয় দাবি : তিতাসের ৮ জনের জামিন

সদর উপজেলার পশ্চিম তল্লার বায়তুস সালাহ জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় হতাহত পরিবার ও স্থানীয় এলাকাবাসী প্রধানমন্ত্রীর কাছে আর্থিক সহযোগিতাসহ ছয়টি দাবি তুলে ধরেছেন। গতকাল বেলা ১১টায় জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর এ সংক্রান্ত একটি স্মারকলিপি জমা দিয়েছেন তারা।

দাবিগুলো হলো : ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর উপার্জনক্ষম ব্যক্তিদের কর্মসংস্থানের ব্যবস্থা, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে এককালীন অর্থ সহায়তা প্রদান, স্বামীহারা নারীদের বিধবা ভাতার আওতাভুক্ত, ক্ষতিগ্রস্ত মসজিদ পুনঃসংস্কার করে দ্রুত নামাজের ব্যবস্থা, মসজিদসংলগ্ন রাস্তা মেরামত, সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তি নিশ্চিত করা। স্মারকলিপি প্রদানকালে মসজিদে বিস্ফোরণে নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের লোকজন এবং স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন। এ সময় তারা হতাহত ৪০টি পরিবারের একটি তালিকা জেলা প্রশাসক মো. জসিম উদ্দিনের কাছে জমা দেন।

স্মারকলিপি প্রদানের পর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিস্ফোরণে নিহত মসজিদের ইমামের ছেলে নাঈমুল হাসান বলেন, আমরা তল্লা বাইতুস সালাহ জামে মসজিদে বিস্ফোরণে নিহত ও আহতদের পরিবারের সদস্যরা অত্যন্ত ভারাক্রান্ত মনে আপনাকে জানাচ্ছি যে, আমাদের স্বজনহারা পরিবার এখনও প্রতিনিয়ত চোখের জল ফেলছি। আমাদের পরিবারের অনেকেই সামর্থ্যহীন। আমাদের অনেকেই তাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়েছে। বর্তমানে হতাহত পরিবারগুলো অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে। আমাদের চাওয়া-পাওয়াগুলো যেন প্রধানমন্ত্রী সুদৃষ্টিতে দেখেন।

গ্রেফতার তিতাসের ৮ জনের জামিন

মসজিদে বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার তিতাস গ্যাস কোম্পানির ফতুল্লা জোনের আট কর্মকর্তা-কর্মচারীর জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। গতকাল নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আফতাবুজ্জামানের আদালত জামিন আবেদন মঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করে আদালত পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান বলেন, দুই দিনের রিমান্ড শেষে তিতাসের আট কর্মকর্তা-কর্মচারীকে আদালতে পাঠায় সিআইডি। পরে আসামিপক্ষের আইনজীবী জামিন আবেদন করলে ৫শ’ টাকার বন্ডে মামলার আগামী তারিখ পর্যন্ত জামিন মঞ্জুর করেন বিজ্ঞ আদালত।

জামিনপ্রাপ্তরা হলেনÑ তিতাস গ্যাস কোম্পানির নারায়ণগঞ্জের ফতুল্লা জোনের ব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ সিরাজুল ইসলাম, উপ-ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদুর রহমান রাব্বী, সহকারী প্রকৌশলী এসএম হাসান শাহরিয়ার, সহকারী প্রকৌশলী মানিক মিয়া, সিনিয়র সুপারভাইজার মনিবুর রহমান চৌধুরী, সিনিয়র উন্নয়নকারী আইউব আলী, সাহায্যকারী হানিফ মিয়া, ওয়েল্ডার ইসমাইল প্রধান। গত ৪ সেপ্টেম্বর রাতে বিস্ফোরণের পর ৭ সেপ্টেম্বর দায়িত্বে অবহেলার অভিযোগে তাদের সাময়িক বরখাস্ত করে তিতাস।

গত শনিবার ভোরে তিতাসের সাময়িক বরখাস্ত ৮ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করে দুই দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারী সংস্থা সিআইডি। এ মামলায় গ্রেফতার আরেক আসামি বিদ্যুৎ মিস্ত্রি মোবারক হোসেনকেও রিমান্ডে নিয়েছে সিআইডি।

গত ৪ সেপ্টেম্বর রাতে বায়তুস সালাহ জামে মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত ৩৩ জনের প্রাণহানি ঘটে। এ ঘটনায় পৃথক তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে তিতাস গ্যাস কোম্পানি, জেলা প্রশাসন ও ফায়ার সার্ভিস। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে উৎসারিত আগুন এবং তিতাসের গ্যাস লাইনের লিকেজ থেকে মসজিদের অভ্যন্তরে জমা হওয়া গ্যাস থেকে বিস্ফোরণটি হয়েছে। বিস্ফোরণের ঘটনার পরদিন ৫ সেপ্টেম্বর দুপুরে ফতুল্লা মডেল থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করে। মামলায় অজ্ঞাত আসামি করা হলেও বিদ্যুৎ, গ্যাস কর্মকর্তাসহ মসজিদ কমিটির বিরুদ্ধে অবহেলা গাফিলতির অভিযোগ করা হয়েছে।

আরও খবর
দ্বিতীয় ঢেউ রোধে কঠোর অবস্থানে যাচ্ছে সরকার
জাতিসংঘের ভার্চুয়াল অধিবেশনে প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন আজ
ঢাকা-সৌদি ফ্লাইট বাতিল প্রবাসীরা ক্ষুব্ধ
স্বাস্থ্যের আরও ৪৫ কোটিপতির অবৈধ সম্পদের অনুসন্ধানে নামছে দুদক
ডাকসুর সাবেক ভিপি নুরসহ ৬ জনের বিরুদ্ধে ধর্ষণ মামলা
অস্ত্র ও জাল টাকার মামলায় স্বাস্থ্যের ড্রাইভার মালেক রিমান্ডে
আট বছরের শিশু মামলার আসামি আসকের নিন্দা
করোনা : দেশে এন্টিজেন টেস্টের অনুমোদন
করোনায় মৃত্যু ৫ হাজার ছুঁই ছুঁই শনাক্ত সাড়ে ৩ লাখ ছাড়ালো
চিকিৎসক সংকটে বন্ধ গুরুত্বপূর্ণ ওয়ার্ড
কোভিড-১৯ পরামর্শক কমিটি ও স্বাস্থ্যের ডিজির বৈঠক
পিয়াজের খুচরা বাজার স্থিতিশীল
৪৮ বছর পর গঠিত হচ্ছে পানিসম্পদ অধিদফতর

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২০ , ০২ মহররম ১৪৪২, ০৪ আশ্বিন ১৪২৭

মসজিদে বিস্ফোরণ

হতাহত পরিবারের ছয় দাবি : তিতাসের ৮ জনের জামিন

প্রতিনিধি, নারায়ণগঞ্জ

সদর উপজেলার পশ্চিম তল্লার বায়তুস সালাহ জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় হতাহত পরিবার ও স্থানীয় এলাকাবাসী প্রধানমন্ত্রীর কাছে আর্থিক সহযোগিতাসহ ছয়টি দাবি তুলে ধরেছেন। গতকাল বেলা ১১টায় জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর এ সংক্রান্ত একটি স্মারকলিপি জমা দিয়েছেন তারা।

দাবিগুলো হলো : ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর উপার্জনক্ষম ব্যক্তিদের কর্মসংস্থানের ব্যবস্থা, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে এককালীন অর্থ সহায়তা প্রদান, স্বামীহারা নারীদের বিধবা ভাতার আওতাভুক্ত, ক্ষতিগ্রস্ত মসজিদ পুনঃসংস্কার করে দ্রুত নামাজের ব্যবস্থা, মসজিদসংলগ্ন রাস্তা মেরামত, সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তি নিশ্চিত করা। স্মারকলিপি প্রদানকালে মসজিদে বিস্ফোরণে নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের লোকজন এবং স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন। এ সময় তারা হতাহত ৪০টি পরিবারের একটি তালিকা জেলা প্রশাসক মো. জসিম উদ্দিনের কাছে জমা দেন।

স্মারকলিপি প্রদানের পর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিস্ফোরণে নিহত মসজিদের ইমামের ছেলে নাঈমুল হাসান বলেন, আমরা তল্লা বাইতুস সালাহ জামে মসজিদে বিস্ফোরণে নিহত ও আহতদের পরিবারের সদস্যরা অত্যন্ত ভারাক্রান্ত মনে আপনাকে জানাচ্ছি যে, আমাদের স্বজনহারা পরিবার এখনও প্রতিনিয়ত চোখের জল ফেলছি। আমাদের পরিবারের অনেকেই সামর্থ্যহীন। আমাদের অনেকেই তাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়েছে। বর্তমানে হতাহত পরিবারগুলো অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে। আমাদের চাওয়া-পাওয়াগুলো যেন প্রধানমন্ত্রী সুদৃষ্টিতে দেখেন।

গ্রেফতার তিতাসের ৮ জনের জামিন

মসজিদে বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার তিতাস গ্যাস কোম্পানির ফতুল্লা জোনের আট কর্মকর্তা-কর্মচারীর জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। গতকাল নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আফতাবুজ্জামানের আদালত জামিন আবেদন মঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করে আদালত পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান বলেন, দুই দিনের রিমান্ড শেষে তিতাসের আট কর্মকর্তা-কর্মচারীকে আদালতে পাঠায় সিআইডি। পরে আসামিপক্ষের আইনজীবী জামিন আবেদন করলে ৫শ’ টাকার বন্ডে মামলার আগামী তারিখ পর্যন্ত জামিন মঞ্জুর করেন বিজ্ঞ আদালত।

জামিনপ্রাপ্তরা হলেনÑ তিতাস গ্যাস কোম্পানির নারায়ণগঞ্জের ফতুল্লা জোনের ব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ সিরাজুল ইসলাম, উপ-ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদুর রহমান রাব্বী, সহকারী প্রকৌশলী এসএম হাসান শাহরিয়ার, সহকারী প্রকৌশলী মানিক মিয়া, সিনিয়র সুপারভাইজার মনিবুর রহমান চৌধুরী, সিনিয়র উন্নয়নকারী আইউব আলী, সাহায্যকারী হানিফ মিয়া, ওয়েল্ডার ইসমাইল প্রধান। গত ৪ সেপ্টেম্বর রাতে বিস্ফোরণের পর ৭ সেপ্টেম্বর দায়িত্বে অবহেলার অভিযোগে তাদের সাময়িক বরখাস্ত করে তিতাস।

গত শনিবার ভোরে তিতাসের সাময়িক বরখাস্ত ৮ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করে দুই দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারী সংস্থা সিআইডি। এ মামলায় গ্রেফতার আরেক আসামি বিদ্যুৎ মিস্ত্রি মোবারক হোসেনকেও রিমান্ডে নিয়েছে সিআইডি।

গত ৪ সেপ্টেম্বর রাতে বায়তুস সালাহ জামে মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত ৩৩ জনের প্রাণহানি ঘটে। এ ঘটনায় পৃথক তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে তিতাস গ্যাস কোম্পানি, জেলা প্রশাসন ও ফায়ার সার্ভিস। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে উৎসারিত আগুন এবং তিতাসের গ্যাস লাইনের লিকেজ থেকে মসজিদের অভ্যন্তরে জমা হওয়া গ্যাস থেকে বিস্ফোরণটি হয়েছে। বিস্ফোরণের ঘটনার পরদিন ৫ সেপ্টেম্বর দুপুরে ফতুল্লা মডেল থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করে। মামলায় অজ্ঞাত আসামি করা হলেও বিদ্যুৎ, গ্যাস কর্মকর্তাসহ মসজিদ কমিটির বিরুদ্ধে অবহেলা গাফিলতির অভিযোগ করা হয়েছে।