বাংলাদেশ পর্যটন করপোরেশন আইনের খসড়া অনুমোদন

পর্যটন শিল্পের বিকাশে সংশোধন হচ্ছে ‘পর্যটন করপোরেশন আইন’। ‘বাংলাদেশ পর্যটন করপোরেশন আইন, ২০২০’ এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভায় ভার্চুয়াল সভায় গতকাল এ অনুমোদন দেয়া হয়। প্রধানমন্ত্রী তার গণভবন কার্যালয় থেকে এবং সংশ্লিষ্ট মন্ত্রীরা সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বৈঠকে যুক্ত হন।

বৈঠকে শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানিয়ে বলেন, ‘বাংলাদেশ পর্যটন করপোরেশন পুনর্গঠনের বিষয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে গত ২৮ মে জাতীয় পর্যটক পরিষদের সভা হয়। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বাংলাদেশে পর্যটন শিল্প বিকাশের মাধ্যমে বেকারত্ব হ্রাস, কর্মসংস্থান সৃষ্টি, আয় বৃদ্ধি এবং পর্যটন করপোরেশনের পরিধি বাড়ানোর জন্য আইনটি সংশোধন করা হচ্ছে।’

পর্যটন করপোরেশনের বহুমাত্রিক কাজ বাস্তবায়নের সুবিধার্থে পরিষদকে নতুন করে ঢেলে সাজানো হচ্ছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘আগের আইনে বিভিন্ন বিষয়ে বিস্তারিত বলা ছিল না। এ আইনের আওতায় পর্যটন করপোরেশন পরিচালনা করতে একটি বিধিমালা করার অনুমোদন দেয়া হয়েছে। মন্ত্রণালয় বলছে, আইনটি কার্যকর হলে পর্যটন করপোরেশনের কাজ সুষ্ঠু ও সুচারুভাবে সম্পন্ন হয়ে পর্যটন শিল্প বিকাশ সহজতর হবে। এছাড়া পর্যটন শিল্পের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি এবং বেকারত্ব হ্রাস ও আয় বৃদ্ধি সম্ভব হবে।’

আরও খবর
খুলনা শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় আইনের খসড়া অনুমোদন
আলোকিত রাজশাহীর প্রত্যন্ত চরাঞ্চল : বিনামূল্যে সোলার হোম সিস্টেম স্থাপনের উদ্যোগ
শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার সিদ্ধান্ত সংশ্লিষ্ট মন্ত্রণালয় নেবে
৩ জেলা ৯ উপজেলা ও ৬১ ইউপি নির্বাচনে আ’লীগের মনোনয়ন পেলেন যারা
করোনা সংক্রমণ কমলে ১৬ অক্টোবর খুলবে সিনেমা হল তথ্যমন্ত্রী
বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বহুমাত্রিক কাদের
চাকরি দেয়ার নামে প্রতারণা : ১৪ জন গ্রেফতার
সম্মেলনের ১০ মাসেও পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হয়নি
সড়ক দুর্ঘটনায় পিআইবি কর্মকর্তাসহ নিহত ৩
শিবচর আইসোলেশন কেন্দ্র কার্যকর ভূমিকা রাখছে
যশোরে স্কুলের এমপিও বাতিলের জন্য এমপির ডিও লেটার জালিয়াতি
শিক্ষক-শিক্ষার্থীদের পদচারণায় ফের জেগে উঠেছে ক্যাম্পাস
সাভারে তরুণী গণধর্ষণের শিকার ৬ যুবক গ্রেফতার

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২০ , ০২ মহররম ১৪৪২, ০৪ আশ্বিন ১৪২৭

বাংলাদেশ পর্যটন করপোরেশন আইনের খসড়া অনুমোদন

নিজস্ব বার্তা পরিবেশক |

পর্যটন শিল্পের বিকাশে সংশোধন হচ্ছে ‘পর্যটন করপোরেশন আইন’। ‘বাংলাদেশ পর্যটন করপোরেশন আইন, ২০২০’ এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভায় ভার্চুয়াল সভায় গতকাল এ অনুমোদন দেয়া হয়। প্রধানমন্ত্রী তার গণভবন কার্যালয় থেকে এবং সংশ্লিষ্ট মন্ত্রীরা সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বৈঠকে যুক্ত হন।

বৈঠকে শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানিয়ে বলেন, ‘বাংলাদেশ পর্যটন করপোরেশন পুনর্গঠনের বিষয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে গত ২৮ মে জাতীয় পর্যটক পরিষদের সভা হয়। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বাংলাদেশে পর্যটন শিল্প বিকাশের মাধ্যমে বেকারত্ব হ্রাস, কর্মসংস্থান সৃষ্টি, আয় বৃদ্ধি এবং পর্যটন করপোরেশনের পরিধি বাড়ানোর জন্য আইনটি সংশোধন করা হচ্ছে।’

পর্যটন করপোরেশনের বহুমাত্রিক কাজ বাস্তবায়নের সুবিধার্থে পরিষদকে নতুন করে ঢেলে সাজানো হচ্ছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘আগের আইনে বিভিন্ন বিষয়ে বিস্তারিত বলা ছিল না। এ আইনের আওতায় পর্যটন করপোরেশন পরিচালনা করতে একটি বিধিমালা করার অনুমোদন দেয়া হয়েছে। মন্ত্রণালয় বলছে, আইনটি কার্যকর হলে পর্যটন করপোরেশনের কাজ সুষ্ঠু ও সুচারুভাবে সম্পন্ন হয়ে পর্যটন শিল্প বিকাশ সহজতর হবে। এছাড়া পর্যটন শিল্পের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি এবং বেকারত্ব হ্রাস ও আয় বৃদ্ধি সম্ভব হবে।’