শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার সিদ্ধান্ত সংশ্লিষ্ট মন্ত্রণালয় নেবে

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোই সিদ্ধান্ত নেবে বলে আবারও জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি গতকাল মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠকের পর সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান। গত সপ্তাহেও মন্ত্রিসভার বৈঠকের পর তিনি এ কথা জানিয়েছিলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গতকাল মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী তার গণভবন কার্যালয় থেকে এবং মন্ত্রিসভার সদস্যরা সচিবালয় থেকে এই সভায় যোগ দেন।

এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো। তারা যখন মনে করবে তখনই খুলে দেয়ার সিদ্ধান্ত নিতে পারবে।’

দেশে গত ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্তের পর গত ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। সর্বশেষ সিন্ধান্ত অনুযায়ী, আগামী ৩ অক্টোবর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা রয়েছে। তবে অনলাইনে শিক্ষা কার্যক্রম অব্যাহত রয়েছে।

আরও খবর
খুলনা শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় আইনের খসড়া অনুমোদন
বাংলাদেশ পর্যটন করপোরেশন আইনের খসড়া অনুমোদন
আলোকিত রাজশাহীর প্রত্যন্ত চরাঞ্চল : বিনামূল্যে সোলার হোম সিস্টেম স্থাপনের উদ্যোগ
৩ জেলা ৯ উপজেলা ও ৬১ ইউপি নির্বাচনে আ’লীগের মনোনয়ন পেলেন যারা
করোনা সংক্রমণ কমলে ১৬ অক্টোবর খুলবে সিনেমা হল তথ্যমন্ত্রী
বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বহুমাত্রিক কাদের
চাকরি দেয়ার নামে প্রতারণা : ১৪ জন গ্রেফতার
সম্মেলনের ১০ মাসেও পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হয়নি
সড়ক দুর্ঘটনায় পিআইবি কর্মকর্তাসহ নিহত ৩
শিবচর আইসোলেশন কেন্দ্র কার্যকর ভূমিকা রাখছে
যশোরে স্কুলের এমপিও বাতিলের জন্য এমপির ডিও লেটার জালিয়াতি
শিক্ষক-শিক্ষার্থীদের পদচারণায় ফের জেগে উঠেছে ক্যাম্পাস
সাভারে তরুণী গণধর্ষণের শিকার ৬ যুবক গ্রেফতার

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২০ , ০২ মহররম ১৪৪২, ০৪ আশ্বিন ১৪২৭

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার সিদ্ধান্ত সংশ্লিষ্ট মন্ত্রণালয় নেবে

নিজস্ব বার্তা পরিবেশক |

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোই সিদ্ধান্ত নেবে বলে আবারও জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি গতকাল মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠকের পর সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান। গত সপ্তাহেও মন্ত্রিসভার বৈঠকের পর তিনি এ কথা জানিয়েছিলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গতকাল মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী তার গণভবন কার্যালয় থেকে এবং মন্ত্রিসভার সদস্যরা সচিবালয় থেকে এই সভায় যোগ দেন।

এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো। তারা যখন মনে করবে তখনই খুলে দেয়ার সিদ্ধান্ত নিতে পারবে।’

দেশে গত ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্তের পর গত ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। সর্বশেষ সিন্ধান্ত অনুযায়ী, আগামী ৩ অক্টোবর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা রয়েছে। তবে অনলাইনে শিক্ষা কার্যক্রম অব্যাহত রয়েছে।