লোডশেডিংয়ের আশু প্রতিকার চাই

চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার অন্তর্গত দিয়াকুল একটি জনবহুল এলাকা। এই এলাকায় একটি উচ্চ বিদ্যালয় ও কলেজ, তিনটি প্রাথমিক বিদ্যালয় ও ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এলাকাটি চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর চন্দনাইশ জোনের আওতাধীন। বর্তমান যুগে প্রতিনিয়ত বিদ্যুৎতের প্রয়োজন। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হচ্ছেÑ ঘন ঘন লোডশেডিং এ এলাকায় একটি নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিনই এখানে লোডশেডিংয়ের মাত্রা বেড়ে চলছে। সন্ধ্যা হলে যেখানে মানুষ ঘর আলো করবে সেখানে সন্ধ্যা ঘনিয়ে আসার আগে বিদ্যুৎ চলে যায়। আবার কখনও কখনও বিদ্যুৎ ঘণ্টার দুই-তিনবার আসা যাওয়া করে। কখনও বিদ্যুৎ চলে গেলে আসে ৫-৬ ঘণ্টা পর। আকাশ মেঘাচ্ছন্ন হলে কিংবা সামান্য বাতাস হলে বিদ্যুৎ চলে যায়। ফলে জনজীবন হয়ে ওঠেছে দুর্বিষহ। বিদ্যুৎতের আলোয় পড়াশোনা করতে অভ্যস্ত শিক্ষার্থীদের ঘন ঘন লোডশেডিংয়ে পড়াশোনায় ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অন্যদিকে বিদ্যুৎতের ওপর নির্ভরশীল কাজেরও ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। তাই এলাকাবাসী অবিলম্বে বিদ্যুৎ সমস্যার প্রতিকার চায়। জনগণের সুস্থ স্বাভাবিক জীবনযাপনকল্পে শীঘ্রই দিয়াকুল এলাকায় স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

মো. সাইমুন

দিয়াকুল, দোহাজারী পৌরসভা, চন্দনাইশ, চট্টগ্রাম।

আরও খবর

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২০ , ০২ মহররম ১৪৪২, ০৪ আশ্বিন ১৪২৭

লোডশেডিংয়ের আশু প্রতিকার চাই

চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার অন্তর্গত দিয়াকুল একটি জনবহুল এলাকা। এই এলাকায় একটি উচ্চ বিদ্যালয় ও কলেজ, তিনটি প্রাথমিক বিদ্যালয় ও ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এলাকাটি চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর চন্দনাইশ জোনের আওতাধীন। বর্তমান যুগে প্রতিনিয়ত বিদ্যুৎতের প্রয়োজন। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হচ্ছেÑ ঘন ঘন লোডশেডিং এ এলাকায় একটি নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিনই এখানে লোডশেডিংয়ের মাত্রা বেড়ে চলছে। সন্ধ্যা হলে যেখানে মানুষ ঘর আলো করবে সেখানে সন্ধ্যা ঘনিয়ে আসার আগে বিদ্যুৎ চলে যায়। আবার কখনও কখনও বিদ্যুৎ ঘণ্টার দুই-তিনবার আসা যাওয়া করে। কখনও বিদ্যুৎ চলে গেলে আসে ৫-৬ ঘণ্টা পর। আকাশ মেঘাচ্ছন্ন হলে কিংবা সামান্য বাতাস হলে বিদ্যুৎ চলে যায়। ফলে জনজীবন হয়ে ওঠেছে দুর্বিষহ। বিদ্যুৎতের আলোয় পড়াশোনা করতে অভ্যস্ত শিক্ষার্থীদের ঘন ঘন লোডশেডিংয়ে পড়াশোনায় ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অন্যদিকে বিদ্যুৎতের ওপর নির্ভরশীল কাজেরও ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। তাই এলাকাবাসী অবিলম্বে বিদ্যুৎ সমস্যার প্রতিকার চায়। জনগণের সুস্থ স্বাভাবিক জীবনযাপনকল্পে শীঘ্রই দিয়াকুল এলাকায় স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

মো. সাইমুন

দিয়াকুল, দোহাজারী পৌরসভা, চন্দনাইশ, চট্টগ্রাম।