১৬ দিন পর বাদশাহ’র মরদেহ ফেরত দিল বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জের তেলকুপি সীমান্তের ওপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র গুলিতে নিহত বাদশাহ’র (২৭) মরদেহ ১৬ দিন পর ফেরত দিয়েছে বিএসএফ। গত সোমবার বিকেলে বিজিবি-বিএসএফ’র মধ্যে পতাকা বৈঠক শেষে সন্ধ্যা সাড়ে ৬টায় বাদশাহ’র মরদেহ বিজিবি’র মাধ্যমে শিবগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করে। বিষয়টি নিশ্চিত করেছেন ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল হাসান।

এ সময় বাংলাদেশ পুলিশের পক্ষে উপস্থিত ছিলেন শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) শাহীন রেজা ও ভারতীয় পুলিশের পক্ষে ছিলেন মালদার কালিয়াচক থানার উপ-পরিদর্শক (এসআই) রামচন্দ্র সাহা।

৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল হাসান জানান, গত ৫ সেপ্টেম্বর রাতে বাদশাসহ আরও কয়েকজন কাঁটাতারের বেড়া পার হয়ে সীমান্তের ওপারে প্রবেশ করে। এ সময় ভারতের পশ্চিমবঙ্গের মালদহ জেলার গোপালনগর ২৪ ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালালে বাদশাহ গুলিবিদ্ধ হয়ে মারা যায়। পরে তার মরদেহ নিয়ে যায় বিএসএফ। পরবর্তীতে ভারতের পুলিশ সকল প্রক্রিয়া শেষ করার পর বিএসএফর’ মাধ্যমে বিজিবি’র কাছে সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় মরদেহ হস্তান্তর করে।

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২০ , ০৪ মহররম ১৪৪২, ০৫ আশ্বিন ১৪২৭

১৬ দিন পর বাদশাহ’র মরদেহ ফেরত দিল বিএসএফ

জেলা বার্তা পরিবেশক, চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জের তেলকুপি সীমান্তের ওপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র গুলিতে নিহত বাদশাহ’র (২৭) মরদেহ ১৬ দিন পর ফেরত দিয়েছে বিএসএফ। গত সোমবার বিকেলে বিজিবি-বিএসএফ’র মধ্যে পতাকা বৈঠক শেষে সন্ধ্যা সাড়ে ৬টায় বাদশাহ’র মরদেহ বিজিবি’র মাধ্যমে শিবগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করে। বিষয়টি নিশ্চিত করেছেন ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল হাসান।

এ সময় বাংলাদেশ পুলিশের পক্ষে উপস্থিত ছিলেন শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) শাহীন রেজা ও ভারতীয় পুলিশের পক্ষে ছিলেন মালদার কালিয়াচক থানার উপ-পরিদর্শক (এসআই) রামচন্দ্র সাহা।

৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল হাসান জানান, গত ৫ সেপ্টেম্বর রাতে বাদশাসহ আরও কয়েকজন কাঁটাতারের বেড়া পার হয়ে সীমান্তের ওপারে প্রবেশ করে। এ সময় ভারতের পশ্চিমবঙ্গের মালদহ জেলার গোপালনগর ২৪ ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালালে বাদশাহ গুলিবিদ্ধ হয়ে মারা যায়। পরে তার মরদেহ নিয়ে যায় বিএসএফ। পরবর্তীতে ভারতের পুলিশ সকল প্রক্রিয়া শেষ করার পর বিএসএফর’ মাধ্যমে বিজিবি’র কাছে সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় মরদেহ হস্তান্তর করে।