মুজিববর্ষে ‘সুপ্রভাত বাংলাদেশ’র উদ্যোগ

সড়কের দু’পাশে ৫ হাজার তালবীজ রোপণ উদ্বোধন

মাগুরায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে বজ্রপাত নিরোধ ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় ৫ হাজার তালবীজ ও বৃক্ষরোপণের কর্মসূচি গ্রহণ করেছে শরীরচর্চা সংগঠন সুপ্রভাত বাংলাদেশ, মাগুরা। মাগুরা যুব উন্নয়ন অধিদপ্তরের ব্যবস্থাপনায় যুব ভবন প্রাঙ্গণে গতকাল মঙ্গলবার সকাল ১০টায় এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুব উন্নয়ন অধিদফতরের উপ-পরিচালক শাহিদুল ইসলাম, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আনিচুর রহমান খোকন, সুপ্রভাত বাংলাদেশের সভাপতি ফারুক রেজা ঝন্টু ও সাধারণ সম্পাদক খান শফিউল্লাহসহ অন্যরা। প্রধান অতিথি সাইফুজ্জামান শিখর তার বক্তব্যে বলেন- মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী মুজিববর্ষে দেশে এক কোটি গাছ লাগাতে হবে। এজন্য সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠানকে একযোগে কাজ করতে হবে। তিনি বলেন- শুধু গাছ লাগালেই হবে না। সবাই মিলে এ গাছগুলো যেন জীবিত রাখা যায় ও সেগুলো যেন বড় হয়ে পরিবেশের ভারসাম্য রক্ষায় সঠিকভাবে কাজে আসতে পারে এ দিকটিও গুরুত্বের সাথে দেখতে হবে। সুপ্রভাত বাংলাদেশের সভাপতি ফারুক রেজা ঝন্টুবলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে বজ্রপাত নিরোধ ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় আমরা জেলার বিভিন্ন সড়কের দু’পাশে ৫ হাজার তালবীজ ও বৃক্ষরোপণের কর্মসূচী গ্রহণ করেছি। বজ্রপাত নিরোধ ও পরিবেশকে সুন্দর রাখতে আমাদের এ উদ্যোগ অব্যাহত থাকবে। ‘নিয়মিত ব্যায়াম, পরিমিত আহার, সুস্থ সুন্দরজীবন তাহার’ এ সেøাগান নিয়ে প্রতিদিন ব্যায়ামের পাশাপাশি মাগুরায় নদীরক্ষা, শহর পরিচ্ছন্নতা, করোনা প্রতিরোধসহ বিভিন্ন সামাজিক কর্মকা- পালন করে আসছে সুপ্রভাত বাংলাদেশ, মাগুরা।

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২০ , ০৪ মহররম ১৪৪২, ০৫ আশ্বিন ১৪২৭

মুজিববর্ষে ‘সুপ্রভাত বাংলাদেশ’র উদ্যোগ

সড়কের দু’পাশে ৫ হাজার তালবীজ রোপণ উদ্বোধন

প্রতিনিধি, মাগুরা

image

মাগুরায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে বজ্রপাত নিরোধ ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় ৫ হাজার তালবীজ ও বৃক্ষরোপণের কর্মসূচি গ্রহণ করেছে শরীরচর্চা সংগঠন সুপ্রভাত বাংলাদেশ, মাগুরা। মাগুরা যুব উন্নয়ন অধিদপ্তরের ব্যবস্থাপনায় যুব ভবন প্রাঙ্গণে গতকাল মঙ্গলবার সকাল ১০টায় এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুব উন্নয়ন অধিদফতরের উপ-পরিচালক শাহিদুল ইসলাম, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আনিচুর রহমান খোকন, সুপ্রভাত বাংলাদেশের সভাপতি ফারুক রেজা ঝন্টু ও সাধারণ সম্পাদক খান শফিউল্লাহসহ অন্যরা। প্রধান অতিথি সাইফুজ্জামান শিখর তার বক্তব্যে বলেন- মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী মুজিববর্ষে দেশে এক কোটি গাছ লাগাতে হবে। এজন্য সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠানকে একযোগে কাজ করতে হবে। তিনি বলেন- শুধু গাছ লাগালেই হবে না। সবাই মিলে এ গাছগুলো যেন জীবিত রাখা যায় ও সেগুলো যেন বড় হয়ে পরিবেশের ভারসাম্য রক্ষায় সঠিকভাবে কাজে আসতে পারে এ দিকটিও গুরুত্বের সাথে দেখতে হবে। সুপ্রভাত বাংলাদেশের সভাপতি ফারুক রেজা ঝন্টুবলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে বজ্রপাত নিরোধ ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় আমরা জেলার বিভিন্ন সড়কের দু’পাশে ৫ হাজার তালবীজ ও বৃক্ষরোপণের কর্মসূচী গ্রহণ করেছি। বজ্রপাত নিরোধ ও পরিবেশকে সুন্দর রাখতে আমাদের এ উদ্যোগ অব্যাহত থাকবে। ‘নিয়মিত ব্যায়াম, পরিমিত আহার, সুস্থ সুন্দরজীবন তাহার’ এ সেøাগান নিয়ে প্রতিদিন ব্যায়ামের পাশাপাশি মাগুরায় নদীরক্ষা, শহর পরিচ্ছন্নতা, করোনা প্রতিরোধসহ বিভিন্ন সামাজিক কর্মকা- পালন করে আসছে সুপ্রভাত বাংলাদেশ, মাগুরা।