করোনাকালীন গল্প নিয়ে পাঁচ পরিচালকের ‘বাঘ বন্দি সিংহ বন্দি’ সিরিজ

মহামারী কোভিড-১৯ সংক্রমণের এ সময়ে জনসাধারনের ভিন্নমাত্রার অভিজ্ঞতার আলোকে নির্মিত পাঁচ পর্বের এনথোলজি সিরিজ ‘বাঘ বন্দি সিংহ বন্দি’ নিয়ে আসছে দেশের ডিজিটাল বিনোদন প্লাটফর্ম বিনজ। দেশের শীর্ষস্থানীয় পাঁচজন চলচ্চিত্র পরিচালক ও নির্মাতা প্রায় ৩০ মিনিট দৈর্ঘ্যরে এই গল্পগুলো লিখেছেন। তারাই নিজেদের লেখা গল্পের চিত্রনাট্য রচনা ও শর্টফিল্মগুলো পরিচালনা করেছেন। এই সময়ের অভিজ্ঞ শিল্পীরা শর্টফিল্মগুলোতে অভিনয় করেছেন। আগামী ১ অক্টোবর থেকে বিনজ্-এর প্লাটফর্মে এই সিরিজিটি দেখতে পাবেন দর্শকরা। বিনজের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গল্পগুলোর মধ্যে ‘আড়াই মন স্বপ্ন’ শর্টফিল্মটি পরিচালনা করেছেন আবু শাহেদ ইমন। অমিতাভ রেজা চৌধুরী পরিচালনা করেছেন ‘এসো বসে একসঙ্গে খাই’। অনিমেষ আইচ নির্মান করেছেন শর্টফিল্ম ‘মুখ আসমান’। ‘যাত্রী’ শর্টফিল্মটি নির্মাণ করেছেন গিয়াস উদ্দিন সেলিম। ‘নিষিদ্ধ বাসর’ নামের শর্টফিল্মটি নির্মাণ করেছেন নুরুল আলম আতিক। ‘বাঘ বন্দি সিংহ বন্দি’ সিরিজের এই শর্টফিল্মগুলো ছোট এবং বড় স্ক্রিনে (স্মার্ট টিভি এবং অ্যান্ড্রয়েড মোবাইল হ্যান্ডসেট) হাইয়ার ডেফিনিশন-এইচডিতে দেখা যাবে। যেকোনো অ্যান্ড্রয়েড ডিভাইসে দর্শকরা বিনজ্-এর কনটেন্ট দেখতে পারবেন। অ্যান্ড্রয়েড স্মার্টফোনে বিনজ্ অরিজিনাল কনটেন্ট উপভোগ করতে দর্শকদেরকে গুগল প্লে স্টোর থেকে বিনজ মোবাইল অ্যাপটি ডাউনলোড করতে হবে। বর্তমানে অ্যান্ড্রয়েড স্মার্টফোনের জন্য তিনটি সাবসক্রিপশন প্যাকেজ রয়েছে। যেগুলোর খরচ যথাক্রমে দিনে ১০ টাকা, সপ্তাহে ৪০ টাকা ও মাসে ৯৯ টাকা করে (ভ্যাট, সম্পূরক শুল্ক ও সারচার্জ ছাড়া)।

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২০ , ০৪ মহররম ১৪৪২, ০৫ আশ্বিন ১৪২৭

করোনাকালীন গল্প নিয়ে পাঁচ পরিচালকের ‘বাঘ বন্দি সিংহ বন্দি’ সিরিজ

বিনোদন প্রতিবেদক |

image

মহামারী কোভিড-১৯ সংক্রমণের এ সময়ে জনসাধারনের ভিন্নমাত্রার অভিজ্ঞতার আলোকে নির্মিত পাঁচ পর্বের এনথোলজি সিরিজ ‘বাঘ বন্দি সিংহ বন্দি’ নিয়ে আসছে দেশের ডিজিটাল বিনোদন প্লাটফর্ম বিনজ। দেশের শীর্ষস্থানীয় পাঁচজন চলচ্চিত্র পরিচালক ও নির্মাতা প্রায় ৩০ মিনিট দৈর্ঘ্যরে এই গল্পগুলো লিখেছেন। তারাই নিজেদের লেখা গল্পের চিত্রনাট্য রচনা ও শর্টফিল্মগুলো পরিচালনা করেছেন। এই সময়ের অভিজ্ঞ শিল্পীরা শর্টফিল্মগুলোতে অভিনয় করেছেন। আগামী ১ অক্টোবর থেকে বিনজ্-এর প্লাটফর্মে এই সিরিজিটি দেখতে পাবেন দর্শকরা। বিনজের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গল্পগুলোর মধ্যে ‘আড়াই মন স্বপ্ন’ শর্টফিল্মটি পরিচালনা করেছেন আবু শাহেদ ইমন। অমিতাভ রেজা চৌধুরী পরিচালনা করেছেন ‘এসো বসে একসঙ্গে খাই’। অনিমেষ আইচ নির্মান করেছেন শর্টফিল্ম ‘মুখ আসমান’। ‘যাত্রী’ শর্টফিল্মটি নির্মাণ করেছেন গিয়াস উদ্দিন সেলিম। ‘নিষিদ্ধ বাসর’ নামের শর্টফিল্মটি নির্মাণ করেছেন নুরুল আলম আতিক। ‘বাঘ বন্দি সিংহ বন্দি’ সিরিজের এই শর্টফিল্মগুলো ছোট এবং বড় স্ক্রিনে (স্মার্ট টিভি এবং অ্যান্ড্রয়েড মোবাইল হ্যান্ডসেট) হাইয়ার ডেফিনিশন-এইচডিতে দেখা যাবে। যেকোনো অ্যান্ড্রয়েড ডিভাইসে দর্শকরা বিনজ্-এর কনটেন্ট দেখতে পারবেন। অ্যান্ড্রয়েড স্মার্টফোনে বিনজ্ অরিজিনাল কনটেন্ট উপভোগ করতে দর্শকদেরকে গুগল প্লে স্টোর থেকে বিনজ মোবাইল অ্যাপটি ডাউনলোড করতে হবে। বর্তমানে অ্যান্ড্রয়েড স্মার্টফোনের জন্য তিনটি সাবসক্রিপশন প্যাকেজ রয়েছে। যেগুলোর খরচ যথাক্রমে দিনে ১০ টাকা, সপ্তাহে ৪০ টাকা ও মাসে ৯৯ টাকা করে (ভ্যাট, সম্পূরক শুল্ক ও সারচার্জ ছাড়া)।