মা হারালেন চিত্রনায়িকা তামান্না

চিত্রনায়িকা তামান্নার মা তাহমিনা হুদা গেল বৃহস্পতিবার বিকেলে সুইডেনে একটি হাসপাতালে শেষ নিঃশ^াস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তামান্না জানান, হার্ট অ্যাটাকের কারণে পরবর্তীতে কিডনি ও লিভারে নানান সমস্যা দেখা দেয়। যার কারণে তার আর শেষ রক্ষা হয়নি। মৃত্যকালে তামান্নার মায়ের বয়স হয়েছিল ৭০ বছর। আগামী বৃহস্পতিবার সুইডেনের টিরেসো মুসলিম কবরস্থানে তামান্নার মাকে দাফন করা হবে। লাশ আপাতত মর্গে আছে বলে জানান তামান্না। মায়ের মৃত্যুতে ভীষণভাবে শোকাহত তামান্না বলেন, আজকের যা কিছু আমি তার পুরোটারই কৃতিত্ব কিংবা অবদান আমার আম্মার। যখন আমি সিনেমা করা শুরু করি তখন সুইডেন থেকে আমার আম্মার সঙ্গে ছুটে এসেছিলেন। এক সময় আমিও আমার আম্মার জন্যই সুইডেনে ছুটে আসি। কিন্তু এখন আম্মা এমন জায়গায় চলে গেলেন যেখানে কেউ কারো সঙ্গে যেতে পারেন না। কিন্তু এমন জীবনতো চাইনি। জানি আল্লাহর ডাকে আমার আম্মা আল্লাহর কাছেই চলে গেছেন। কিন্তু আম্মার এই চলে যাওয়া আমি কোনভাবেই মেনে নিতে পারছি না। বাকিটা জীবন কীভাবে কাটাবো আমি জানি না। কারণ আম্মা ছাড়া আমার বেঁচে থাকাটাই কঠিন। সবার কাছে দোয়া চাই আমার আম্মাকে যেন আল্লাহ বেহেস্ত নসিব করেন।

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২০ , ০৪ মহররম ১৪৪২, ০৫ আশ্বিন ১৪২৭

মা হারালেন চিত্রনায়িকা তামান্না

বিনোদন প্রতিবেদক |

image

চিত্রনায়িকা তামান্নার মা তাহমিনা হুদা গেল বৃহস্পতিবার বিকেলে সুইডেনে একটি হাসপাতালে শেষ নিঃশ^াস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তামান্না জানান, হার্ট অ্যাটাকের কারণে পরবর্তীতে কিডনি ও লিভারে নানান সমস্যা দেখা দেয়। যার কারণে তার আর শেষ রক্ষা হয়নি। মৃত্যকালে তামান্নার মায়ের বয়স হয়েছিল ৭০ বছর। আগামী বৃহস্পতিবার সুইডেনের টিরেসো মুসলিম কবরস্থানে তামান্নার মাকে দাফন করা হবে। লাশ আপাতত মর্গে আছে বলে জানান তামান্না। মায়ের মৃত্যুতে ভীষণভাবে শোকাহত তামান্না বলেন, আজকের যা কিছু আমি তার পুরোটারই কৃতিত্ব কিংবা অবদান আমার আম্মার। যখন আমি সিনেমা করা শুরু করি তখন সুইডেন থেকে আমার আম্মার সঙ্গে ছুটে এসেছিলেন। এক সময় আমিও আমার আম্মার জন্যই সুইডেনে ছুটে আসি। কিন্তু এখন আম্মা এমন জায়গায় চলে গেলেন যেখানে কেউ কারো সঙ্গে যেতে পারেন না। কিন্তু এমন জীবনতো চাইনি। জানি আল্লাহর ডাকে আমার আম্মা আল্লাহর কাছেই চলে গেছেন। কিন্তু আম্মার এই চলে যাওয়া আমি কোনভাবেই মেনে নিতে পারছি না। বাকিটা জীবন কীভাবে কাটাবো আমি জানি না। কারণ আম্মা ছাড়া আমার বেঁচে থাকাটাই কঠিন। সবার কাছে দোয়া চাই আমার আম্মাকে যেন আল্লাহ বেহেস্ত নসিব করেন।