আইটিইউ ইনভেশন চ্যালেঞ্জ ২০২০ এ বাংলাদেশ থেকে জয় লাভ করেছে উইমেন ইন ডিজিটালের প্রকল্প

আইটিইউ ইনভেশন চ্যালেঞ্জ ২০২০ এ উইমেন ইন টেকনোলজি বিভাগে ২৬টি দেশ থেকে ৩০টিরও বেশি প্রকল্পের মধ্যে সেরা প্রকল্প হিসেবে বাংলাদেশ থেকে জয় লাভ করেছে উইমেন ইন ডিজিটালের “প্রযুক্তির মাধ্যমে নারীর ক্ষমতায়ন এবং মোবাইল ইন্টারনেটের মাধ্যমে তাদের আর্থিক ক্ষমতায়ন” শীর্ষক প্রকল্পটি এবং এতে নেতৃত্ব দিয়েছেন উইমেন ইন ডিজিটালের প্রতিষ্ঠাতা এবং সিইও আছিয়া খালেদা নীলা। বিশ^ব্যাপী কোভিড-১৯ এর মহামারীর মধ্যে আইটিইউ ইনোভেশন চ্যালেঞ্জ ২০২০ সংঘটিত হয়েছিল। এই বছরের চ্যালেঞ্জগুলোর সামগ্রিক থিম ছিল কোভিড -১৯ মহামারী চলাকালীন সময়ে ডিজিটাল অর্থনীতির মান শৃঙ্খলাগুলো পুনর্বিবেচনা করা। গত ১৭ সেপ্টেম্বর বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। ১২ জন জুরি সহ ছয় জন বহিরাগত বিশেষজ্ঞ এবং ছয় জন আইটিইউ বিশেষজ্ঞ বিজয়ী প্রকল্পগুলো নির্বাচন করে। তিনটি বিভাগে মোট ২০ জন বিজয়ী- ১২ জন মহিলা এবং ৮ জন পুরুষকে বেছে নেওয়া হয়েছে।

বিজয়ীরা অক্টোবরের প্রথম দিকে একটি বুট শিবিরের মধ্য দিয়ে যাবেন এবং মাসের শেষ সপ্তাহে গ্লোবাল ইনোভেশন ফোরামে অংশ নেবেন। বুট শিবিরের সময় ১৮টি দেশের পঁচিশজন পরামর্শদাতা এই দলটিকে সমর্থন করবেন। প্রকল্পটি সম্পর্কে আরো জানতে ভিজিট করুনঃhttps://www.itu.int/en/ITU-D/Innovation/Pages/2020-ITU-Innovation-Challenges—Winning-Ideas%21.aspx। সংবাদ বিজ্ঞপ্তি।

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২০ , ০৪ মহররম ১৪৪২, ০৫ আশ্বিন ১৪২৭

আইটিইউ ইনভেশন চ্যালেঞ্জ ২০২০ এ বাংলাদেশ থেকে জয় লাভ করেছে উইমেন ইন ডিজিটালের প্রকল্প

image

আইটিইউ ইনভেশন চ্যালেঞ্জ ২০২০ এ উইমেন ইন টেকনোলজি বিভাগে ২৬টি দেশ থেকে ৩০টিরও বেশি প্রকল্পের মধ্যে সেরা প্রকল্প হিসেবে বাংলাদেশ থেকে জয় লাভ করেছে উইমেন ইন ডিজিটালের “প্রযুক্তির মাধ্যমে নারীর ক্ষমতায়ন এবং মোবাইল ইন্টারনেটের মাধ্যমে তাদের আর্থিক ক্ষমতায়ন” শীর্ষক প্রকল্পটি এবং এতে নেতৃত্ব দিয়েছেন উইমেন ইন ডিজিটালের প্রতিষ্ঠাতা এবং সিইও আছিয়া খালেদা নীলা। বিশ^ব্যাপী কোভিড-১৯ এর মহামারীর মধ্যে আইটিইউ ইনোভেশন চ্যালেঞ্জ ২০২০ সংঘটিত হয়েছিল। এই বছরের চ্যালেঞ্জগুলোর সামগ্রিক থিম ছিল কোভিড -১৯ মহামারী চলাকালীন সময়ে ডিজিটাল অর্থনীতির মান শৃঙ্খলাগুলো পুনর্বিবেচনা করা। গত ১৭ সেপ্টেম্বর বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। ১২ জন জুরি সহ ছয় জন বহিরাগত বিশেষজ্ঞ এবং ছয় জন আইটিইউ বিশেষজ্ঞ বিজয়ী প্রকল্পগুলো নির্বাচন করে। তিনটি বিভাগে মোট ২০ জন বিজয়ী- ১২ জন মহিলা এবং ৮ জন পুরুষকে বেছে নেওয়া হয়েছে।

বিজয়ীরা অক্টোবরের প্রথম দিকে একটি বুট শিবিরের মধ্য দিয়ে যাবেন এবং মাসের শেষ সপ্তাহে গ্লোবাল ইনোভেশন ফোরামে অংশ নেবেন। বুট শিবিরের সময় ১৮টি দেশের পঁচিশজন পরামর্শদাতা এই দলটিকে সমর্থন করবেন। প্রকল্পটি সম্পর্কে আরো জানতে ভিজিট করুনঃhttps://www.itu.int/en/ITU-D/Innovation/Pages/2020-ITU-Innovation-Challenges—Winning-Ideas%21.aspx। সংবাদ বিজ্ঞপ্তি।