শিমুলিয়া ফেরি বন্ধের প্রভাব পাটুরিয়া ঘাটে

৭ কিলোমিটার দীর্ঘ পণ্যবাহী ট্রাকের জট

শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে নাব্যতা সংকটে ফেরি চলাচল বন্ধের প্রভাব পড়েছে পাটুরিয়া ঘাটে। সেইসঙ্গে রয়েছে ফেরি স্বল্পতা, অনিয়ম ও অব্যবস্থাপনা। এসব কারণে গতকাল ৮ শতাধিক যানবাহন ফেরি পারের অপেক্ষায় পাটুরিয়া ঘাটে আটকে ছিল। ঘাটে ছিল ৭ কিলোমিটার দীর্ঘ পণ্যবাহী ট্রাকের সারি। এতে চরম দুর্ভোগের শিকার হন ট্রাক শ্রমিকরা। বাস যাত্রীদেরও দীর্ঘ সময় বসে থাকতে হয়েছে। এতে শিশু ও নারী যাত্রীদের পয়ঃনিষ্কাশনসহ নানা ধরনের অসুবিধায় পড়তে হয়।

দিনভর আরিচা-পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাট ঘুরে দেখা গেছে, যানবাহনের অতিরিক্ত চাপে পাটুরিয়া ঘাটে রাতে আসা নৈশ কোচগুলোকে সকালে পারাপার করা হয়েছে। এসব কোচের যাত্রীদেরকে দীর্ঘ সময় বাসের মধ্যেই বসে থাকতে হয়েছে। এতে করে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বাসযাত্রী, বিশেষত, শিশু ও নারীদের পয়ঃনিষ্কাশনসহ নানা ধরনের অসুবিধায় পড়তে হয়। পাটুরিয়া ঘাটের যানজট এড়াতে পুলিশ পণ্যবাহী ট্রাকগুলোকে উথলী মোড় থেকে আরিচা ঘাটের দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ওপর লাইন করে রাখছে। কিছু পরিবহণের শ্রমিকরা আগে পারের জন্য অনেককে ম্যানেজ করার আশায় এলোমেলো ছুটাছুটির কারণে যানজট দীর্ঘস্থায়ী হচ্ছে বলে জানান ভুক্তভোগীরা। বিআইডব্লিউটিসির ডিজিএম জিল্লুর রহমান জানান, পাটুরিয়া ৫নং ঘাট এলাকায় ড্রেজিং করায় ওই ঘাট বন্ধ রয়েছে। এতে ফেরি লোড-আনলোডে বিঘœ ঘটছে। এদিকে নাব্যতা সংকটে শিমুলিয়া-কাঁঠালিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকায় ওই রুটের গাড়িগুলো পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট ব্যবহার করছে। ফলে এ রুটে অতিরিক্ত যানবাহনের চাপ বেড়েছে। এদিকে ঘন ঘন ফেরি বিকল হয়ে পড়ায় প্রতিদিনই দু/চারটি ফেরি মেরামতে থাকছে। এ নৌরুটে চলাচলরত ১৯টি ফেরির মধ্যে বর্তমানে ১৩টি ফেরি চলাচল করছে। সম্প্রতি রো-রো ফেরি মতিউর রহমান, বীর শ্রেষ্ট রুহুর আমিন এবং রজনী গন্ধা নারায়ণগঞ্জ ডকইয়ার্ডে এবং রো-রো ফেরি কেরামত আলী, ছোট ফেরি বনলতা এবং কুমারী পাটুরিয়া ভাসমান ডকইয়ার্ডে মেরামতে রয়েছে। ফলে এ রুটে ফেরি স্বল্পতা দেখা দিয়েছে। পাটুরিয়া ঘাট এলাকায় সাড়ে ৩শ’ এবং উথলী মোড় আরিচা ঘাট পর্যন্ত সড়কের উপর  ৪শ’ পণ্যবাহী ট্রাক ফেরি পারের অপেক্ষায় রয়েছে। প্রাইভেটকারসহ ছোট গাড়ি এবং যাত্রীবাহী বাস ও কোচগুলোকে অগ্রাধিকারের ভিত্তিতে পারাপার করা হচ্ছে। এদিকে দৌলতদিয়া ঘাটেও আড়াই’শর বেশি যানবাহন ফেরি পারের অপেক্ষায় ছিল বলে জানা গেছে।

image

শিবালয়ের উখলী মোড় থেকে আরিচা ঘাট পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়কের ৭ কিলোমিটার জুড়ে পণ্যবাহী ট্রাকের সারি -সংবাদ

আরও খবর
ইলিশ উন্নয়ন ও ব্যবস্থাপনায় ২৪৬ কোটি টাকার প্রকল্প অনুমোদন
সীমান্তে ৭৩টি বিওপি নির্মাণ করবে বিজিবি
সীমান্তে ৭৩টি বিওপি নির্মাণ করবে বিজিবি
জার্মানির সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে কাজ করতে হবে : স্পিকার
মধ্যপাড়া পাথর খনিতে পাথর উত্তোলন শুরু
খুনের দুই আসামি রাসেল ও হৃদয় গ্রেফতার
প্রকল্পের পণ্য-দ্রব্য ক্রয়ে যেন অস্বাভাবিক বাজারমূল্য দেখানো না হয়
বিটিসিএলের সব সেবা অনলাইনে পাওয়া যাচ্ছে এমডি
হিলি স্থলবন্দর দিয়ে পিয়াজ আমদানি বন্ধ
সেবার নামে চলছে গ্রাহক হয়রানি-ঘুষবাণিজ্য
ডিআইজি প্রিজন বজলুর রশীদের সম্পত্তি ক্রোকের নির্দেশ
ছাত্রলীগ নেতাসহ ৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা
এনআইপি মামলায় সাবরিনার জামিন নাকচ

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২০ , ০৪ মহররম ১৪৪২, ০৫ আশ্বিন ১৪২৭

শিমুলিয়া ফেরি বন্ধের প্রভাব পাটুরিয়া ঘাটে

৭ কিলোমিটার দীর্ঘ পণ্যবাহী ট্রাকের জট

প্রতিনিধি, শিবালয় (মানিকগঞ্জ)

image

শিবালয়ের উখলী মোড় থেকে আরিচা ঘাট পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়কের ৭ কিলোমিটার জুড়ে পণ্যবাহী ট্রাকের সারি -সংবাদ

শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে নাব্যতা সংকটে ফেরি চলাচল বন্ধের প্রভাব পড়েছে পাটুরিয়া ঘাটে। সেইসঙ্গে রয়েছে ফেরি স্বল্পতা, অনিয়ম ও অব্যবস্থাপনা। এসব কারণে গতকাল ৮ শতাধিক যানবাহন ফেরি পারের অপেক্ষায় পাটুরিয়া ঘাটে আটকে ছিল। ঘাটে ছিল ৭ কিলোমিটার দীর্ঘ পণ্যবাহী ট্রাকের সারি। এতে চরম দুর্ভোগের শিকার হন ট্রাক শ্রমিকরা। বাস যাত্রীদেরও দীর্ঘ সময় বসে থাকতে হয়েছে। এতে শিশু ও নারী যাত্রীদের পয়ঃনিষ্কাশনসহ নানা ধরনের অসুবিধায় পড়তে হয়।

দিনভর আরিচা-পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাট ঘুরে দেখা গেছে, যানবাহনের অতিরিক্ত চাপে পাটুরিয়া ঘাটে রাতে আসা নৈশ কোচগুলোকে সকালে পারাপার করা হয়েছে। এসব কোচের যাত্রীদেরকে দীর্ঘ সময় বাসের মধ্যেই বসে থাকতে হয়েছে। এতে করে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বাসযাত্রী, বিশেষত, শিশু ও নারীদের পয়ঃনিষ্কাশনসহ নানা ধরনের অসুবিধায় পড়তে হয়। পাটুরিয়া ঘাটের যানজট এড়াতে পুলিশ পণ্যবাহী ট্রাকগুলোকে উথলী মোড় থেকে আরিচা ঘাটের দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ওপর লাইন করে রাখছে। কিছু পরিবহণের শ্রমিকরা আগে পারের জন্য অনেককে ম্যানেজ করার আশায় এলোমেলো ছুটাছুটির কারণে যানজট দীর্ঘস্থায়ী হচ্ছে বলে জানান ভুক্তভোগীরা। বিআইডব্লিউটিসির ডিজিএম জিল্লুর রহমান জানান, পাটুরিয়া ৫নং ঘাট এলাকায় ড্রেজিং করায় ওই ঘাট বন্ধ রয়েছে। এতে ফেরি লোড-আনলোডে বিঘœ ঘটছে। এদিকে নাব্যতা সংকটে শিমুলিয়া-কাঁঠালিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকায় ওই রুটের গাড়িগুলো পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট ব্যবহার করছে। ফলে এ রুটে অতিরিক্ত যানবাহনের চাপ বেড়েছে। এদিকে ঘন ঘন ফেরি বিকল হয়ে পড়ায় প্রতিদিনই দু/চারটি ফেরি মেরামতে থাকছে। এ নৌরুটে চলাচলরত ১৯টি ফেরির মধ্যে বর্তমানে ১৩টি ফেরি চলাচল করছে। সম্প্রতি রো-রো ফেরি মতিউর রহমান, বীর শ্রেষ্ট রুহুর আমিন এবং রজনী গন্ধা নারায়ণগঞ্জ ডকইয়ার্ডে এবং রো-রো ফেরি কেরামত আলী, ছোট ফেরি বনলতা এবং কুমারী পাটুরিয়া ভাসমান ডকইয়ার্ডে মেরামতে রয়েছে। ফলে এ রুটে ফেরি স্বল্পতা দেখা দিয়েছে। পাটুরিয়া ঘাট এলাকায় সাড়ে ৩শ’ এবং উথলী মোড় আরিচা ঘাট পর্যন্ত সড়কের উপর  ৪শ’ পণ্যবাহী ট্রাক ফেরি পারের অপেক্ষায় রয়েছে। প্রাইভেটকারসহ ছোট গাড়ি এবং যাত্রীবাহী বাস ও কোচগুলোকে অগ্রাধিকারের ভিত্তিতে পারাপার করা হচ্ছে। এদিকে দৌলতদিয়া ঘাটেও আড়াই’শর বেশি যানবাহন ফেরি পারের অপেক্ষায় ছিল বলে জানা গেছে।