শনিবার নোয়াখালী গার্মেন্টস এক্সেসরিজ ব্যবসায়ী সমিতির নির্বাচন

আগামী শনিবার ঢাকাস্থ বৃহত্তর নোয়াখালী গার্মেন্টস এক্সেসরিজ ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। পুরনো ঢাকার পোগোজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এতে প্রায় এক হাজার ৭৯ জন ব্যবসায়ী তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনকে সামনে রেখে পুরনো ঢাকার সদরঘাট মায়াকাটারা মার্কেট, নয়াবাজার, বংশাল, মালিটোলা, সিদ্দিক বাজার, আরামবাগ ও মিরপুর ১ ও ১০ নম্বর এলাকার বৃহত্তর নোয়াখালী গার্মেন্টস এক্সেসরিজ ব্যবসায়ী সমবায় সমিতির ১ হাজারের বেশি সদস্য ভোট দিবেন।

যুগ্ম সম্পাদক পদপ্রার্থী ইকবাল হোসেন মুঠোফোনে বলেন, সমিতির কার্যকরী পরিষদে মোট ১২টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। তার মধ্যে সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। অন্য পদগুলোতে সহ-সভাপতি ২ জন, সাধারণ সম্পাদক ২ জন, যুগ্ম সম্পাদক ২ জনসহ মোট ১১টি পদে হাড্ডা-হাড্ডি লড়াই হবে। এ জন্য সমিতির কার্যকরী পরিষদের প্রার্থীরা এখন দিনরাত প্রচারণা চালাচ্ছেন। সরেজমিনে সদরঘাট মায়াকাটারা গার্মেন্টস এক্সেসরিজ মার্কেটে গিয়ে দেখা গেছে, গার্মেন্টস এক্সেসরিজ ব্যবসায়ী সমবায় সমিতির প্রতিদ্বন্দ্বীরা পোস্টার, ব্যানার, লিফটলেটসহ ব্যাপক প্রচারণা চালাচ্ছেন।

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০ , ০৫ মহররম ১৪৪২, ০৬ আশ্বিন ১৪২৭

শনিবার নোয়াখালী গার্মেন্টস এক্সেসরিজ ব্যবসায়ী সমিতির নির্বাচন

অর্থনৈতিক বার্তা পরিবেশক |

আগামী শনিবার ঢাকাস্থ বৃহত্তর নোয়াখালী গার্মেন্টস এক্সেসরিজ ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। পুরনো ঢাকার পোগোজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এতে প্রায় এক হাজার ৭৯ জন ব্যবসায়ী তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনকে সামনে রেখে পুরনো ঢাকার সদরঘাট মায়াকাটারা মার্কেট, নয়াবাজার, বংশাল, মালিটোলা, সিদ্দিক বাজার, আরামবাগ ও মিরপুর ১ ও ১০ নম্বর এলাকার বৃহত্তর নোয়াখালী গার্মেন্টস এক্সেসরিজ ব্যবসায়ী সমবায় সমিতির ১ হাজারের বেশি সদস্য ভোট দিবেন।

যুগ্ম সম্পাদক পদপ্রার্থী ইকবাল হোসেন মুঠোফোনে বলেন, সমিতির কার্যকরী পরিষদে মোট ১২টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। তার মধ্যে সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। অন্য পদগুলোতে সহ-সভাপতি ২ জন, সাধারণ সম্পাদক ২ জন, যুগ্ম সম্পাদক ২ জনসহ মোট ১১টি পদে হাড্ডা-হাড্ডি লড়াই হবে। এ জন্য সমিতির কার্যকরী পরিষদের প্রার্থীরা এখন দিনরাত প্রচারণা চালাচ্ছেন। সরেজমিনে সদরঘাট মায়াকাটারা গার্মেন্টস এক্সেসরিজ মার্কেটে গিয়ে দেখা গেছে, গার্মেন্টস এক্সেসরিজ ব্যবসায়ী সমবায় সমিতির প্রতিদ্বন্দ্বীরা পোস্টার, ব্যানার, লিফটলেটসহ ব্যাপক প্রচারণা চালাচ্ছেন।