দলীয় নেতার মুক্তি দাবি

‘হেফাজতে ইসলাম বাংলাদেশ জঙ্গি সংগঠন’ বলে মন্তব্য করেছেন আহলে সুন্নত ওয়াল জামাআতের নেতারা। গতকাল বিকেলে নারায়ণগঞ্জের একটি রেস্তোরাঁয় আহলে সুন্নত ওয়াল জামায়াতের কেন্দ্রীয় নেতা মুফতি আলাউদ্দিন জিহাদির মুক্তির দাবিতে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তারা।

হেফাজতে ইসলামের সদ্য প্রয়াত আমির আল্লামা শাহ আহমদ শফীকে নিয়ে কটূক্তির অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় কারাগারে মুফতি আলাউদ্দিন জিহাদি। মামলার অভিযোগ ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি করে আহলে সুন্নত ওয়াল জামাআতের প্রেসিডিয়াম সদস্য আলাউদ্দিন জিহাদির নিঃশর্ত মুক্তির দাবিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে হরতালের মতো কর্মসূচির ঘোষণা দেয় সংগঠনটির নেতারা।

নারায়ণগঞ্জ আহলে সুন্নত ওয়াল জামাআত ঐক্য পরিষদের ব্যানারে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আহলে সুন্নত ওয়াল জামাআত ঐক্য পরিষদের নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক (ভারপ্রাপ্ত) মাওলানা মহিউদ্দিন হামেদী। আরও উপস্থিত ছিলেন মাওলানা শহীদুল ইসলাম, মাওলানা আবু নাসের, মাওলানা বদরুল আলম, মাওলানা তামিম বিল্লাহ।

মাওলানা মহিউদ্দিন হামেদী বলেন, ‘ষড়যন্ত্রের শিকার আলাউদ্দিন জিহাদি। সেই ষড়যন্ত্রের বাস্তবিক রূপ হচ্ছে এই মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা।’ হেফাজতে ইসলামকে ‘উগ্রবাদী ও জঙ্গি সংগঠন’ উল্লেখ করে মাওলানা মহিউদ্দিন বলেন, ‘এই উগ্রবাদীরা আজ শাক দিয়ে মাছ ঢাকার অপচেষ্টায় লিপ্ত। তাদের নিজেদের অভ্যন্তরীণ কোন্দল ভিন্ন দিকে প্রবাহিত করার জন্য এই অপচেষ্টা। তারা নিজেরা নিজেদের নেতা আল্লামা শফির বিরুদ্ধে প্রোপাগাণ্ডা চালাচ্ছে। নিজেদের মাদরাসায় তারা ব্যাপক ভাঙচুর করেছে, তাণ্ডবলীলা চালিয়েছে। হেফাজতে ইসলাম উগ্রবাদ প্রচার করছে। এদেশে জঙ্গি কর্মকাণ্ড, শিশু বলাৎকার, কুরআন শরীফ পোড়ানোসহ তাদের বিভিন্ন উগ্রবাদী কার্যক্রম ইতিমধ্যে মিডিয়াতে এসেছে। এত কিছুর পরও সরকার তাদের ব্যাপারে নিশ্চুপ।’

গত ১৮ সেপ্টেম্বর হেফাজতে ইসলামের আমির শাহ্ আহমদ শফির মৃত্যুর পর তাকে কটূক্তি করে আলাউদ্দিন জিহাদীর ফেসবুক পেজ থেকে একটি স্ট্যাটাস দেয়া হয়। স্ট্যাটাসটি নিয়ে সমালোচনা শুরু হলে তা সরিয়ে নিয়ে আরেকটি স্ট্যাটাসে দুঃখ প্রকাশ করা হয়। এই স্ট্যাটাসের কারণে নারায়ণগঞ্জের দেওভোগ মাদরাসা মসজিদের খতিব হেফাজতে ইসলামের নেতা হারুনুর রশিদ বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে ফতুল্লা থানায় একটি মামলা করেন। গত ২০ সেপ্টেম্বর এই মামলায় আলাউদ্দিন জিহাদিকে গ্রেফতারের পর একদিনের রিমান্ডে নেয়া হয়।

এদিকে আহলে সুন্নতের নেতাদের দাবি, ‘সম্প্রতি হেফাজতে ইসলামের আমির আহমদ শফীর মৃত্যুর পরে আলাউদ্দিন জিহাদি নিজে কোন স্ট্যাটাস দেননি। তার নামের একটি আইডি থেকে স্ট্যাটাস দেয়া হলে তিনি এই বিষয়ে দুঃখ প্রকাশ করেন। ১৯ সেপ্টেম্বরে তিনি ফতুল্লা থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরিও করেন। কিন্তু উগ্রবাদীরা তার বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করেছে। হেফাজতে ইসলামের আমির আহমদ শফীর মৃত্যুর পর তাদের দলীয় কোন্দল ধামাচাপা দিতেই এই মামলা করা হয়েছে দাবি করেন আহলে সুন্নত ওয়াল জামাআতের নেতারা।’

চব্বিশ ঘণ্টার মধ্যে আলাউদ্দিন জিহাদির মুক্তি না হলে আগামীকাল বাদ জুমা নারায়ণগঞ্জে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে আহলে সুন্নত ওয়াল জামাআত। একই সঙ্গে আগামী রোববার গণজামায়েত এবং সোমবার সকাল-সন্ধ্যা হরতালেরও ঘোষণা দেয়া হয়। সংবাদ সম্মেলনে ইসলামী ছাত্রসেনা নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি রাহাত হাসান বলেন, বিক্ষোভ ও গণজামায়েত কর্মসূচির পরও মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেবের মুক্তি না দেয়া হলে নারয়ণগঞ্জে সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি পালিত হবে। সড়কপথ থেকে শুরু করে রেলপথ, নৌপথ সমস্ত কিছু আহলে সুন্নাত ওয়াল জামাআতের নেতাকর্মীরা বন্ধ করে দিবে।

এদিকে হেফাজতে ইসলামের নারায়ণগঞ্জ জেলার আমির মাওলানা আবদুল আউয়াল বলেন, ‘কোন ব্যক্তিকে নিয়ে কটূক্তি শরীয়ত কিংবা আইনগতভাবে গ্রহণযোগ্য নয়। তাকে আইনগতভাবে গ্রেফতার করা হয়েছে। আর হেফাজতে ইসলাম নতুন কোন সংগঠন না যে তাকে উগ্রবাদী কিংবা জঙ্গি বললেই মানুষ বিশ্বাস করবে। এইসব কথাবার্তার কোন মন্তব্য আমরা করতে চাই না।’

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০ , ০৫ মহররম ১৪৪২, ০৬ আশ্বিন ১৪২৭

না’গঞ্জে আহলে সুন্নতের সংবাদ সম্মেলন

দলীয় নেতার মুক্তি দাবি

প্রতিনিধি, নারায়ণগঞ্জ

‘হেফাজতে ইসলাম বাংলাদেশ জঙ্গি সংগঠন’ বলে মন্তব্য করেছেন আহলে সুন্নত ওয়াল জামাআতের নেতারা। গতকাল বিকেলে নারায়ণগঞ্জের একটি রেস্তোরাঁয় আহলে সুন্নত ওয়াল জামায়াতের কেন্দ্রীয় নেতা মুফতি আলাউদ্দিন জিহাদির মুক্তির দাবিতে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তারা।

হেফাজতে ইসলামের সদ্য প্রয়াত আমির আল্লামা শাহ আহমদ শফীকে নিয়ে কটূক্তির অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় কারাগারে মুফতি আলাউদ্দিন জিহাদি। মামলার অভিযোগ ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি করে আহলে সুন্নত ওয়াল জামাআতের প্রেসিডিয়াম সদস্য আলাউদ্দিন জিহাদির নিঃশর্ত মুক্তির দাবিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে হরতালের মতো কর্মসূচির ঘোষণা দেয় সংগঠনটির নেতারা।

নারায়ণগঞ্জ আহলে সুন্নত ওয়াল জামাআত ঐক্য পরিষদের ব্যানারে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আহলে সুন্নত ওয়াল জামাআত ঐক্য পরিষদের নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক (ভারপ্রাপ্ত) মাওলানা মহিউদ্দিন হামেদী। আরও উপস্থিত ছিলেন মাওলানা শহীদুল ইসলাম, মাওলানা আবু নাসের, মাওলানা বদরুল আলম, মাওলানা তামিম বিল্লাহ।

মাওলানা মহিউদ্দিন হামেদী বলেন, ‘ষড়যন্ত্রের শিকার আলাউদ্দিন জিহাদি। সেই ষড়যন্ত্রের বাস্তবিক রূপ হচ্ছে এই মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা।’ হেফাজতে ইসলামকে ‘উগ্রবাদী ও জঙ্গি সংগঠন’ উল্লেখ করে মাওলানা মহিউদ্দিন বলেন, ‘এই উগ্রবাদীরা আজ শাক দিয়ে মাছ ঢাকার অপচেষ্টায় লিপ্ত। তাদের নিজেদের অভ্যন্তরীণ কোন্দল ভিন্ন দিকে প্রবাহিত করার জন্য এই অপচেষ্টা। তারা নিজেরা নিজেদের নেতা আল্লামা শফির বিরুদ্ধে প্রোপাগাণ্ডা চালাচ্ছে। নিজেদের মাদরাসায় তারা ব্যাপক ভাঙচুর করেছে, তাণ্ডবলীলা চালিয়েছে। হেফাজতে ইসলাম উগ্রবাদ প্রচার করছে। এদেশে জঙ্গি কর্মকাণ্ড, শিশু বলাৎকার, কুরআন শরীফ পোড়ানোসহ তাদের বিভিন্ন উগ্রবাদী কার্যক্রম ইতিমধ্যে মিডিয়াতে এসেছে। এত কিছুর পরও সরকার তাদের ব্যাপারে নিশ্চুপ।’

গত ১৮ সেপ্টেম্বর হেফাজতে ইসলামের আমির শাহ্ আহমদ শফির মৃত্যুর পর তাকে কটূক্তি করে আলাউদ্দিন জিহাদীর ফেসবুক পেজ থেকে একটি স্ট্যাটাস দেয়া হয়। স্ট্যাটাসটি নিয়ে সমালোচনা শুরু হলে তা সরিয়ে নিয়ে আরেকটি স্ট্যাটাসে দুঃখ প্রকাশ করা হয়। এই স্ট্যাটাসের কারণে নারায়ণগঞ্জের দেওভোগ মাদরাসা মসজিদের খতিব হেফাজতে ইসলামের নেতা হারুনুর রশিদ বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে ফতুল্লা থানায় একটি মামলা করেন। গত ২০ সেপ্টেম্বর এই মামলায় আলাউদ্দিন জিহাদিকে গ্রেফতারের পর একদিনের রিমান্ডে নেয়া হয়।

এদিকে আহলে সুন্নতের নেতাদের দাবি, ‘সম্প্রতি হেফাজতে ইসলামের আমির আহমদ শফীর মৃত্যুর পরে আলাউদ্দিন জিহাদি নিজে কোন স্ট্যাটাস দেননি। তার নামের একটি আইডি থেকে স্ট্যাটাস দেয়া হলে তিনি এই বিষয়ে দুঃখ প্রকাশ করেন। ১৯ সেপ্টেম্বরে তিনি ফতুল্লা থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরিও করেন। কিন্তু উগ্রবাদীরা তার বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করেছে। হেফাজতে ইসলামের আমির আহমদ শফীর মৃত্যুর পর তাদের দলীয় কোন্দল ধামাচাপা দিতেই এই মামলা করা হয়েছে দাবি করেন আহলে সুন্নত ওয়াল জামাআতের নেতারা।’

চব্বিশ ঘণ্টার মধ্যে আলাউদ্দিন জিহাদির মুক্তি না হলে আগামীকাল বাদ জুমা নারায়ণগঞ্জে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে আহলে সুন্নত ওয়াল জামাআত। একই সঙ্গে আগামী রোববার গণজামায়েত এবং সোমবার সকাল-সন্ধ্যা হরতালেরও ঘোষণা দেয়া হয়। সংবাদ সম্মেলনে ইসলামী ছাত্রসেনা নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি রাহাত হাসান বলেন, বিক্ষোভ ও গণজামায়েত কর্মসূচির পরও মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেবের মুক্তি না দেয়া হলে নারয়ণগঞ্জে সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি পালিত হবে। সড়কপথ থেকে শুরু করে রেলপথ, নৌপথ সমস্ত কিছু আহলে সুন্নাত ওয়াল জামাআতের নেতাকর্মীরা বন্ধ করে দিবে।

এদিকে হেফাজতে ইসলামের নারায়ণগঞ্জ জেলার আমির মাওলানা আবদুল আউয়াল বলেন, ‘কোন ব্যক্তিকে নিয়ে কটূক্তি শরীয়ত কিংবা আইনগতভাবে গ্রহণযোগ্য নয়। তাকে আইনগতভাবে গ্রেফতার করা হয়েছে। আর হেফাজতে ইসলাম নতুন কোন সংগঠন না যে তাকে উগ্রবাদী কিংবা জঙ্গি বললেই মানুষ বিশ্বাস করবে। এইসব কথাবার্তার কোন মন্তব্য আমরা করতে চাই না।’