নিজের টাকায় ৫শ’ মিটার সড়ক সংস্কার আমতলীর ইউএনওর

নিজ উদ্যোগে লক্ষাধিক টাকা ব্যয়ে চলাচলের অনুপোযোগী আমতলী-তালতলী সড়কের আরডাঙ্গাশিয়া বাজারের ৫শ’ মিটার সড়ক সংস্কার করলেন আমতলীর ইউএনও মো. আছাদুজ্জামান। জানা গেছে, গত ১ বছর ধরে আমতলী-তালতলী সড়কের বেহাল দশা। মানিক ঝুরি থেকে কচুপাত্রা বাজার পর্যন্ত ৮ কিলোমিটার সড়ক খানাখন্দে ভরা। এই সড়কের আরপাঙ্গাশিয়া বাজার নামকস্থানের অবস্থা খুব খারাপ। এখান দিয়ে যানবাহন চলাচল তো দূরের কথা মানুষের পায়ে হেটেও চলাচল দায়। স্থানীয় সড়ক বিভাগ ও এলজিইডি কোন বিভাগই সড়কটি সংস্কারের উদ্যোগ নেয়নি। এ নিয়ে ৬ আগস্ট সমকালে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশ হয়। সংবাদ প্রকাশের পর বিষয়টি নজরে আসে আমতলীতে সদ্য যোগ দেয়া ইউএনও মো. আছাদুজাম্মের। তিনি নিজ উদ্যোগে মঙ্গলবার সকাল থেকে ১৬ জন শ্রমিক নিয়ে সড়কটি সংস্কারের কাজ শুরু করেন। নিজের প্রায় লকাধিক টাকায় কেনা খোয়া আর বালু ফেলে সড়কের গর্তগুলো ভড়াট শুরু করেন। মঙ্গলবার বিকেলে সরেজমিন ঘুরে দেখা গেছে, ইউএনওর নিজের টাকায় ১৬ জন শ্রমিক খোয়া আর বালু দিয়ে সড়কের গর্ত ভরাটের কাজ চলছে। আর দুপুর থেকে নিজে দাঁড়িয়ে থেকে এ কাজ তদারকি করছেন। আরপাঙ্গাশিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মজিবুন নেছা বলেন, স্যারে অনেক ভাল মানুষ। তিনি নিজের টাকায় আমাদের বাজারের সড়ক সংস্কার করে দিয়েছেন। সারা বাংলাদেশে এ উদাহরণ ছড়িয়ে দেয়া দরকার। আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আছাদুজ্জামন বলেন, ভাল কাজের জন্য কাউকে না কাউকে এগিয়ে আসতে হবে। আরপাঙ্গাশিয়া বাজারের সড়কটি সংস্কারের অভাবে মানুষের চলাচল প্রায় বন্ধের উপক্রম হয়েছে। খবর পেয়ে আমি সড়কটি নিজের টাকায় সংস্কার করে দিচ্ছি।

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০ , ০৫ মহররম ১৪৪২, ০৬ আশ্বিন ১৪২৭

নিজের টাকায় ৫শ’ মিটার সড়ক সংস্কার আমতলীর ইউএনওর

নিজস্ব বার্তা পরিবেশক, বরগুনা

নিজ উদ্যোগে লক্ষাধিক টাকা ব্যয়ে চলাচলের অনুপোযোগী আমতলী-তালতলী সড়কের আরডাঙ্গাশিয়া বাজারের ৫শ’ মিটার সড়ক সংস্কার করলেন আমতলীর ইউএনও মো. আছাদুজ্জামান। জানা গেছে, গত ১ বছর ধরে আমতলী-তালতলী সড়কের বেহাল দশা। মানিক ঝুরি থেকে কচুপাত্রা বাজার পর্যন্ত ৮ কিলোমিটার সড়ক খানাখন্দে ভরা। এই সড়কের আরপাঙ্গাশিয়া বাজার নামকস্থানের অবস্থা খুব খারাপ। এখান দিয়ে যানবাহন চলাচল তো দূরের কথা মানুষের পায়ে হেটেও চলাচল দায়। স্থানীয় সড়ক বিভাগ ও এলজিইডি কোন বিভাগই সড়কটি সংস্কারের উদ্যোগ নেয়নি। এ নিয়ে ৬ আগস্ট সমকালে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশ হয়। সংবাদ প্রকাশের পর বিষয়টি নজরে আসে আমতলীতে সদ্য যোগ দেয়া ইউএনও মো. আছাদুজাম্মের। তিনি নিজ উদ্যোগে মঙ্গলবার সকাল থেকে ১৬ জন শ্রমিক নিয়ে সড়কটি সংস্কারের কাজ শুরু করেন। নিজের প্রায় লকাধিক টাকায় কেনা খোয়া আর বালু ফেলে সড়কের গর্তগুলো ভড়াট শুরু করেন। মঙ্গলবার বিকেলে সরেজমিন ঘুরে দেখা গেছে, ইউএনওর নিজের টাকায় ১৬ জন শ্রমিক খোয়া আর বালু দিয়ে সড়কের গর্ত ভরাটের কাজ চলছে। আর দুপুর থেকে নিজে দাঁড়িয়ে থেকে এ কাজ তদারকি করছেন। আরপাঙ্গাশিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মজিবুন নেছা বলেন, স্যারে অনেক ভাল মানুষ। তিনি নিজের টাকায় আমাদের বাজারের সড়ক সংস্কার করে দিয়েছেন। সারা বাংলাদেশে এ উদাহরণ ছড়িয়ে দেয়া দরকার। আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আছাদুজ্জামন বলেন, ভাল কাজের জন্য কাউকে না কাউকে এগিয়ে আসতে হবে। আরপাঙ্গাশিয়া বাজারের সড়কটি সংস্কারের অভাবে মানুষের চলাচল প্রায় বন্ধের উপক্রম হয়েছে। খবর পেয়ে আমি সড়কটি নিজের টাকায় সংস্কার করে দিচ্ছি।