বরিশালে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান কর্মচারীদের ৬ দফা দাবি

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অফিস সহকারীদের ১০ম গ্রেডে বেতন প্রদানসহ ৬ দফা দাবিতে বরিশালে মানববন্ধন করেছে তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ। গত মঙ্গলবার নগরীর অশ্বিনী কুমার হলের সামনে এই কর্মসূচি পালন করা হয়। কর্মচারীদের দাবির প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে মানববন্ধনে অংশগ্রহণ করে বক্তব্য রাখেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির (বাকশিস) বিভাগীয় সভাপতি অধ্যক্ষ মহসিন উল ইসলাম হাবুল। সমাবেশে বক্তারা গাজীপুরের কাপাসিয়ায় ঘাগটিয়া ঢালা উচ্চ বিদ্যালয়ের এক অফিস সহকারী ফকির আব্দুল জায়েদের কাছ থেকে অন্যায়ভাবে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক জরিমানা আদায়ের তীব্র নিন্দা জানান। এছাড়া তৃতীয় শ্রেণীর কর্মচারীদের শিক্ষা প্রতিষ্ঠানে কর্মঘণ্টা নির্ধারণ করে দেয়ারও দাবি জানানো হয়েছে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদের বরিশাল জেলা সভাপতি গাজী আব্দুস সালামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তৃতা করেন বাকশিস নেতা অধ্যক্ষ আমিনুল ইসলাম খোকন, তৃতীয় শেণী কর্মচারী পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি জিয়া শাহিন, বরিশাল জেলা সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ প্রমুখ।

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০ , ০৫ মহররম ১৪৪২, ০৬ আশ্বিন ১৪২৭

বরিশালে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান কর্মচারীদের ৬ দফা দাবি

নিজস্ব বার্তা পরিবেশক, বরিশাল

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অফিস সহকারীদের ১০ম গ্রেডে বেতন প্রদানসহ ৬ দফা দাবিতে বরিশালে মানববন্ধন করেছে তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ। গত মঙ্গলবার নগরীর অশ্বিনী কুমার হলের সামনে এই কর্মসূচি পালন করা হয়। কর্মচারীদের দাবির প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে মানববন্ধনে অংশগ্রহণ করে বক্তব্য রাখেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির (বাকশিস) বিভাগীয় সভাপতি অধ্যক্ষ মহসিন উল ইসলাম হাবুল। সমাবেশে বক্তারা গাজীপুরের কাপাসিয়ায় ঘাগটিয়া ঢালা উচ্চ বিদ্যালয়ের এক অফিস সহকারী ফকির আব্দুল জায়েদের কাছ থেকে অন্যায়ভাবে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক জরিমানা আদায়ের তীব্র নিন্দা জানান। এছাড়া তৃতীয় শ্রেণীর কর্মচারীদের শিক্ষা প্রতিষ্ঠানে কর্মঘণ্টা নির্ধারণ করে দেয়ারও দাবি জানানো হয়েছে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদের বরিশাল জেলা সভাপতি গাজী আব্দুস সালামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তৃতা করেন বাকশিস নেতা অধ্যক্ষ আমিনুল ইসলাম খোকন, তৃতীয় শেণী কর্মচারী পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি জিয়া শাহিন, বরিশাল জেলা সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ প্রমুখ।