জটিল প্রেমের নাটক ‘সম্পর্ক’

সম্প্রতি নির্মিত হলো একক নাটক সম্পর্ক। অনুপ বালার রচনায় নাটকটির পরিচালনা করেছেন এসআই সোহেল। সম্প্রতি উলোখালার ‘স্বপ্নের ঠিকানা’ শুটিং স্পটে নাটকটির শুটিং হয়েছে। এই নাটকে অভিনয় করেছেন আরফান আহমেদ, অরিন, নিথর মাহবুব, জামাল রাজ প্রমুখ। নাটকের গল্পে দেখাযায়- প্রখ্যাত লেখক পাবেল চঞ্চল। তার বাড়িতে প্রকাশক, সাংবাদিক, নাট্য পরিচালক, সাহিত্যপ্রেমীদের ভিড় দিন দিন বেড়েই চলছে। সাহিত্যকর্ম করতে করতে নিজের জীবনে সঠিক সময়ে বিয়েটাও করতে পারেননি তিনি। বস্তুার কারণ তিনি কোন মেয়ের দিকে ফিরে তাকানোর সময়টাও পাননি। বর্তমানে পাবেলের যাপিত জীবনে একটু ক্লান্তি এসেছে। তাই সিদ্ধান্ত নেন কদিনের জন্য খোলামেলা পরিবেশে বেড়াতে যাবেন। তিনি যেখানে অবকাশের জন্য আসেন সেখানেই শিক্ষাসফরে আসে কোন এক কলেজের বোটানী বিভাগের এক ঝাক তরুণী। স্থানীয় বখাটেদের হাত থেকে ওই মেয়েদের রক্ষা করতে গিয়ে তাদের সঙ্গে পাবেলের পরিচয় হয়। এদের মধ্য থেকে লাবণ্য নামে এক সুন্দরী তরুণী পাবেলের প্রেমে পড়ে যায়। মেয়েটির চেহোরা পাবেলের খুব পরিচিত মনে হয়, মনে হয় তার অতি পরিচিত কারো সঙ্গে যেন মেয়েটির চেহারার খুব মিল। তাই পাবেলও দিনে দিনে মেয়েটার প্রতি আকৃষ্ট হতে থাকে। ফলে তাদের এক সঙ্গে ঘুরাফেরা কাথা বাড়তে থাকে। পাবেল একসময় বুঝতে পারে সে নিজেও মেয়েটির প্রেমে পড়ে গেছে। মেয়েটাকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করে সে। মেয়েটির সম্পর্কে বিস্তারিত জানতে কৌতূহলি হয়ে উঠে পাবেল। একসময় মেয়েটির পরিচয় জানতে পেরে পাবেল বড় ধরণের একটা ধাক্কা খায়। পাবেল জানতে পারে এই মেয়ের মা তার কলেজ জীবনের প্রেমিকা ছিলেন। পরের দিন সকালে পাবেল কাউকে কিছু না জানিয়ে লাবন্যের উদ্দেশ্যে একটা চিঠি লিখে তা রিসিপ্সনে রেখে ওই স্থান থেকে ফিরে আসেন। নাটকটির প্রযোজনা করেছেন আর এইচ সোহেল।

আরফান বলেন, ‘চৎকার একটি গল্প, আমাদের দুর্ভাঘ্য শুটিংয়ের দিন বৃষ্টির কবলে পড়ি আমরা, অনেকটা সময় আমাদের নষ্ট হয়েছে বৃষ্টির কারণে, তারপরেও তারাহুরু করে কাজটি যথা সময়ে শেষ করতে পেরেছে নির্মাতা সোহেল। আমি সাধ্যমত চেষ্টা করেছি ভালো কিছু করতে। অরিন সহ অন্যান্য সবাইকে খুবই আন্তরিক দেখেছি কাজটির জন্য। আমার ধারণা এই নাটকটি দর্শকদের ভালো লাগবে’

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০ , ০৫ মহররম ১৪৪২, ০৬ আশ্বিন ১৪২৭

জটিল প্রেমের নাটক ‘সম্পর্ক’

বিনোদন প্রতিবেদক |

image

সম্প্রতি নির্মিত হলো একক নাটক সম্পর্ক। অনুপ বালার রচনায় নাটকটির পরিচালনা করেছেন এসআই সোহেল। সম্প্রতি উলোখালার ‘স্বপ্নের ঠিকানা’ শুটিং স্পটে নাটকটির শুটিং হয়েছে। এই নাটকে অভিনয় করেছেন আরফান আহমেদ, অরিন, নিথর মাহবুব, জামাল রাজ প্রমুখ। নাটকের গল্পে দেখাযায়- প্রখ্যাত লেখক পাবেল চঞ্চল। তার বাড়িতে প্রকাশক, সাংবাদিক, নাট্য পরিচালক, সাহিত্যপ্রেমীদের ভিড় দিন দিন বেড়েই চলছে। সাহিত্যকর্ম করতে করতে নিজের জীবনে সঠিক সময়ে বিয়েটাও করতে পারেননি তিনি। বস্তুার কারণ তিনি কোন মেয়ের দিকে ফিরে তাকানোর সময়টাও পাননি। বর্তমানে পাবেলের যাপিত জীবনে একটু ক্লান্তি এসেছে। তাই সিদ্ধান্ত নেন কদিনের জন্য খোলামেলা পরিবেশে বেড়াতে যাবেন। তিনি যেখানে অবকাশের জন্য আসেন সেখানেই শিক্ষাসফরে আসে কোন এক কলেজের বোটানী বিভাগের এক ঝাক তরুণী। স্থানীয় বখাটেদের হাত থেকে ওই মেয়েদের রক্ষা করতে গিয়ে তাদের সঙ্গে পাবেলের পরিচয় হয়। এদের মধ্য থেকে লাবণ্য নামে এক সুন্দরী তরুণী পাবেলের প্রেমে পড়ে যায়। মেয়েটির চেহোরা পাবেলের খুব পরিচিত মনে হয়, মনে হয় তার অতি পরিচিত কারো সঙ্গে যেন মেয়েটির চেহারার খুব মিল। তাই পাবেলও দিনে দিনে মেয়েটার প্রতি আকৃষ্ট হতে থাকে। ফলে তাদের এক সঙ্গে ঘুরাফেরা কাথা বাড়তে থাকে। পাবেল একসময় বুঝতে পারে সে নিজেও মেয়েটির প্রেমে পড়ে গেছে। মেয়েটাকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করে সে। মেয়েটির সম্পর্কে বিস্তারিত জানতে কৌতূহলি হয়ে উঠে পাবেল। একসময় মেয়েটির পরিচয় জানতে পেরে পাবেল বড় ধরণের একটা ধাক্কা খায়। পাবেল জানতে পারে এই মেয়ের মা তার কলেজ জীবনের প্রেমিকা ছিলেন। পরের দিন সকালে পাবেল কাউকে কিছু না জানিয়ে লাবন্যের উদ্দেশ্যে একটা চিঠি লিখে তা রিসিপ্সনে রেখে ওই স্থান থেকে ফিরে আসেন। নাটকটির প্রযোজনা করেছেন আর এইচ সোহেল।

আরফান বলেন, ‘চৎকার একটি গল্প, আমাদের দুর্ভাঘ্য শুটিংয়ের দিন বৃষ্টির কবলে পড়ি আমরা, অনেকটা সময় আমাদের নষ্ট হয়েছে বৃষ্টির কারণে, তারপরেও তারাহুরু করে কাজটি যথা সময়ে শেষ করতে পেরেছে নির্মাতা সোহেল। আমি সাধ্যমত চেষ্টা করেছি ভালো কিছু করতে। অরিন সহ অন্যান্য সবাইকে খুবই আন্তরিক দেখেছি কাজটির জন্য। আমার ধারণা এই নাটকটি দর্শকদের ভালো লাগবে’