গতকাল সূচকের সামান্য উত্থান কমেছে লেনদেন

আগেরদিনের মতো সপ্তাহের শেষ কার্যদিবসেও গতকাল সামান্য উত্থানে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। এদিন উভয় শেয়ারবাজারে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর বেশিরভাগের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। তবে টাকার পরিমাণে লেনদেন কিছুটা কমেছে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।

গতকাল প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৬.৬৪ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯৭৮.৭৭ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ০.৪৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১২৬.৩০ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক ৭.২৮ পয়েন্ট এবং সিডিএসইসি ৪.৩০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৭০১.১৯ এবং ১০০০.৮২ পয়েন্টে। ডিএসইতে এদিন টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৮৮০ কোটি ৫২ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের দিন থেকে ১ কোটি ২৯ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ৮৮১ কোটি ৮১ লাখ টাকার। এছাড়া ডিএসইতে গতকাল ৩৫৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৭২টির বা ৪৮.৩২ শতাংশ শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। দর কমেছে ১২৮টির বা ৫৮.৯৫ শতাংশের এবং ৫৬টি বা ১৫.৭৩ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তীত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৩৭.৮০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪২১৯.২৩ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৮১টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৫১টির, কমেছে ৯২টির এবং অপরিবর্তীত রয়েছে ৩৮টির দর। এছাড়া গতকাল সিএসইতে ২৭ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

এদিকে গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ২১টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ১৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর ৩০ লাখ ৫৫ হাজার ৭৭০টি শেয়ার ৮৯ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ১৯ কোটি ৯ লাখ ৭৩ হাজার টাকার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৩ কোটি ১৮ লাখ ৮৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে ওরিয়ন ফার্মার। দ্বিতীয় সর্বোচ্চ ২ কোটি ৮৮ লাখ ৪০ হাজার টাকার স্কয়ার ফার্মার এবং তৃতীয় সর্বোচ্চ ২ কোটি ৮৪ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে এসকে ট্রিমসের।

এছাড়া সিঙ্গার বিডির ৫২ লাখ ৮৩ হাজার টাকার, সী পার্লের ৪৮ লাখ ৮৯ হাজার টাকার, সন্ধানী ইন্স্যুরেন্সের ১১ লাখ ৩২ হাজার টাকার, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ১৫ লাখ ৫০ হাজার টাকার, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের ৪২ লাখ ৬২ হাজার টাকার, পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ৫৮ লাখ ৮১ হাজার টাকার, পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ৩৭ লাখ ৫৭ হাজার টাকার, এমএল ডাইংয়ের ২৭ লাখ টাকার, মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ১ কোটি ৩০ লাখ ৮০ হাজার টাকার, আইএফআইসি ব্যাংকের ৫৫ লাখ ১২ হাজার টাকার, গ্রামীণফোনের ১২ লাখ ৪০ হাজার টাকার, কনফিডেন্স সিমেন্টের ২ কোটি ৫৭ লাখ ৬০ হাজার টাকার, ব্র্যাক ব্যাংকের ১ কোটি ৫১ লাখ ৫৮ হাজার টাকার, বেক্সিমকো ফার্মার ১৩ লাখ ২০ হাজার টাকার, বিকন ফার্মার ৬৮ লাখ টাকার, বিডি ফাইন্যান্সের ১৪ লাখ ২৬ হাজার টাকার, অগ্রণী ইন্স্যুরেন্সের ৫ লাখ ৬ হাজার টাকার এবং এডিএন টেলিকমের ১৫ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২০ , ০৬ মহররম ১৪৪২, ০৭ আশ্বিন ১৪২৭

গতকাল সূচকের সামান্য উত্থান কমেছে লেনদেন

অর্থনৈতিক বার্তা পরিবেশক |

image

আগেরদিনের মতো সপ্তাহের শেষ কার্যদিবসেও গতকাল সামান্য উত্থানে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। এদিন উভয় শেয়ারবাজারে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর বেশিরভাগের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। তবে টাকার পরিমাণে লেনদেন কিছুটা কমেছে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।

গতকাল প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৬.৬৪ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯৭৮.৭৭ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ০.৪৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১২৬.৩০ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক ৭.২৮ পয়েন্ট এবং সিডিএসইসি ৪.৩০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৭০১.১৯ এবং ১০০০.৮২ পয়েন্টে। ডিএসইতে এদিন টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৮৮০ কোটি ৫২ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের দিন থেকে ১ কোটি ২৯ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ৮৮১ কোটি ৮১ লাখ টাকার। এছাড়া ডিএসইতে গতকাল ৩৫৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৭২টির বা ৪৮.৩২ শতাংশ শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। দর কমেছে ১২৮টির বা ৫৮.৯৫ শতাংশের এবং ৫৬টি বা ১৫.৭৩ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তীত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৩৭.৮০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪২১৯.২৩ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৮১টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৫১টির, কমেছে ৯২টির এবং অপরিবর্তীত রয়েছে ৩৮টির দর। এছাড়া গতকাল সিএসইতে ২৭ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

এদিকে গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ২১টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ১৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর ৩০ লাখ ৫৫ হাজার ৭৭০টি শেয়ার ৮৯ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ১৯ কোটি ৯ লাখ ৭৩ হাজার টাকার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৩ কোটি ১৮ লাখ ৮৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে ওরিয়ন ফার্মার। দ্বিতীয় সর্বোচ্চ ২ কোটি ৮৮ লাখ ৪০ হাজার টাকার স্কয়ার ফার্মার এবং তৃতীয় সর্বোচ্চ ২ কোটি ৮৪ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে এসকে ট্রিমসের।

এছাড়া সিঙ্গার বিডির ৫২ লাখ ৮৩ হাজার টাকার, সী পার্লের ৪৮ লাখ ৮৯ হাজার টাকার, সন্ধানী ইন্স্যুরেন্সের ১১ লাখ ৩২ হাজার টাকার, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ১৫ লাখ ৫০ হাজার টাকার, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের ৪২ লাখ ৬২ হাজার টাকার, পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ৫৮ লাখ ৮১ হাজার টাকার, পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ৩৭ লাখ ৫৭ হাজার টাকার, এমএল ডাইংয়ের ২৭ লাখ টাকার, মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ১ কোটি ৩০ লাখ ৮০ হাজার টাকার, আইএফআইসি ব্যাংকের ৫৫ লাখ ১২ হাজার টাকার, গ্রামীণফোনের ১২ লাখ ৪০ হাজার টাকার, কনফিডেন্স সিমেন্টের ২ কোটি ৫৭ লাখ ৬০ হাজার টাকার, ব্র্যাক ব্যাংকের ১ কোটি ৫১ লাখ ৫৮ হাজার টাকার, বেক্সিমকো ফার্মার ১৩ লাখ ২০ হাজার টাকার, বিকন ফার্মার ৬৮ লাখ টাকার, বিডি ফাইন্যান্সের ১৪ লাখ ২৬ হাজার টাকার, অগ্রণী ইন্স্যুরেন্সের ৫ লাখ ৬ হাজার টাকার এবং এডিএন টেলিকমের ১৫ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।