কানাইঘাটে পাথর বোঝাই নৌকা আটকে রাখায় তীব্র উত্তেজনা ও অসন্তোষ

সহস্রাধিক শ্রমিকের মানবেতর জীবনযাপন

পাথর বোঝাই প্রায় ৫শ নৌকা দীর্ঘদিন ধরে আটক রাখায় তীব্র উত্তেজনা বিরাজ করছে কানাইঘাটের সহস্রাধিক নৌ শ্রমিকের মধ্যে। তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে সেখানে নৌকা নিয়ে গিয়েছিল পাথর আহরণ করতে। শ্রমিকদের অভিযােগ, তারা শুধু ব্যবসায়ীদের পাথর আহরণ করে ভাড়া নিয়ে থাকেন। তবে প্রায় দেড় মাস আগে কানাইঘাটের লোভা নদী এলাকায় পাথর আনতে গেলে তাদের নৌকা আটকিয়ে দেয় স্থানীয় প্রশাসন। ফলে তারা এখন মানবেতর জীবনযাপন করছে। ইতোমধ্যে তাদের নৌকাগুলো ছেড়ে দেয়ার দাবিতে ক্ষুব্ধ শ্রমিকরা উপজেলা ও থানা ভবন ঘেরাও করে। কিন্তু প্রশাসনের তরফ থেকে আশ্বাস দিলেও কোন সিদ্ধান্ত না হওয়ায় শ্রমিকদের মধ্যে আরও অসন্তোষের সৃষ্টি হয়েছে।

শ্রমিকরা জানায়, তারা প্রায় দেড় মাস পূর্বে ভাড়া হিসেবে লোভাছড়ায় বলগেট ও স্টিল নৌকা নিয়ে এসেছেন। এ সময় কানাইঘাট উপজেলার কোথাও প্রশাসন তাদের কোন ধরনের বাধা দেয়নি। এমনকি তাদের একেকটি নৌকায় পাথর লোড করতে ৩ থেকে ৪ দিন সময় লেগেছে, সে সময়ও তাদের কোন ধরনের বাধা দেয়া হয়নি। পরে তারা পাথর বোঝাই জাহাজ ও বলগেট লোভাছড়া থেকে ছেড়ে দিয়ে প্রায় ১২ কিলোমিটার অতিক্রম করে কানাইঘাট সদরে আসলে পুলিশ আইনি জটিলতার দোহাই দিয়ে তাদের প্রায় ৫ শতাধিক বলগেট ও স্টিল নৌকাগুলো আটক করে দেয়। এমতাবস্থায় দেড় থেকে দু’মাস ধরে তাদের খবর কেউ নিচ্ছে না। শ্রমিকরা পাথর মালিকদের ফোন দিলে তারা ফোন রিসিভ করছে না। যার কারণে তারা চরম বিপাকে পড়েছেন। বর্তমানে তাদের নৌকায় যেসব খাবার ছিল তাও শেষ হয়ে গেছে। তাদের সঙ্গে যে পরিমাণ টাকা ছিল তা দীর্ঘ সময়ে খরচ হয়ে গেছে।

আরও খবর

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২০ , ০৬ মহররম ১৪৪২, ০৭ আশ্বিন ১৪২৭

কানাইঘাটে পাথর বোঝাই নৌকা আটকে রাখায় তীব্র উত্তেজনা ও অসন্তোষ

সহস্রাধিক শ্রমিকের মানবেতর জীবনযাপন

প্রতিনিধি, সিলেট

পাথর বোঝাই প্রায় ৫শ নৌকা দীর্ঘদিন ধরে আটক রাখায় তীব্র উত্তেজনা বিরাজ করছে কানাইঘাটের সহস্রাধিক নৌ শ্রমিকের মধ্যে। তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে সেখানে নৌকা নিয়ে গিয়েছিল পাথর আহরণ করতে। শ্রমিকদের অভিযােগ, তারা শুধু ব্যবসায়ীদের পাথর আহরণ করে ভাড়া নিয়ে থাকেন। তবে প্রায় দেড় মাস আগে কানাইঘাটের লোভা নদী এলাকায় পাথর আনতে গেলে তাদের নৌকা আটকিয়ে দেয় স্থানীয় প্রশাসন। ফলে তারা এখন মানবেতর জীবনযাপন করছে। ইতোমধ্যে তাদের নৌকাগুলো ছেড়ে দেয়ার দাবিতে ক্ষুব্ধ শ্রমিকরা উপজেলা ও থানা ভবন ঘেরাও করে। কিন্তু প্রশাসনের তরফ থেকে আশ্বাস দিলেও কোন সিদ্ধান্ত না হওয়ায় শ্রমিকদের মধ্যে আরও অসন্তোষের সৃষ্টি হয়েছে।

শ্রমিকরা জানায়, তারা প্রায় দেড় মাস পূর্বে ভাড়া হিসেবে লোভাছড়ায় বলগেট ও স্টিল নৌকা নিয়ে এসেছেন। এ সময় কানাইঘাট উপজেলার কোথাও প্রশাসন তাদের কোন ধরনের বাধা দেয়নি। এমনকি তাদের একেকটি নৌকায় পাথর লোড করতে ৩ থেকে ৪ দিন সময় লেগেছে, সে সময়ও তাদের কোন ধরনের বাধা দেয়া হয়নি। পরে তারা পাথর বোঝাই জাহাজ ও বলগেট লোভাছড়া থেকে ছেড়ে দিয়ে প্রায় ১২ কিলোমিটার অতিক্রম করে কানাইঘাট সদরে আসলে পুলিশ আইনি জটিলতার দোহাই দিয়ে তাদের প্রায় ৫ শতাধিক বলগেট ও স্টিল নৌকাগুলো আটক করে দেয়। এমতাবস্থায় দেড় থেকে দু’মাস ধরে তাদের খবর কেউ নিচ্ছে না। শ্রমিকরা পাথর মালিকদের ফোন দিলে তারা ফোন রিসিভ করছে না। যার কারণে তারা চরম বিপাকে পড়েছেন। বর্তমানে তাদের নৌকায় যেসব খাবার ছিল তাও শেষ হয়ে গেছে। তাদের সঙ্গে যে পরিমাণ টাকা ছিল তা দীর্ঘ সময়ে খরচ হয়ে গেছে।