পাইকগাছা উপ-নির্বাচন আ’লীগ-বিএনপির দুই প্রার্থীর মনোনয়নপত্র জমা

আগামী ২০ অক্টোবর অনুষ্ঠিতব্য পাইকগাছা উপজেলা উপ-নির্বাচনে উৎসবমুখর পরিবেশে আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত দুজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বুধবার দুপুর ১টায় আওয়ামী লীগ মনোনীত আনোয়ার ইকবাল মন্টু ও ২টায় বিএনপির মনোনীত ডা. আব্দুল মজিদ উপজেলা নির্বাচন অফিসার কামালউদ্দীন আহম্মেদের কাছে মনোনয়ন পত্র জমা দেন। এ সময় আওয়ামী লীগের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য অ্যাড. সোহরাব আলী সানা, উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, সহসভাপতি সমীরণ সাধু, আনন্দ মোহন বিশ্বাস, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, প্রভাষক ময়নুল ইসলাম, অ্যাড. শেখ আবুল কালাম আজাদ ও কাজল কান্তি বিশ্বাস, কেএম আরিফুজ্জামান তুহিন। অপরদিকে, বেলা ২টায় বিএনপি মনোনীত প্রার্থী ডা. আব্দুল মজিদ মনোনয়নপত্র জমা দানের সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক শাহাদাৎ হোসেন ডাবলু, পৌর বিএনপি আহবায়ক অ্যাড. গাজী আব্দুস সাত্তার, সামছুল আলম পিন্টু, আসলাম পারভেজ, তুষার কান্তি মন্ডল, প্রনব কান্তি মণ্ডল, কলিঙ্গ রাজ, কামাল আহম্মেদ সেলিম নেওয়াজ, আবুল হোসেন ও সাদ্দাম হোসেন। গত ১৭ জুলাই তারিখে উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলীর মৃত্যুতে এ পদটি শূন্য হয়।

আরও খবর
তাড়াশে ৬শ’ হেক্টর রোপা আমন পানির নিচে : দিশেহারা কৃষক
তুলসীগঙ্গার ৬ কিমি. খননে দুই ইউপির কৃষকের ভাগ্য বদল
সুন্দরগঞ্জে মুজিব শতবর্ষে ৭৪ প্রা. স্কুলে শহীদ মিনার
প্রতারণা করে ১২ বিয়ে মাইক্রো চালকের
বাঁশখালীতে কাউন্সিলরসহ ৯ জনের বাদীকে মামলা মামলা তুলতে বাদিকে হত্যার হুমকি
উচ্ছেদ আতঙ্কে আরও ৭০ দরিদ্র হিন্দু পরিবার
শত্রুতার জেরে দোকানে তালা : ২০ লক্ষাধিক টাকার ওষুধ নষ্ট হওয়ার উপক্রম
বালিয়াকান্দিতে এক কিশোরের আত্মহত্যা
শিকদারবাজার মডেল উচ্চ বিদ্যালয় মেঘনার ভাঙনে বিলীনের আশঙ্কা
মোরেলগঞ্জে কৃষকের খড়ের গাদায় অগ্নিসংযোগ
উগ্রবাদ সহিংসতা প্রতিরোধে ভূমিকা রাখছেন সাংবাদিকরা
তাড়াশে সড়কে ঝরল মাদ্রাসাছাত্র

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২০ , ০৬ মহররম ১৪৪২, ০৭ আশ্বিন ১৪২৭

পাইকগাছা উপ-নির্বাচন আ’লীগ-বিএনপির দুই প্রার্থীর মনোনয়নপত্র জমা

প্রতিনিধি, পাইকগাছা (খুলনা)

আগামী ২০ অক্টোবর অনুষ্ঠিতব্য পাইকগাছা উপজেলা উপ-নির্বাচনে উৎসবমুখর পরিবেশে আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত দুজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বুধবার দুপুর ১টায় আওয়ামী লীগ মনোনীত আনোয়ার ইকবাল মন্টু ও ২টায় বিএনপির মনোনীত ডা. আব্দুল মজিদ উপজেলা নির্বাচন অফিসার কামালউদ্দীন আহম্মেদের কাছে মনোনয়ন পত্র জমা দেন। এ সময় আওয়ামী লীগের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য অ্যাড. সোহরাব আলী সানা, উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, সহসভাপতি সমীরণ সাধু, আনন্দ মোহন বিশ্বাস, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, প্রভাষক ময়নুল ইসলাম, অ্যাড. শেখ আবুল কালাম আজাদ ও কাজল কান্তি বিশ্বাস, কেএম আরিফুজ্জামান তুহিন। অপরদিকে, বেলা ২টায় বিএনপি মনোনীত প্রার্থী ডা. আব্দুল মজিদ মনোনয়নপত্র জমা দানের সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক শাহাদাৎ হোসেন ডাবলু, পৌর বিএনপি আহবায়ক অ্যাড. গাজী আব্দুস সাত্তার, সামছুল আলম পিন্টু, আসলাম পারভেজ, তুষার কান্তি মন্ডল, প্রনব কান্তি মণ্ডল, কলিঙ্গ রাজ, কামাল আহম্মেদ সেলিম নেওয়াজ, আবুল হোসেন ও সাদ্দাম হোসেন। গত ১৭ জুলাই তারিখে উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলীর মৃত্যুতে এ পদটি শূন্য হয়।