সুন্দরগঞ্জে মুজিব শতবর্ষে ৭৪ প্রা. স্কুলে শহীদ মিনার

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় মুজিব শতবর্ষ উপলক্ষে উপজেলা শিক্ষা কমিটির সিদ্ধান্ত মোতাবেক সরকারি বরাদ্দের মাধ্যমে ৭৪ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণ হচ্ছে। ইতোমধ্যে সব প্রতিষ্ঠানের শহীদ মিনার নির্মাণকাজ প্রায় শেষ হয়ে গেছে। উপজেলার ২৫৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১০৮টি বিদ্যালয়ের বিপরীতে গত ২০১৯-২০২০ অর্থবছরে সংস্কার, মেরামত ও অবকাঠামো উন্নয়নমূলক কাজের জন্য ১ কোটি ৯৬ লাখ টাকা বরাদ্দ দেয়। এর মধ্যে ৬৮টি স্কুলের প্রত্যেকটির বিপরীতে ২ লাখ করে এবং ৪০টি স্কুলের প্রত্যেকটির বিপরীতে ১ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ রয়েছে। উপজেলার বেশিরভাগ শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার নাই। এছাড়া মুজিব শতবর্ষের আলোচনার সিদ্ধান্ত মোতাবেক যে সব প্রতিষ্ঠানে শহীদ মিনার নাই সে সব প্রতিষ্ঠানে শহীদ নির্মাণের সিদ্ধান্ত চূড়ান্ত হয়। শান্তিরাম হাজী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালযের প্রধান শিক্ষক শাহজান মিয়া জানান একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান উপকরণ হল শহীদ মিনার। সে কারণে শহীদ নির্মাণ করণের সিদ্ধান্তটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এলাকার অভিজ্ঞ মহল এবং অভিভাবক এনিয়ে মহাখুশি। বেলকা মনিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সাইফুল ইসলাম জানান তার বিদ্যালয়ে শহীদ মিনার রয়েছে। সে কারনে সংস্কারের টাকা দিয়ে তিনি পতাকা স্ট্যান্ড এবং শহীদ মিনার মেরামত করেছেন। তিনি বলেন প্রতিটি বিদ্যালয়ে শহীদ মিনার অত্যন্ত আবশ্যক। কারন বিভিন্ন স্মরণীয় বরনীয় দিবসগুলো পালন করতে গেলে শহীদ মিনার ছাড়া অনুষ্ঠান করা বেমানান দেখায়। উপজেলা শিক্ষা অধিদপ্তরের এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানাতে হয়। উপজেলা শিক্ষা অফিসার এ কে এম হারুর-উর রশিদ জানান মুজিব শতবর্ষের আলোচনার সিদ্ধান্ত মোতাবেক যে সব প্রতিষ্ঠানে শহীদ মিনার নাই সে সব প্রতিষ্ঠানে সংস্কারের টাকা দিয়ে শহীদ মিনার নির্মাণ করা হবে। সে মোতাবেক শহীদ মিনার নির্মাণ হচ্ছে। ইতোমধ্যে ৭৪টি প্রতিষ্ঠানের শহীদ মিনার নির্মাণকাজ প্রায় শেষ হয়েছে।

image
আরও খবর
তাড়াশে ৬শ’ হেক্টর রোপা আমন পানির নিচে : দিশেহারা কৃষক
তুলসীগঙ্গার ৬ কিমি. খননে দুই ইউপির কৃষকের ভাগ্য বদল
পাইকগাছা উপ-নির্বাচন আ’লীগ-বিএনপির দুই প্রার্থীর মনোনয়নপত্র জমা
প্রতারণা করে ১২ বিয়ে মাইক্রো চালকের
বাঁশখালীতে কাউন্সিলরসহ ৯ জনের বাদীকে মামলা মামলা তুলতে বাদিকে হত্যার হুমকি
উচ্ছেদ আতঙ্কে আরও ৭০ দরিদ্র হিন্দু পরিবার
শত্রুতার জেরে দোকানে তালা : ২০ লক্ষাধিক টাকার ওষুধ নষ্ট হওয়ার উপক্রম
বালিয়াকান্দিতে এক কিশোরের আত্মহত্যা
শিকদারবাজার মডেল উচ্চ বিদ্যালয় মেঘনার ভাঙনে বিলীনের আশঙ্কা
মোরেলগঞ্জে কৃষকের খড়ের গাদায় অগ্নিসংযোগ
উগ্রবাদ সহিংসতা প্রতিরোধে ভূমিকা রাখছেন সাংবাদিকরা
তাড়াশে সড়কে ঝরল মাদ্রাসাছাত্র

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২০ , ০৬ মহররম ১৪৪২, ০৭ আশ্বিন ১৪২৭

সুন্দরগঞ্জে মুজিব শতবর্ষে ৭৪ প্রা. স্কুলে শহীদ মিনার

প্রতিনিধি, সুন্দরগঞ্জ (গাইবান্ধা)

image

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় মুজিব শতবর্ষ উপলক্ষে উপজেলা শিক্ষা কমিটির সিদ্ধান্ত মোতাবেক সরকারি বরাদ্দের মাধ্যমে ৭৪ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণ হচ্ছে। ইতোমধ্যে সব প্রতিষ্ঠানের শহীদ মিনার নির্মাণকাজ প্রায় শেষ হয়ে গেছে। উপজেলার ২৫৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১০৮টি বিদ্যালয়ের বিপরীতে গত ২০১৯-২০২০ অর্থবছরে সংস্কার, মেরামত ও অবকাঠামো উন্নয়নমূলক কাজের জন্য ১ কোটি ৯৬ লাখ টাকা বরাদ্দ দেয়। এর মধ্যে ৬৮টি স্কুলের প্রত্যেকটির বিপরীতে ২ লাখ করে এবং ৪০টি স্কুলের প্রত্যেকটির বিপরীতে ১ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ রয়েছে। উপজেলার বেশিরভাগ শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার নাই। এছাড়া মুজিব শতবর্ষের আলোচনার সিদ্ধান্ত মোতাবেক যে সব প্রতিষ্ঠানে শহীদ মিনার নাই সে সব প্রতিষ্ঠানে শহীদ নির্মাণের সিদ্ধান্ত চূড়ান্ত হয়। শান্তিরাম হাজী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালযের প্রধান শিক্ষক শাহজান মিয়া জানান একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান উপকরণ হল শহীদ মিনার। সে কারণে শহীদ নির্মাণ করণের সিদ্ধান্তটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এলাকার অভিজ্ঞ মহল এবং অভিভাবক এনিয়ে মহাখুশি। বেলকা মনিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সাইফুল ইসলাম জানান তার বিদ্যালয়ে শহীদ মিনার রয়েছে। সে কারনে সংস্কারের টাকা দিয়ে তিনি পতাকা স্ট্যান্ড এবং শহীদ মিনার মেরামত করেছেন। তিনি বলেন প্রতিটি বিদ্যালয়ে শহীদ মিনার অত্যন্ত আবশ্যক। কারন বিভিন্ন স্মরণীয় বরনীয় দিবসগুলো পালন করতে গেলে শহীদ মিনার ছাড়া অনুষ্ঠান করা বেমানান দেখায়। উপজেলা শিক্ষা অধিদপ্তরের এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানাতে হয়। উপজেলা শিক্ষা অফিসার এ কে এম হারুর-উর রশিদ জানান মুজিব শতবর্ষের আলোচনার সিদ্ধান্ত মোতাবেক যে সব প্রতিষ্ঠানে শহীদ মিনার নাই সে সব প্রতিষ্ঠানে সংস্কারের টাকা দিয়ে শহীদ মিনার নির্মাণ করা হবে। সে মোতাবেক শহীদ মিনার নির্মাণ হচ্ছে। ইতোমধ্যে ৭৪টি প্রতিষ্ঠানের শহীদ মিনার নির্মাণকাজ প্রায় শেষ হয়েছে।