উচ্ছেদ আতঙ্কে আরও ৭০ দরিদ্র হিন্দু পরিবার

চট্টগ্রামের ৭০টি হতদরিদ্র সংখ্যালঘু পরিবার উচ্ছেদ আতংকে দিনাতিপাত করছে। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক সম্প্রসারণের কাজ শুরু করার পরিকল্পনার অংশ হিসেবে নতুন করে ভূমি অধিগ্রহণের কার্যক্রমে জেলার পটিয়ার ৭ নং ওয়ার্ডের ভাটিখাইনের এসব হতদরিদ্র পরিবারের বাড়িঘর বিলীন হওয়ার ধারণায় প্রতিনিয়ত আজানা আতঙ্কে তাদের কুড়ে কুড়ে খাচ্ছে। একই সঙ্গে ওই স্থানের লোকনাথ ও কালি মন্দিরের অধিগ্রহণের তালিকায় থাকায় ভক্তদের মাঝেও উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে। এ বিষয়ে মন্দির কমিটির পক্ষ থেকে চট্টগ্রাম জেলা প্রশাসককে স্মারকলিপিও দেয়া হয়েছে।

জানা গেছে, ভাটিখাইনের ৭ নং ওয়ার্ডের বাইপাসের দক্ষিণ পাশে দীর্ঘদিনের লোকনাথ মন্দির, কালি মন্দির ও সনাতন ধর্মালম্বী ৭০টি পরিবার রয়েছে। এক সময় পটিয়া বাইপাস বাক সরলীকরণ প্রকল্পে ভূমি অধিগ্রহণে এক প্রভাবশালীর ব্যক্তির জায়গা রক্ষা করতে সড়ক বাঁকা করে উত্তর পাশের তাদের বসতবাড়ি হরাতে হয়েছে। বর্তমানে যে অংশটুকু আছে সেখানে বসবাস করে আসলেও উক্ত বাইপাস সড়ক প্রসারের লক্ষ্যে পুনরায় উত্তর পাশের প্রভাবশালী ব্যক্তির খালি জায়গা রক্ষা করে পূর্বের ন্যায় সড়ক বাঁকা করে দক্ষিণ পাশের ৭০টি সনাতন ধর্মালম্বীদের ঘর বাড়ি অধিগ্রহণে পরিমাপ শুরু করেছে। এতে স্থানীয় লোকনাথ ও কালি মন্দিরসহ ৭০টি হতদরিদ্র হিন্দু পরিবার তাদের ভিটেবাড়ি হারাবে বলে জানান লোকনাথ মন্দির পরিচালনা কমিটির সভাপতি বাহাদুর দাশ। কমিটির সাধারণ সম্পাদক রানা সেন গুপ্ত বলেন, উক্ত বাইপাসের উত্তরে খালি জায়গা থাকা সত্ত্বেও দক্ষিণ পাশে সনাতন ধর্মাবলম্বীদের মন্দির ও বাড়িঘরগুলো উচ্ছেদের লক্ষ্যে জায়গা পরিমাপ করছে। উত্তর পাশের খালি জায়গাগুলো অধিগ্রহণ করলে সড়কটি সরু হবার পাশাপাশি ৭০টি পরিবার বসবাসের সুযোগ পাবে।

আরও খবর
তাড়াশে ৬শ’ হেক্টর রোপা আমন পানির নিচে : দিশেহারা কৃষক
তুলসীগঙ্গার ৬ কিমি. খননে দুই ইউপির কৃষকের ভাগ্য বদল
পাইকগাছা উপ-নির্বাচন আ’লীগ-বিএনপির দুই প্রার্থীর মনোনয়নপত্র জমা
সুন্দরগঞ্জে মুজিব শতবর্ষে ৭৪ প্রা. স্কুলে শহীদ মিনার
প্রতারণা করে ১২ বিয়ে মাইক্রো চালকের
বাঁশখালীতে কাউন্সিলরসহ ৯ জনের বাদীকে মামলা মামলা তুলতে বাদিকে হত্যার হুমকি
শত্রুতার জেরে দোকানে তালা : ২০ লক্ষাধিক টাকার ওষুধ নষ্ট হওয়ার উপক্রম
বালিয়াকান্দিতে এক কিশোরের আত্মহত্যা
শিকদারবাজার মডেল উচ্চ বিদ্যালয় মেঘনার ভাঙনে বিলীনের আশঙ্কা
মোরেলগঞ্জে কৃষকের খড়ের গাদায় অগ্নিসংযোগ
উগ্রবাদ সহিংসতা প্রতিরোধে ভূমিকা রাখছেন সাংবাদিকরা
তাড়াশে সড়কে ঝরল মাদ্রাসাছাত্র

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২০ , ০৬ মহররম ১৪৪২, ০৭ আশ্বিন ১৪২৭

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রকল্প

উচ্ছেদ আতঙ্কে আরও ৭০ দরিদ্র হিন্দু পরিবার

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামের ৭০টি হতদরিদ্র সংখ্যালঘু পরিবার উচ্ছেদ আতংকে দিনাতিপাত করছে। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক সম্প্রসারণের কাজ শুরু করার পরিকল্পনার অংশ হিসেবে নতুন করে ভূমি অধিগ্রহণের কার্যক্রমে জেলার পটিয়ার ৭ নং ওয়ার্ডের ভাটিখাইনের এসব হতদরিদ্র পরিবারের বাড়িঘর বিলীন হওয়ার ধারণায় প্রতিনিয়ত আজানা আতঙ্কে তাদের কুড়ে কুড়ে খাচ্ছে। একই সঙ্গে ওই স্থানের লোকনাথ ও কালি মন্দিরের অধিগ্রহণের তালিকায় থাকায় ভক্তদের মাঝেও উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে। এ বিষয়ে মন্দির কমিটির পক্ষ থেকে চট্টগ্রাম জেলা প্রশাসককে স্মারকলিপিও দেয়া হয়েছে।

জানা গেছে, ভাটিখাইনের ৭ নং ওয়ার্ডের বাইপাসের দক্ষিণ পাশে দীর্ঘদিনের লোকনাথ মন্দির, কালি মন্দির ও সনাতন ধর্মালম্বী ৭০টি পরিবার রয়েছে। এক সময় পটিয়া বাইপাস বাক সরলীকরণ প্রকল্পে ভূমি অধিগ্রহণে এক প্রভাবশালীর ব্যক্তির জায়গা রক্ষা করতে সড়ক বাঁকা করে উত্তর পাশের তাদের বসতবাড়ি হরাতে হয়েছে। বর্তমানে যে অংশটুকু আছে সেখানে বসবাস করে আসলেও উক্ত বাইপাস সড়ক প্রসারের লক্ষ্যে পুনরায় উত্তর পাশের প্রভাবশালী ব্যক্তির খালি জায়গা রক্ষা করে পূর্বের ন্যায় সড়ক বাঁকা করে দক্ষিণ পাশের ৭০টি সনাতন ধর্মালম্বীদের ঘর বাড়ি অধিগ্রহণে পরিমাপ শুরু করেছে। এতে স্থানীয় লোকনাথ ও কালি মন্দিরসহ ৭০টি হতদরিদ্র হিন্দু পরিবার তাদের ভিটেবাড়ি হারাবে বলে জানান লোকনাথ মন্দির পরিচালনা কমিটির সভাপতি বাহাদুর দাশ। কমিটির সাধারণ সম্পাদক রানা সেন গুপ্ত বলেন, উক্ত বাইপাসের উত্তরে খালি জায়গা থাকা সত্ত্বেও দক্ষিণ পাশে সনাতন ধর্মাবলম্বীদের মন্দির ও বাড়িঘরগুলো উচ্ছেদের লক্ষ্যে জায়গা পরিমাপ করছে। উত্তর পাশের খালি জায়গাগুলো অধিগ্রহণ করলে সড়কটি সরু হবার পাশাপাশি ৭০টি পরিবার বসবাসের সুযোগ পাবে।