শিশুতোষ চলচ্চিত্রে আজিজুল হাকিম

চলতি বছরের শুরুতে আবারও সরকারি অনুদানের ছবিতে নাম লেখান অভিনেতা আজিজুল হাকিম। ‘মিঠুর একাত্তর যাত্রা’ নামের শিশুতোষ এ ছবিটি পরিচালনা করেছেন জাহিদ শাওন। করোনাভাইরাসের প্রকোপের আগেই এর শুটিং করেছেন এ অভিনেতা। মঞ্চ ও টিভি নাটকের দক্ষ অভিনেতা আজিজুল হাকিম মাঝে মধ্যে ছবিতেও অভিনয় করেন। দুই বছর আগে সাইফুল ইসলাম মান্নুর পরিচালনায় ‘পুত্র’ নামের একটি সরকারি অনুদানের ছবিতে অভিনয় করেছিলেন। চলতি সপ্তাহে এর ডাবিংয়ের কাজও শেষ করেছেন। ছবিতে নাম ভূমিকায় মিঠুর বাবার চরিত্রে অভিনয় করেন আজিজুল হাকিম। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এ ছবির গল্প মুক্তিযুদ্ধের সময়ের। শিশুতোষ ছবি হলেও এতে সুন্দর শিক্ষণীয় একটি গল্প আছে। সব মিলিয়ে একটি ভালো কাজ হয়েছে এটি। দর্শক আগ্রহ নিয়েই ছবিটি দেখবেন বলে আমার বিশ্বাস।’ এদিকে দীর্ঘদিন ঘরবন্দি থাকার পর সম্প্রতি নাটকেও অভিনয় শুরু করেছেন আজিজুল হাকিম। বর্তমানে কায়সার আহমেদের পরিচালনায় ‘গোলমাল’ এবং ফিরোজ কবির ডলারের ‘দেনা পাওনা’ নামের দুটি দীর্ঘ ধারাবাহিক নাটকে অভিনয় করছেন তিনি। আগামী মাসে আরও নতুন দুটি ধারাবাহিক নাটকের কাজ শুরু করবেন বলে জানিয়েছেন।

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২০ , ০৬ মহররম ১৪৪২, ০৭ আশ্বিন ১৪২৭

শিশুতোষ চলচ্চিত্রে আজিজুল হাকিম

বিনোদন প্রতিবেদক |

image

চলতি বছরের শুরুতে আবারও সরকারি অনুদানের ছবিতে নাম লেখান অভিনেতা আজিজুল হাকিম। ‘মিঠুর একাত্তর যাত্রা’ নামের শিশুতোষ এ ছবিটি পরিচালনা করেছেন জাহিদ শাওন। করোনাভাইরাসের প্রকোপের আগেই এর শুটিং করেছেন এ অভিনেতা। মঞ্চ ও টিভি নাটকের দক্ষ অভিনেতা আজিজুল হাকিম মাঝে মধ্যে ছবিতেও অভিনয় করেন। দুই বছর আগে সাইফুল ইসলাম মান্নুর পরিচালনায় ‘পুত্র’ নামের একটি সরকারি অনুদানের ছবিতে অভিনয় করেছিলেন। চলতি সপ্তাহে এর ডাবিংয়ের কাজও শেষ করেছেন। ছবিতে নাম ভূমিকায় মিঠুর বাবার চরিত্রে অভিনয় করেন আজিজুল হাকিম। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এ ছবির গল্প মুক্তিযুদ্ধের সময়ের। শিশুতোষ ছবি হলেও এতে সুন্দর শিক্ষণীয় একটি গল্প আছে। সব মিলিয়ে একটি ভালো কাজ হয়েছে এটি। দর্শক আগ্রহ নিয়েই ছবিটি দেখবেন বলে আমার বিশ্বাস।’ এদিকে দীর্ঘদিন ঘরবন্দি থাকার পর সম্প্রতি নাটকেও অভিনয় শুরু করেছেন আজিজুল হাকিম। বর্তমানে কায়সার আহমেদের পরিচালনায় ‘গোলমাল’ এবং ফিরোজ কবির ডলারের ‘দেনা পাওনা’ নামের দুটি দীর্ঘ ধারাবাহিক নাটকে অভিনয় করছেন তিনি। আগামী মাসে আরও নতুন দুটি ধারাবাহিক নাটকের কাজ শুরু করবেন বলে জানিয়েছেন।