চ্যানেল আইয়ের ২২তম জন্মদিনে ‘পালকী’র বিশেষ পর্ব

আগামী ১ অক্টোবর চ্যানেল আইয়ের ২২তম জন্মদিন। জন্মদিন উপলক্ষে চ্যানেলটিতে প্রচার চলতি সঙ্গীতবিষয়ক অনুষ্ঠান ‘পালকী’র বিশেষ পর্ব নির্মিত হয়েছে। জামাল রেজার পরিচালনায় ও দিঠি আনোয়ারের উপস্থাপনায় ‘পালকী’র বিশেষ এই পর্বগুলোতে অংশ নিয়েছেন সোহেল মেহেদী, চম্পা বনিক, সাব্বির জামান, জিনিয়া জাফরিন লুইপা, মোমিন বিশ^াসসহ আরও অনেকেই। যথারীতি পালকী’ অনুষ্ঠান মূলত যাকে ঘিরে নির্মিত সেই প্রখ্যাত একুশে পদকপ্রাপ্ত গীতিকার, চলচ্চিত্র পরিচালক, কাহিনীকার, প্রযোজক গাজী মাজহারুল আনোয়ারও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। গাজী মাজহারুল আনোয়ার বলেন, ‘আমার লেখা জনপ্রিয় গানগুলোই সাধারণত শুরুতে শিল্পীরা গাইতো। কিন্তু এমন কিছু গান রয়েছে যা শ্রোতারা খুব কমই শুনেছেন। সেই গানগুলোও এখন শিল্পীরা এখন নিজেদের কণ্ঠে তুলে নিচ্ছেন। তাতে করে অপ্রচলিত গানগুলোও শ্রোতা দর্শকেরা নতুন করে শুনছেন।’ দিঠি আনোয়ার বলেন, ‘এটা আমার পরম সৌভাগ্য যে আমার বাবার লেখা গানকে নিয়ে অনুষ্ঠানে আমি উপস্থাপনা করতে পারছি। সত্যি বলতে কী বিভিন্ন সিনেমার, গানের গল্প আমি আব্বুর কাছ থেকে ছোটবেলা থেকেই শুনে এসেছি। তাই যখন পালকী’তে শিল্পীরা গানগুলো পরিবেশন করেন, প্রত্যেকটি গানেরই গল্প আমার চোখে ভেসে উঠে। তাই উপস্থাপনাও করতে আমি ভীষণ স্বাচ্ছন্দ্যবোধ করি।’ অনুষ্ঠানে অংশগ্রহণ প্রসঙ্গে লুইপা বলেন, ‘আমার ভীষণ সৌভাগ্য যে শ্রদ্ধেয় গাজী মাজহারুল আনোয়ার স্যারের লেখা মৌলিক একটি গান গাইতে পেরেছি। আর পালকী’র কারণে তার লেখা জনপ্রিয় গানগুলো গাইতে পারছি নতুন করে নতুন আয়োজনে, এটা আসলে শিল্পী হিসেবে সত্যিই অনেক বড় প্রাপ্তি। একজন শ্রদ্ধেয় গাজী মাজহারুল আনোয়ার আমাদের দেশের সত্যিকারের কিংবদন্তী, তাই সবসময়ই তার প্রতি গভীর শ্রদ্ধা, ভালোবাসা।’ পালকীর পরিচালক জামাল রেজা জানান এরইমধ্যে একটি পর্ব গতকাল প্রচার হয়েছে। বাকিগুলো শিগগিরই প্রচার হবে। এদিকে দিঠি আনোয়ার নিয়মিত মাছরাঙ্গা টিভি, দেশ টিভি ও আরটিভিতে উপস্থাপনা করছেন। এরইমধ্যে নতুন একটি গানও গেয়েছেন তিনি। গানটি লিখেছেন শাখাওয়াত হোসেন মারুফ এবং সুরও করেছেন তিনি। গানটির কথা হলো ‘একটা কথা হয়নি বলা’। গানটির সঙ্গীতায়োজন এব দিঠি’র সঙ্গে গেয়েছেন ইউসুফ আহমেদ খান। আর এই গানেই প্রথমবারের মতো মডেল হয়েছেন উপস্থাপিকা শান্তা জাহান।

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২০ , ০৬ মহররম ১৪৪২, ০৭ আশ্বিন ১৪২৭

চ্যানেল আইয়ের ২২তম জন্মদিনে ‘পালকী’র বিশেষ পর্ব

বিনোদন প্রতিবেদক |

image

আগামী ১ অক্টোবর চ্যানেল আইয়ের ২২তম জন্মদিন। জন্মদিন উপলক্ষে চ্যানেলটিতে প্রচার চলতি সঙ্গীতবিষয়ক অনুষ্ঠান ‘পালকী’র বিশেষ পর্ব নির্মিত হয়েছে। জামাল রেজার পরিচালনায় ও দিঠি আনোয়ারের উপস্থাপনায় ‘পালকী’র বিশেষ এই পর্বগুলোতে অংশ নিয়েছেন সোহেল মেহেদী, চম্পা বনিক, সাব্বির জামান, জিনিয়া জাফরিন লুইপা, মোমিন বিশ^াসসহ আরও অনেকেই। যথারীতি পালকী’ অনুষ্ঠান মূলত যাকে ঘিরে নির্মিত সেই প্রখ্যাত একুশে পদকপ্রাপ্ত গীতিকার, চলচ্চিত্র পরিচালক, কাহিনীকার, প্রযোজক গাজী মাজহারুল আনোয়ারও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। গাজী মাজহারুল আনোয়ার বলেন, ‘আমার লেখা জনপ্রিয় গানগুলোই সাধারণত শুরুতে শিল্পীরা গাইতো। কিন্তু এমন কিছু গান রয়েছে যা শ্রোতারা খুব কমই শুনেছেন। সেই গানগুলোও এখন শিল্পীরা এখন নিজেদের কণ্ঠে তুলে নিচ্ছেন। তাতে করে অপ্রচলিত গানগুলোও শ্রোতা দর্শকেরা নতুন করে শুনছেন।’ দিঠি আনোয়ার বলেন, ‘এটা আমার পরম সৌভাগ্য যে আমার বাবার লেখা গানকে নিয়ে অনুষ্ঠানে আমি উপস্থাপনা করতে পারছি। সত্যি বলতে কী বিভিন্ন সিনেমার, গানের গল্প আমি আব্বুর কাছ থেকে ছোটবেলা থেকেই শুনে এসেছি। তাই যখন পালকী’তে শিল্পীরা গানগুলো পরিবেশন করেন, প্রত্যেকটি গানেরই গল্প আমার চোখে ভেসে উঠে। তাই উপস্থাপনাও করতে আমি ভীষণ স্বাচ্ছন্দ্যবোধ করি।’ অনুষ্ঠানে অংশগ্রহণ প্রসঙ্গে লুইপা বলেন, ‘আমার ভীষণ সৌভাগ্য যে শ্রদ্ধেয় গাজী মাজহারুল আনোয়ার স্যারের লেখা মৌলিক একটি গান গাইতে পেরেছি। আর পালকী’র কারণে তার লেখা জনপ্রিয় গানগুলো গাইতে পারছি নতুন করে নতুন আয়োজনে, এটা আসলে শিল্পী হিসেবে সত্যিই অনেক বড় প্রাপ্তি। একজন শ্রদ্ধেয় গাজী মাজহারুল আনোয়ার আমাদের দেশের সত্যিকারের কিংবদন্তী, তাই সবসময়ই তার প্রতি গভীর শ্রদ্ধা, ভালোবাসা।’ পালকীর পরিচালক জামাল রেজা জানান এরইমধ্যে একটি পর্ব গতকাল প্রচার হয়েছে। বাকিগুলো শিগগিরই প্রচার হবে। এদিকে দিঠি আনোয়ার নিয়মিত মাছরাঙ্গা টিভি, দেশ টিভি ও আরটিভিতে উপস্থাপনা করছেন। এরইমধ্যে নতুন একটি গানও গেয়েছেন তিনি। গানটি লিখেছেন শাখাওয়াত হোসেন মারুফ এবং সুরও করেছেন তিনি। গানটির কথা হলো ‘একটা কথা হয়নি বলা’। গানটির সঙ্গীতায়োজন এব দিঠি’র সঙ্গে গেয়েছেন ইউসুফ আহমেদ খান। আর এই গানেই প্রথমবারের মতো মডেল হয়েছেন উপস্থাপিকা শান্তা জাহান।