ক্ষতিগ্রস্ত ৩৫ পরিবারের প্রত্যেককে ৫ লাখ টাকা করে সহায়তা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল নারায়ণগঞ্জ সদর উপজেলার একটি মসজিদে এয়ার কন্ডিশনার (এসি) বিস্ফোরণে নিহত ও আহত ৩৫টি ক্ষতিগ্রস্ত পরিবারকে ১ কোটি ৭৫ লাখ টাকা অর্থ সহায়তা প্রদান করেছেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, ভয়াবহ বিস্ফোরণে নিহত ও আহত ৩৫ পরিবারের প্রত্যেকটিকে ৫ লাখ টাকা করে নগদ সহায়তা প্রদান করা হয়েছে।

তিনি জানান, নারায়ণগঞ্জের জেলা প্রশাসককে প্রধানমন্ত্রীর অনুদানের চেকগুলো ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে হস্তান্তরের নির্দেশ দেয়া হয়েছে।

গত ৪ সেপ্টেম্বর রাত ৮টা ৪৫ মিনিটে ফতুল্লার পশ্চিম তল্লার বাইতুস সালাহ জামে মসজিদে এশার নামাজের পর বিস্ফোরণে ৩৩ জন নিহত এবং বেশ কয়েকজন গুরুতর আহত হন।

আরও খবর
বিতরণ হলো না ৪ মাসেও
রাজশাহীর একমাত্র করোনা বিশেষায়িত হাসপাতাল বন্ধ
হেরে গেলে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি দিতে অস্বীকার ট্রাম্পের
দেশে করোনায় একদিনে মৃত্যু ২৮ শনাক্ত ১৫৪০
অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের নবম শ্রেণীতে উত্তীর্ণ করতে মূল্যায়ন সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে
যেভাবে কাটার রাসেলের উত্থান
ওয়াসার এমডির নিয়োগ প্রক্রিয়া চ্যালেঞ্জ করে রিট
অনুমোদনের দু’বছর পরও কাজ শুরু হয়নি
পাপিয়া দম্পতির যাবজ্জীবন চায় রাষ্ট্রপক্ষ
৩৪ ইন্সপেক্টরকে একযোগে বদলি
ড্রাইভার মালেক বিদেশেও বিপুল অর্থ পাচার করেছে
মিথ্যা স্বীকারোক্তি আদায় সংক্রান্ত বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২০ , ০৬ মহররম ১৪৪২, ০৭ আশ্বিন ১৪২৭

না’গঞ্জে বিস্ফোরণে

ক্ষতিগ্রস্ত ৩৫ পরিবারের প্রত্যেককে ৫ লাখ টাকা করে সহায়তা প্রধানমন্ত্রীর

বাসস

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল নারায়ণগঞ্জ সদর উপজেলার একটি মসজিদে এয়ার কন্ডিশনার (এসি) বিস্ফোরণে নিহত ও আহত ৩৫টি ক্ষতিগ্রস্ত পরিবারকে ১ কোটি ৭৫ লাখ টাকা অর্থ সহায়তা প্রদান করেছেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, ভয়াবহ বিস্ফোরণে নিহত ও আহত ৩৫ পরিবারের প্রত্যেকটিকে ৫ লাখ টাকা করে নগদ সহায়তা প্রদান করা হয়েছে।

তিনি জানান, নারায়ণগঞ্জের জেলা প্রশাসককে প্রধানমন্ত্রীর অনুদানের চেকগুলো ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে হস্তান্তরের নির্দেশ দেয়া হয়েছে।

গত ৪ সেপ্টেম্বর রাত ৮টা ৪৫ মিনিটে ফতুল্লার পশ্চিম তল্লার বাইতুস সালাহ জামে মসজিদে এশার নামাজের পর বিস্ফোরণে ৩৩ জন নিহত এবং বেশ কয়েকজন গুরুতর আহত হন।