বাজারে নচ ডিসপ্লের ডুয়াল ক্যামেরার ওয়ালটন স্মার্টফোন ‘প্রিমো জিএইচনাইন’

সাশ্রয়ী মূল্যের আরেকটি নতুন স্মার্টফোন বাজারে ছেড়েছে প্রযুক্তিপণ্যের দেশীয় নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন। যার মডেল ‘প্রিমো জিএইচনাইন’। ফোনটিতে ৬.১ ইঞ্চির এইচডি প্লাস নচ ডিসপ্লে, ডুয়াল রিয়ার ক্যামেরা, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ফুল ফিচারড অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমসহ আকর্ষণীয় বিভিন্ন ফিচার রয়েছে। ওয়ালটন সেল্যুলার ফোন বিক্রয় বিভাগের প্রধান আসিফুর রহমান খান বলেন, এন্ট্রি লেভেলের ক্রেতাদের চাহিদা ও প্রয়োজনীয়তা বিবেচনায় ‘প্রিমো জিএইচনাইন’ মডেলটি বাজারে ছাড়া হয়েছে। ৮.৬ মিমি পুরুত্বের ফোনটি ব্ল্যাক, স্কাই ব্লু, ওশেন গ্রিন এবং ডিপ ব্লু এই চারটি রঙে বাজারে এসেছে। দেশের সব ওয়ালটন প্লাজা, মোবাইল ব্র্যান্ড ও রিটেইল আউটলেটের পাশাপাশি ঘরে বসে অনলাইনে ই-প্লাজা থেকে ফোনটি কেনা যাবে। ফোনটির অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে ১২ ন্যানোমিটারের ১.৮ গিগাহার্জ গতির এআরএম কর্টেক্স-এ৫৩ কোয়াডকোর প্রসেসর, পাওয়ার ভিআর জিই৮৩০০ গ্রাফিক্স, ২ গিগাবাইট র‌্যাম, ২৫৬ জিবি মাইক্রো এসডি কার্ড সাপোর্টসহ ১৬ জিবি অভ্যন্তরীণ মেমোরি, এলইডি ফ্ল্যাশযুক্ত এফ ২.০ অ্যাপারচার সমৃদ্ধ পিডিএএফ প্রযুক্তির ১৩ এবং ০.৩ মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার অটোফোকাস ক্যামেরা, ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ৩০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, ভিওএলটিটিই বা ভোল্টি সাপোর্টসহ ডুয়াল সিমে ফোরজি নেটওয়ার্ক। ৩০ দিনের রিপ্লেসমেন্ট এবং এক বছরের বিক্রয়োত্তর সেবাসহ ফোনটির দাম ৬, ৭৯৯ টাকা। সংবাদ বিজ্ঞপ্তি।

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২০ , ০৬ মহররম ১৪৪২, ০৭ আশ্বিন ১৪২৭

বাজারে নচ ডিসপ্লের ডুয়াল ক্যামেরার ওয়ালটন স্মার্টফোন ‘প্রিমো জিএইচনাইন’

image

সাশ্রয়ী মূল্যের আরেকটি নতুন স্মার্টফোন বাজারে ছেড়েছে প্রযুক্তিপণ্যের দেশীয় নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন। যার মডেল ‘প্রিমো জিএইচনাইন’। ফোনটিতে ৬.১ ইঞ্চির এইচডি প্লাস নচ ডিসপ্লে, ডুয়াল রিয়ার ক্যামেরা, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ফুল ফিচারড অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমসহ আকর্ষণীয় বিভিন্ন ফিচার রয়েছে। ওয়ালটন সেল্যুলার ফোন বিক্রয় বিভাগের প্রধান আসিফুর রহমান খান বলেন, এন্ট্রি লেভেলের ক্রেতাদের চাহিদা ও প্রয়োজনীয়তা বিবেচনায় ‘প্রিমো জিএইচনাইন’ মডেলটি বাজারে ছাড়া হয়েছে। ৮.৬ মিমি পুরুত্বের ফোনটি ব্ল্যাক, স্কাই ব্লু, ওশেন গ্রিন এবং ডিপ ব্লু এই চারটি রঙে বাজারে এসেছে। দেশের সব ওয়ালটন প্লাজা, মোবাইল ব্র্যান্ড ও রিটেইল আউটলেটের পাশাপাশি ঘরে বসে অনলাইনে ই-প্লাজা থেকে ফোনটি কেনা যাবে। ফোনটির অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে ১২ ন্যানোমিটারের ১.৮ গিগাহার্জ গতির এআরএম কর্টেক্স-এ৫৩ কোয়াডকোর প্রসেসর, পাওয়ার ভিআর জিই৮৩০০ গ্রাফিক্স, ২ গিগাবাইট র‌্যাম, ২৫৬ জিবি মাইক্রো এসডি কার্ড সাপোর্টসহ ১৬ জিবি অভ্যন্তরীণ মেমোরি, এলইডি ফ্ল্যাশযুক্ত এফ ২.০ অ্যাপারচার সমৃদ্ধ পিডিএএফ প্রযুক্তির ১৩ এবং ০.৩ মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার অটোফোকাস ক্যামেরা, ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ৩০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, ভিওএলটিটিই বা ভোল্টি সাপোর্টসহ ডুয়াল সিমে ফোরজি নেটওয়ার্ক। ৩০ দিনের রিপ্লেসমেন্ট এবং এক বছরের বিক্রয়োত্তর সেবাসহ ফোনটির দাম ৬, ৭৯৯ টাকা। সংবাদ বিজ্ঞপ্তি।