বিজ্ঞাপনে একসঙ্গে ইমন নিরব ও পিয়া

দীর্ঘ একযুগ পর একসঙ্গে বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করলেন চিত্রনায়ক ইমন ও নিরব। গেলো ২৪ সেপ্টেম্বর বিএফডিসিতে দিনব্যাপী এই বিজ্ঞাপনের শুটিং-এ অংশ নেন ইমন নিবর। একই বিজ্ঞাপনে মডেল হিসেবে আরও আছেন জান্নাতুল ফেরদৌস পিয়া। প্রথমবারের মতো ইমন নিরব ও পিয়া একসঙ্গে কোন বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করলেন। বিজ্ঞাপনটি নির্মাণ চলচ্চিত্র পরিচালক সাইফ চন্দন। সাইফ চন্দন জানান একটি বহুজাতিক প্রতিষ্ঠানের চেয়ারের বিজ্ঞাপনে তারা তিনজন মডেল হয়েছেন। বিজ্ঞাপনটি নির্মাণ প্রসঙ্গে সাইফ চন্দন বলেন, ‘ইমন নিরব আমাদের সিনেমার দুই প্রিয় মুখ। তাদের দু’জনের একটা আলাদা বিশেষ পরিচিতি আছে দু’জনের বন্ধুত্বের কারণে। ইমনের নাম বললে যেমন নিরবের নামটি চলে আসে ঠিক তেমনি নিরবের নাম বললেও ইমনের নাম চলে আসে। তাই দু’জনের জনিপ্রয়তা এবং দর্শকের কাছে তাদের ভালোলাগাকে বিবেচনা করেই দু’জনকে নিয়েই বিজ্ঞাপনটি আমি নির্মাণ করেছি। সঙ্গে আছেন পিয়া। সবমিলিয়ে আমার কাছে মনে হয়েছে বিজ্ঞাপনটি দর্শকের কাছে একটি উপভোগ্য বিজ্ঞাপন হবে। আর ইমন নিরব সবসময়ই ভীষণ সহযোগিতা পরায়ণ। তারা দু’জন এবং অবশ্যই পিয়াও আমাকে ভীষণ সহযোগিতা করেছেন। সবমিলিয়েই একটি টিমওয়ার্কের মধ্যদিয়ে চমৎকার একটি বিজ্ঞাপন পেতে যাচ্ছেন দর্শক। আমি নিজেও বিজ্ঞাপনটি প্রচারের অপেক্ষায় আছি। ’ ইমন নিরবের ভাষ্য এমন যে, দুজনেরই শুরুটা বাংলা লিংকের বিজ্ঞাপন দিয়ে।

কিন্তু দীর্ঘদিনের পথচলায় তাদের একসঙ্গে বিজ্ঞাপনে কাজ করাই হয়ে উঠছিল না। কিন্তু দীর্ঘদিনের সেই বিরতি টেনে দিয়ে এক করে বিজ্ঞাপনে এক করলেন সাইফ চন্দন। তাই ইমন নিরব দু’জনেই কৃতজ্ঞ সাইফ চন্দনের কাছে। পিয়া বলেন, ‘আমার কাছে সত্যিই একটি অন্যরকম বিজ্ঞাপন মনে হয়েছে এটি। একটি কালারফুল বিজ্ঞাপন হয়েছে। ইউনিট বেশ চমৎকার ছিল। আর চন্দন ভাইয়ের নির্দেশনায় এবারই আমার প্রথম কাজ করা। সবমিলিয়ে আমার কাছে মনে হচ্ছে বিজ্ঞাপনটি দর্শকের কাছে সাড়া ফেলবে। দেখা যাক শেষ পর্যন্ত কী হয়।’ সাইফ চন্দন জানান শিগগিরই বিজ্ঞাপনটি দেশের প্রায় সবগুলো চ্যানেলে একসঙ্গে প্রচারে আসবে। এদিকে পিয়ার রায়হান রাফির স্বপ্নবাজি’ সিনেমার কাজ শুরু করেও আপাতত বন্ধ হয়ে আছে। শিগগিরই শুরু হবে তার ‘মাসুদরানা’র কাজ। নিরব এরইমধ্যে সরকারী অনুদানের সিনেমা ‘ছায়াবাজি’র কাজ শুরু করেছেন। ইমন ‘আকবর’ সিনেমার কাজ নিয়েও ব্যস্ত আছেন।

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২০ , ০৭ মহররম ১৪৪২, ০৮ আশ্বিন ১৪২৭

বিজ্ঞাপনে একসঙ্গে ইমন নিরব ও পিয়া

বিনোদন প্রতিবেদক |

image

দীর্ঘ একযুগ পর একসঙ্গে বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করলেন চিত্রনায়ক ইমন ও নিরব। গেলো ২৪ সেপ্টেম্বর বিএফডিসিতে দিনব্যাপী এই বিজ্ঞাপনের শুটিং-এ অংশ নেন ইমন নিবর। একই বিজ্ঞাপনে মডেল হিসেবে আরও আছেন জান্নাতুল ফেরদৌস পিয়া। প্রথমবারের মতো ইমন নিরব ও পিয়া একসঙ্গে কোন বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করলেন। বিজ্ঞাপনটি নির্মাণ চলচ্চিত্র পরিচালক সাইফ চন্দন। সাইফ চন্দন জানান একটি বহুজাতিক প্রতিষ্ঠানের চেয়ারের বিজ্ঞাপনে তারা তিনজন মডেল হয়েছেন। বিজ্ঞাপনটি নির্মাণ প্রসঙ্গে সাইফ চন্দন বলেন, ‘ইমন নিরব আমাদের সিনেমার দুই প্রিয় মুখ। তাদের দু’জনের একটা আলাদা বিশেষ পরিচিতি আছে দু’জনের বন্ধুত্বের কারণে। ইমনের নাম বললে যেমন নিরবের নামটি চলে আসে ঠিক তেমনি নিরবের নাম বললেও ইমনের নাম চলে আসে। তাই দু’জনের জনিপ্রয়তা এবং দর্শকের কাছে তাদের ভালোলাগাকে বিবেচনা করেই দু’জনকে নিয়েই বিজ্ঞাপনটি আমি নির্মাণ করেছি। সঙ্গে আছেন পিয়া। সবমিলিয়ে আমার কাছে মনে হয়েছে বিজ্ঞাপনটি দর্শকের কাছে একটি উপভোগ্য বিজ্ঞাপন হবে। আর ইমন নিরব সবসময়ই ভীষণ সহযোগিতা পরায়ণ। তারা দু’জন এবং অবশ্যই পিয়াও আমাকে ভীষণ সহযোগিতা করেছেন। সবমিলিয়েই একটি টিমওয়ার্কের মধ্যদিয়ে চমৎকার একটি বিজ্ঞাপন পেতে যাচ্ছেন দর্শক। আমি নিজেও বিজ্ঞাপনটি প্রচারের অপেক্ষায় আছি। ’ ইমন নিরবের ভাষ্য এমন যে, দুজনেরই শুরুটা বাংলা লিংকের বিজ্ঞাপন দিয়ে।

কিন্তু দীর্ঘদিনের পথচলায় তাদের একসঙ্গে বিজ্ঞাপনে কাজ করাই হয়ে উঠছিল না। কিন্তু দীর্ঘদিনের সেই বিরতি টেনে দিয়ে এক করে বিজ্ঞাপনে এক করলেন সাইফ চন্দন। তাই ইমন নিরব দু’জনেই কৃতজ্ঞ সাইফ চন্দনের কাছে। পিয়া বলেন, ‘আমার কাছে সত্যিই একটি অন্যরকম বিজ্ঞাপন মনে হয়েছে এটি। একটি কালারফুল বিজ্ঞাপন হয়েছে। ইউনিট বেশ চমৎকার ছিল। আর চন্দন ভাইয়ের নির্দেশনায় এবারই আমার প্রথম কাজ করা। সবমিলিয়ে আমার কাছে মনে হচ্ছে বিজ্ঞাপনটি দর্শকের কাছে সাড়া ফেলবে। দেখা যাক শেষ পর্যন্ত কী হয়।’ সাইফ চন্দন জানান শিগগিরই বিজ্ঞাপনটি দেশের প্রায় সবগুলো চ্যানেলে একসঙ্গে প্রচারে আসবে। এদিকে পিয়ার রায়হান রাফির স্বপ্নবাজি’ সিনেমার কাজ শুরু করেও আপাতত বন্ধ হয়ে আছে। শিগগিরই শুরু হবে তার ‘মাসুদরানা’র কাজ। নিরব এরইমধ্যে সরকারী অনুদানের সিনেমা ‘ছায়াবাজি’র কাজ শুরু করেছেন। ইমন ‘আকবর’ সিনেমার কাজ নিয়েও ব্যস্ত আছেন।