বখাটে মিজানুরের বাবা-মা আটক

সাভারে চাঞ্চল্যকর নীলা রায় হত্যার ঘটনায় বখাটে মিজানুরের বাবা-মা’কে আটক করেছে র‌্যাব-৪ এর সদস্যরা। তবে নীলা হত্যা ঘটনায় বখাটে ও কিশোর গ্যাং-এর সদস্য মিজানুর রহমান মিজানকে আটক করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্তা-ব্যক্তিরা ।

গতকাল সকালে র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-৪, সিপিসি-২ এর অতিরিক্ত পুলিশ সুপার কোম্পানি কমান্ডার জমির উদ্দিন আহমেদ আটকের বিষয়টি নিশ্চিত করেন ।

আটককৃতরা হলেন, নীলা হত্যা মামলার প্রধান আসামি মিজানুর রহমানের বাবা আবদুর রহমান (৬০) ও তার মা নাজমুন্নাহার সিদ্দিকা (৫০)। এরআগে মিজানুরের সহযোগী সেলিম পালোয়ানকে আটক করে সাভার মডেল থানা পুলিশ । র‌্যাব জানায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর সদস্যরা মানিকগঞ্জের চারীগ্রামে অভিযান চালায়। এ সময় আতœগোপনে থাকা মিজানুরের বাবা-মা’কে আটক করে র‌্যাবের সদস্যরা ।

এ বিষয়ে র‌্যাব-৪, সিপিসি-২ এর অতিরিক্ত পুলিশ সুপার কোম্পানি কমান্ডার জমির উদ্দিন আহমেদ জানান, চাঞ্চল্যকর নীলা রায় হত্যার ঘটনায় মামলায় ২ ও ৩ নং আসামি বখাটে মিজানুরের বাবা-মা’কে আটক করা হয়েছে। বখাটে মিজানুরকে আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান র‌্যাবের ওই কর্মকর্তা ।

উল্লেখ্য, প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় বোরবার (২০ সেপ্টেম্বর) রাতে নীলা হাসপাতার থেকে ফেরার পথে সাভার পৌর এলাকার পালপাড়া মহল্লায় বখাটে মিজানুর রিকশার গতিরোধ করে ভাইয়ের কাছ থেকে নীলাকে ছিনিয়ে নেয়। এরপর সাভার পৌর এলাকার পালপাড়া মহল্লায় বখাটে মিজানুর ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এসময় স্থানীয়রা দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও খবর
অস্বস্তি কাটছে না পিয়াজের দামে, বাড়ছে চালেও
বাংলাদেশ-ভারত সহযোগিতা দেনা-পাওনার ঊর্ধ্বে : রীভা
আকামা-ভিসা থাকলে সবাই সৌদি যেতে পারবে পররাষ্ট্রমন্ত্রী
প্রবাসীদের এনআইডি সরবরাহে ‘ফি’ নির্ধারণ হতে পারে
বসুন্ধরা কোভিড হাসপাতাল বন্ধ ঘোষণা
পাকিস্তানি গোয়েন্দাদের সঙ্গে বিএনপির দহরম-মহরম বহু পুরনো : তথ্যমন্ত্রী
সিরিয়াল ধর্ষক আলী হোসেনের ১৬৪ ধারায় জবানবন্দি
রংপুরে চলছে কিন্ডারগার্টেন স্কুল, ক্যাডেট ও মাদ্রাসার নিয়মিত পাঠদান
ছাত্রলীগ নেতার হাত-পায়ের রগ কেটে দিল শিবির
উপনির্বাচনে ধানের শীষের প্রচারণায় আ’লীগের হামলার অভিযোগ বিএনপির
প্রকৃত জেলেরা বিতাড়িত অমৎস্যজীবীদের দখলে জলমহাল
বেওয়ারিশ কুকুর নিধন বন্ধের দাবি বাপার
ছাত্রলীগ নেতার হাত-পায়ের রগ কেটে দিল শিবির
নীলা হত্যার বিচার ও সংখ্যালঘু সুরক্ষা আইন বাস্তবায়নের দাবি

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২০ , ০৭ মহররম ১৪৪২, ০৮ আশ্বিন ১৪২৭

নীলা হত্যা

বখাটে মিজানুরের বাবা-মা আটক

প্রতিনিধি, সাভার (ঢাকা)

সাভারে চাঞ্চল্যকর নীলা রায় হত্যার ঘটনায় বখাটে মিজানুরের বাবা-মা’কে আটক করেছে র‌্যাব-৪ এর সদস্যরা। তবে নীলা হত্যা ঘটনায় বখাটে ও কিশোর গ্যাং-এর সদস্য মিজানুর রহমান মিজানকে আটক করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্তা-ব্যক্তিরা ।

গতকাল সকালে র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-৪, সিপিসি-২ এর অতিরিক্ত পুলিশ সুপার কোম্পানি কমান্ডার জমির উদ্দিন আহমেদ আটকের বিষয়টি নিশ্চিত করেন ।

আটককৃতরা হলেন, নীলা হত্যা মামলার প্রধান আসামি মিজানুর রহমানের বাবা আবদুর রহমান (৬০) ও তার মা নাজমুন্নাহার সিদ্দিকা (৫০)। এরআগে মিজানুরের সহযোগী সেলিম পালোয়ানকে আটক করে সাভার মডেল থানা পুলিশ । র‌্যাব জানায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর সদস্যরা মানিকগঞ্জের চারীগ্রামে অভিযান চালায়। এ সময় আতœগোপনে থাকা মিজানুরের বাবা-মা’কে আটক করে র‌্যাবের সদস্যরা ।

এ বিষয়ে র‌্যাব-৪, সিপিসি-২ এর অতিরিক্ত পুলিশ সুপার কোম্পানি কমান্ডার জমির উদ্দিন আহমেদ জানান, চাঞ্চল্যকর নীলা রায় হত্যার ঘটনায় মামলায় ২ ও ৩ নং আসামি বখাটে মিজানুরের বাবা-মা’কে আটক করা হয়েছে। বখাটে মিজানুরকে আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান র‌্যাবের ওই কর্মকর্তা ।

উল্লেখ্য, প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় বোরবার (২০ সেপ্টেম্বর) রাতে নীলা হাসপাতার থেকে ফেরার পথে সাভার পৌর এলাকার পালপাড়া মহল্লায় বখাটে মিজানুর রিকশার গতিরোধ করে ভাইয়ের কাছ থেকে নীলাকে ছিনিয়ে নেয়। এরপর সাভার পৌর এলাকার পালপাড়া মহল্লায় বখাটে মিজানুর ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এসময় স্থানীয়রা দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।