নজরুল স্মরণে বাবা-ছেলের ‘আমারে ভুলেছো বলে’

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মরণে উচ্চাঙ্গ সঙ্গীত ও নজরুল সঙ্গীতশিল্পী, প্রশিক্ষক ওস্তাদ ইয়াকুব আলী খানের কণ্ঠে প্রকাশিত হলো স্বল্পশ্রুত নজরুল সঙ্গীত ‘আমারে ভুলেছো বলে’। জানা গেছে, গেলো ২৯ আগস্ট ছিল কাজী নজরুল ইসলামের ৪৪তম মৃত্যুবার্ষিকী। সেই সময়েই মূলত এই গানটি প্রকাশ করার প্রবল ইচ্ছে ছিল ওস্তাদ ইয়াকুব আলী খানের উত্তরসূরি সঙ্গীতশিল্পী ও সঙ্গীত পরিচালক ইউসুফ আহমেদ খানের। কিন্তু করোনার কারণে নানান ধরনের জটিলতা পেরিয়ে নির্ধারিত সময়ে গানটি প্রকাশের তেমন সুযোগ পাননি। বর্তমানে গানটি ইউসুফের নিজস্ব ইউটিউব চ্যানেল ‘ওয়াই বিটস’-এ গতকাল ২৬ সেপ্টেম্বর সন্ধ্যায় প্রকাশিত হয়েছে। ওস্তাদ ইয়াকুব আলী খানেরই সন্তান ইউসুফ আহমেদ খানেরই সঙ্গীত পরিচালনায় গানটিতে কণ্ঠ দিয়েছেন ইয়াকুব আলী খান। ইউসুফ আহমেদ’র সঙ্গীত পরিচালনায় গানটির সঙ্গীতায়োজন করেছে

স্বল্পশ্রুত নজরুল। সঙ্গীতায়োজন সাউন্ড হ্যাকার। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছে জে আই ফিল্মস। রাজধানীর অদূরে মানিকগঞ্জের তেওতা জমিদার বাড়িতে গানটির দৃশ্যায়ন করা হয়েছে। সিনোটোগ্রাফিতে ছিলেন পার্বত রায়হান। গানটি প্রসঙ্গে ওস্তাদ ইয়াকুব আলী খান বলেন, ‘জাতীয় কবির এ রকম অসাধারণ অনেক সৃষ্টি রয়েছে যা মানুষের কাছে সেভাবে পৌঁছায়নি। এরকম একটা গান বেছে নেবার জন্য আমার স্ত্রী এবং পুরো টিমকে কৃতজ্ঞতা। তারা খুব শ্রম দিয়েছেন সততার সঙ্গে। আমি তাদের সব প্রচেষ্টার সঙ্গে আছি এবং থাকব।’ ইউসুফ আহমেদ খান বলেন, ‘আসলে সন্তান বলি আর ছাত্র বলি, আমার পরিচালনায় বাবার গান করব, তাও নজরুল সংগীত! সত্যি আমার কাছে এ যেন অনেক বড় স্বপ্ন পূরণ। ভীষণ ভালো লাগছে। আশা করছি, এ রকম কাজে সবার উৎসাহ পাব। আর ‘ওয়াইবিটস’ এর সব কাজের জন্য আমি সবার দোয়া চাই।’

রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২০ , ০৮ মহররম ১৪৪২, ০৯ আশ্বিন ১৪২৭

নজরুল স্মরণে বাবা-ছেলের ‘আমারে ভুলেছো বলে’

বিনোদন প্রতিবেদক |

image

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মরণে উচ্চাঙ্গ সঙ্গীত ও নজরুল সঙ্গীতশিল্পী, প্রশিক্ষক ওস্তাদ ইয়াকুব আলী খানের কণ্ঠে প্রকাশিত হলো স্বল্পশ্রুত নজরুল সঙ্গীত ‘আমারে ভুলেছো বলে’। জানা গেছে, গেলো ২৯ আগস্ট ছিল কাজী নজরুল ইসলামের ৪৪তম মৃত্যুবার্ষিকী। সেই সময়েই মূলত এই গানটি প্রকাশ করার প্রবল ইচ্ছে ছিল ওস্তাদ ইয়াকুব আলী খানের উত্তরসূরি সঙ্গীতশিল্পী ও সঙ্গীত পরিচালক ইউসুফ আহমেদ খানের। কিন্তু করোনার কারণে নানান ধরনের জটিলতা পেরিয়ে নির্ধারিত সময়ে গানটি প্রকাশের তেমন সুযোগ পাননি। বর্তমানে গানটি ইউসুফের নিজস্ব ইউটিউব চ্যানেল ‘ওয়াই বিটস’-এ গতকাল ২৬ সেপ্টেম্বর সন্ধ্যায় প্রকাশিত হয়েছে। ওস্তাদ ইয়াকুব আলী খানেরই সন্তান ইউসুফ আহমেদ খানেরই সঙ্গীত পরিচালনায় গানটিতে কণ্ঠ দিয়েছেন ইয়াকুব আলী খান। ইউসুফ আহমেদ’র সঙ্গীত পরিচালনায় গানটির সঙ্গীতায়োজন করেছে

স্বল্পশ্রুত নজরুল। সঙ্গীতায়োজন সাউন্ড হ্যাকার। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছে জে আই ফিল্মস। রাজধানীর অদূরে মানিকগঞ্জের তেওতা জমিদার বাড়িতে গানটির দৃশ্যায়ন করা হয়েছে। সিনোটোগ্রাফিতে ছিলেন পার্বত রায়হান। গানটি প্রসঙ্গে ওস্তাদ ইয়াকুব আলী খান বলেন, ‘জাতীয় কবির এ রকম অসাধারণ অনেক সৃষ্টি রয়েছে যা মানুষের কাছে সেভাবে পৌঁছায়নি। এরকম একটা গান বেছে নেবার জন্য আমার স্ত্রী এবং পুরো টিমকে কৃতজ্ঞতা। তারা খুব শ্রম দিয়েছেন সততার সঙ্গে। আমি তাদের সব প্রচেষ্টার সঙ্গে আছি এবং থাকব।’ ইউসুফ আহমেদ খান বলেন, ‘আসলে সন্তান বলি আর ছাত্র বলি, আমার পরিচালনায় বাবার গান করব, তাও নজরুল সংগীত! সত্যি আমার কাছে এ যেন অনেক বড় স্বপ্ন পূরণ। ভীষণ ভালো লাগছে। আশা করছি, এ রকম কাজে সবার উৎসাহ পাব। আর ‘ওয়াইবিটস’ এর সব কাজের জন্য আমি সবার দোয়া চাই।’