আওয়ামী লীগ এবং বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র বৈধ, স্বতন্ত্র মনোনয়নপত্র দুটি বাতিল

যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান’র শূন্যপদে উপনির্বাচনে চারটি মনোনয়নপত্রের মধ্যে আওয়ামী লীগের নুরজাহান ইসলাম নীরা ও বিএনপির নূর উন নবীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বতন্ত্র প্রার্থী মোহিত কুমার নাথ ও বিএনপি নেতা স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলামের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। শনিবার চারটি মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে রিটার্নি অফিসার এই সিদ্ধান্ত ঘোষণা করেন। যশোর জেলা সিনিয়র নির্বাচন অফিসার ও নির্বাচনের রিটার্নিং অফিসার হুমায়ুন কবীর জানান, স্বতন্ত্র প্রার্থী হিসেবে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ ও বিএনপি নেতা সিরাজুল ইসলাম মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। কিন্তু মোহিত কুমার নাথ ও সিরাজুল ইসলাম মনোনয়নপত্রের সঙ্গে ২৫০ জন সমর্থকের তথ্য স্বাক্ষর সম্বলিত কাগজে ত্রুটি ও গড়মিল রয়েছে। এজন্য তাদের প্রার্থীতা বাতিল করা হয়েছে। আর নৌকার প্রার্থী নুরজাহান ইসলাম নীরা ও ধানের শীষের নূর উন নবীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। উল্লেখ্য, যশোর সদর উপজেলার তৎকালীন চেয়ারম্যান শাহীন চাকলাদার পদত্যাগ করে কেশবপুর সংসদীয় উপ-নির্বাচনে অংশ নিয়ে এমপি নির্বাচিত হয়েছেন। যার কারণে চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ শূন্য হয়। ঘোষিত তফসিল অনুযায়ী প্রতিদ্বন্দ্বিতার জন্য ৬ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। দুইজন শেষ পর্যন্ত মনোনয়নপত্র জমা দেননি। চারজন জমা দেন। এর মধ্যে দুইজনের মনোনয়নপত্র বাতিল হলো। নির্বাচনী মূল লড়াইয়ে থাকলেন আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত প্রার্থী।

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২০ , ০৯ মহররম ১৪৪২, ১০ আশ্বিন ১৪২৭

যশোর সদর উপজেলা চেয়ারম্যান নির্বাচন

আওয়ামী লীগ এবং বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র বৈধ, স্বতন্ত্র মনোনয়নপত্র দুটি বাতিল

যশোর অফিস

যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান’র শূন্যপদে উপনির্বাচনে চারটি মনোনয়নপত্রের মধ্যে আওয়ামী লীগের নুরজাহান ইসলাম নীরা ও বিএনপির নূর উন নবীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বতন্ত্র প্রার্থী মোহিত কুমার নাথ ও বিএনপি নেতা স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলামের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। শনিবার চারটি মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে রিটার্নি অফিসার এই সিদ্ধান্ত ঘোষণা করেন। যশোর জেলা সিনিয়র নির্বাচন অফিসার ও নির্বাচনের রিটার্নিং অফিসার হুমায়ুন কবীর জানান, স্বতন্ত্র প্রার্থী হিসেবে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ ও বিএনপি নেতা সিরাজুল ইসলাম মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। কিন্তু মোহিত কুমার নাথ ও সিরাজুল ইসলাম মনোনয়নপত্রের সঙ্গে ২৫০ জন সমর্থকের তথ্য স্বাক্ষর সম্বলিত কাগজে ত্রুটি ও গড়মিল রয়েছে। এজন্য তাদের প্রার্থীতা বাতিল করা হয়েছে। আর নৌকার প্রার্থী নুরজাহান ইসলাম নীরা ও ধানের শীষের নূর উন নবীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। উল্লেখ্য, যশোর সদর উপজেলার তৎকালীন চেয়ারম্যান শাহীন চাকলাদার পদত্যাগ করে কেশবপুর সংসদীয় উপ-নির্বাচনে অংশ নিয়ে এমপি নির্বাচিত হয়েছেন। যার কারণে চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ শূন্য হয়। ঘোষিত তফসিল অনুযায়ী প্রতিদ্বন্দ্বিতার জন্য ৬ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। দুইজন শেষ পর্যন্ত মনোনয়নপত্র জমা দেননি। চারজন জমা দেন। এর মধ্যে দুইজনের মনোনয়নপত্র বাতিল হলো। নির্বাচনী মূল লড়াইয়ে থাকলেন আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত প্রার্থী।