আদালতে ধর্ষিতা গৃহবধূর জবানবন্দি

সিলেট এমসি কলেজের ছাত্রাবাসে ধর্ষণের ঘটনায় আদালতে জবানবন্দি দিয়েছেন ধর্ষণের শিকার তরুণী গৃহবধূ। গতকাল দুপুরে সিলেট মহানগর হাকিম-৩ আদালতের বিচারক শারমিন খানম নিলার আদালতে তিনি এ জবানবন্দি দেন।

আদালত সূত্র জানায়, দুপুরে পুলিশ ওই তরুণীকে ওসমানী হাসপাতাল থেকে আদালতে নিয়ে যায়। দুপুর দেড়টার দিকে ওই রাতের ঘটনাটি আদালতকে জানান। আদালত তার জবানববন্দি লিপিবদ্ধ করেন।

উল্লেখ্য, গত শুক্রবার বিকেলে এমসি কলেজে বেড়াতে গিয়েছিলেন সিলেটের দক্ষিণ সুরমার এক দম্পত্তি। এসময় ছাত্রলীগের কয়েকজন ক্যাডার স্বামীকে আটকে রেখে জোর করে তাকে ছাত্রাবাসে তুলে নিয়ে যায়। পরে তাকে গণধর্ষণ করা হয়। নির্যাতিতা তরুণী বর্তমানে ওসমানী হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) রয়েছেন।

এ ঘটনায় গত শনিবার ছাত্রলীগের ৬ ক্যাডারের নাম উল্লেখ করে ৯ জনের বিরুদ্ধে মামলা করেন ধর্ষিতার স্বামী। পুলিশ গতকাল সকালে সুনামগঞ্জ থেকে সাইফুর রহমান ও হবিগঞ্জ থেকে অর্জুন লস্কর নামে দুই ক্যাডারকে গ্রেফতার করে।

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২০ , ০৯ মহররম ১৪৪২, ১০ আশ্বিন ১৪২৭

আদালতে ধর্ষিতা গৃহবধূর জবানবন্দি

প্রতিনিধি, সিলেট

সিলেট এমসি কলেজের ছাত্রাবাসে ধর্ষণের ঘটনায় আদালতে জবানবন্দি দিয়েছেন ধর্ষণের শিকার তরুণী গৃহবধূ। গতকাল দুপুরে সিলেট মহানগর হাকিম-৩ আদালতের বিচারক শারমিন খানম নিলার আদালতে তিনি এ জবানবন্দি দেন।

আদালত সূত্র জানায়, দুপুরে পুলিশ ওই তরুণীকে ওসমানী হাসপাতাল থেকে আদালতে নিয়ে যায়। দুপুর দেড়টার দিকে ওই রাতের ঘটনাটি আদালতকে জানান। আদালত তার জবানববন্দি লিপিবদ্ধ করেন।

উল্লেখ্য, গত শুক্রবার বিকেলে এমসি কলেজে বেড়াতে গিয়েছিলেন সিলেটের দক্ষিণ সুরমার এক দম্পত্তি। এসময় ছাত্রলীগের কয়েকজন ক্যাডার স্বামীকে আটকে রেখে জোর করে তাকে ছাত্রাবাসে তুলে নিয়ে যায়। পরে তাকে গণধর্ষণ করা হয়। নির্যাতিতা তরুণী বর্তমানে ওসমানী হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) রয়েছেন।

এ ঘটনায় গত শনিবার ছাত্রলীগের ৬ ক্যাডারের নাম উল্লেখ করে ৯ জনের বিরুদ্ধে মামলা করেন ধর্ষিতার স্বামী। পুলিশ গতকাল সকালে সুনামগঞ্জ থেকে সাইফুর রহমান ও হবিগঞ্জ থেকে অর্জুন লস্কর নামে দুই ক্যাডারকে গ্রেফতার করে।