হতাহত ৩৫ পরিবারকে প্রধানমন্ত্রীর সহায়তা

নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা এলাকার বায়তুস সালাত জামে মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মসজিদে বিস্ফোরণে হতাহত ৩৫ পরিবারকে প্রধানমন্ত্রীর দেয়া আর্থিক সহায়তার চেক হস্তান্তর করা হয়েছে। গতকাল বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে চেক হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় হতাহত প্রতি পরিবারকে ৫ লাখ করে মোট ১ কোটি ৭৫ লাখ টাকার চেক প্রদান করা হয়।

জেলা প্রশাসক মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য শামীম ওসমান, জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক, জেলা আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. ওয়াজেদ আলী খোকন।

চেক হাতে পেয়ে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে হতাহত ৩৫ পরিবার। বিস্ফোরণে নিহত মসজিদের ইমাম আবদুল মালেক নেছারির বড় ছেলে মাওলানা নাইমুল ইসলাম বলেন, চরম বিপদের সময়ে প্রধানমন্ত্রীর দেয়া এই আর্থিক সহায়তা সন্তানদের লেখাপড়ার খরচের পাশাপাশি সংসার চালানোর দুঃশ্চিন্তা থেকে অনেকটা মুক্ত হবেন স্বজনরা। পাশাপাশি নিহতদের পরিবারের কর্মক্ষম ব্যক্তিদের কর্মসংস্থান এবং স্বামীহারা বিধবা ও বৃদ্ধদের ভাতার ব্যবস্থা করার দাবি জানান।

গত ৪ সেপ্টেম্বর বায়তুস সালাত জামে মসজিদে এশার নামাজ চলাকালে ভয়াবহ বিস্ফোরণে দগ্ধ ৩৪ জনের মৃত্যু হয়। দু’জন চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরে এসেছেন এবং বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছেন আরও দু’জন। বৈদ্যুতিক শর্টসার্কিট এবং লিকেজ থেকে মসজিদের অভ্যন্তরে জমা হওয়া গ্যাসে এ বিস্ফোরণ ঘটে।

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২০ , ০৯ মহররম ১৪৪২, ১০ আশ্বিন ১৪২৭

না’গঞ্জে বিস্ফোরণে

হতাহত ৩৫ পরিবারকে প্রধানমন্ত্রীর সহায়তা

প্রতিনিধি, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা এলাকার বায়তুস সালাত জামে মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মসজিদে বিস্ফোরণে হতাহত ৩৫ পরিবারকে প্রধানমন্ত্রীর দেয়া আর্থিক সহায়তার চেক হস্তান্তর করা হয়েছে। গতকাল বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে চেক হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় হতাহত প্রতি পরিবারকে ৫ লাখ করে মোট ১ কোটি ৭৫ লাখ টাকার চেক প্রদান করা হয়।

জেলা প্রশাসক মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য শামীম ওসমান, জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক, জেলা আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. ওয়াজেদ আলী খোকন।

চেক হাতে পেয়ে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে হতাহত ৩৫ পরিবার। বিস্ফোরণে নিহত মসজিদের ইমাম আবদুল মালেক নেছারির বড় ছেলে মাওলানা নাইমুল ইসলাম বলেন, চরম বিপদের সময়ে প্রধানমন্ত্রীর দেয়া এই আর্থিক সহায়তা সন্তানদের লেখাপড়ার খরচের পাশাপাশি সংসার চালানোর দুঃশ্চিন্তা থেকে অনেকটা মুক্ত হবেন স্বজনরা। পাশাপাশি নিহতদের পরিবারের কর্মক্ষম ব্যক্তিদের কর্মসংস্থান এবং স্বামীহারা বিধবা ও বৃদ্ধদের ভাতার ব্যবস্থা করার দাবি জানান।

গত ৪ সেপ্টেম্বর বায়তুস সালাত জামে মসজিদে এশার নামাজ চলাকালে ভয়াবহ বিস্ফোরণে দগ্ধ ৩৪ জনের মৃত্যু হয়। দু’জন চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরে এসেছেন এবং বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছেন আরও দু’জন। বৈদ্যুতিক শর্টসার্কিট এবং লিকেজ থেকে মসজিদের অভ্যন্তরে জমা হওয়া গ্যাসে এ বিস্ফোরণ ঘটে।