ছয় মাস পর খুলে দেয়া হয়েছে রমনা পার্ক

করোনাভাইরাসের কারনের দীর্ঘ ছয় মাস বন্ধ থাকার পর গতকাল খুলে দেয়া হয়েছে রাজধানীর রমনা পার্ক। এখন থেকে প্রতিদিন ভোর ৬টা থেকে সকাল ১০টা এবং বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে বলে গণপূর্ত অধিদফতর সূত্র জানায়।

জানা গেছে, করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে গত ২৬ মার্চ দেশে সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। সেদিন থেকেই পার্কটি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। দীর্ঘদিন বন্ধ থাকার পর জনসাধারণের হাঁটার জন্য রমনা পার্ক খুলে দেয়ার নির্দেশনা চেয়ে গত ৮ আগস্ট একটি রিট আবেদন করা হয়।

ওই রিটের শুনানিতে হাইকোর্টের বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ ১৭ সেপ্টেম্বর পার্কটি খোলার আদেশ দেন। সেই আদেশের পরিপ্রেক্ষিতে গতকাল সকালে পার্কটি খুলে দেয়া হয় বলে সংশ্লিষ্টরা জানান।

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২০ , ০৯ মহররম ১৪৪২, ১০ আশ্বিন ১৪২৭

ছয় মাস পর খুলে দেয়া হয়েছে রমনা পার্ক

নিজস্ব বার্তা পরিবেশক |

image

করোনাভাইরাসের কারনের দীর্ঘ ছয় মাস বন্ধ থাকার পর গতকাল খুলে দেয়া হয়েছে রাজধানীর রমনা পার্ক। এখন থেকে প্রতিদিন ভোর ৬টা থেকে সকাল ১০টা এবং বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে বলে গণপূর্ত অধিদফতর সূত্র জানায়।

জানা গেছে, করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে গত ২৬ মার্চ দেশে সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। সেদিন থেকেই পার্কটি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। দীর্ঘদিন বন্ধ থাকার পর জনসাধারণের হাঁটার জন্য রমনা পার্ক খুলে দেয়ার নির্দেশনা চেয়ে গত ৮ আগস্ট একটি রিট আবেদন করা হয়।

ওই রিটের শুনানিতে হাইকোর্টের বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ ১৭ সেপ্টেম্বর পার্কটি খোলার আদেশ দেন। সেই আদেশের পরিপ্রেক্ষিতে গতকাল সকালে পার্কটি খুলে দেয়া হয় বলে সংশ্লিষ্টরা জানান।