আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস আজ

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস আজ। জনগণের তথ্য অধিকার নিশ্চিত করার লক্ষ্যে প্রতিবছর ২৮ সেপ্টেম্বর আন্তর্জাতিকভাবে দিবসটি উদযাপন করা হয়। এবার বিশ্বব্যাপী করোনা মহামারি পরিস্থিতিতে তথ্য কমিশনের উদ্যোগে ঢাকাসহ দেশব্যাপী ‘আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২০’ উদযাপন হচ্ছে। এ লক্ষ্যে স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বিশ্বব্যাপী করোনা পরিস্থিতি বিবেচনায় এবার দিবসটির প্রতিপাদ্য- ‘তথ্য অধিকার সংকটে হাতিয়ার’ ও স্লোগান : ‘সংকটকালে তথ্য পেলে জনগণের মুক্তি মেলে’ নির্ধারণ করা হয়েছে। এর আগে দিবসটি কেন্দ্রীয় পর্যায়ের পাশাপাশি শুধুমাত্র জেলা পর্যায়ে উদযাপন করা হতো। এবার তথ্য অধিকার সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে দিবসটি উদযাপনের আওতা বাড়ানো হয়েছে। এবার বিভাগীয় পর্যায় এবং পিডিসি ও ইউডিসিসমূহকে সংযুক্ত করে উপজেলা পর্যন্ত দিবসটির উদযাপন সম্প্রসারণ করা হয়েছে। দিবস উপলক্ষে কেন্দ্রীয়ভাবে এবার রাজধানীতে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বিভাগ, জেলা এবং পিডিসি ও ইউডিসিসমূহকে সংযুক্ত করে উপজেলা পর্যায়ে পৃথক পৃথক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

আজ বিকেল ৪টায় তথ্য কমিশনের উদ্যোগে রাজধানীর আগারগাঁও প্রশাসনিক এলাকা, শেরেবাংলা নগর, ঢাকাস্থ প্রতœতত্ত্ব ভবনের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সভায় প্রধান অতিথি থাকবেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, বিশেষ অতিথি থাকবেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান ও তথ্য সচিব কামরুন নাহার। সভায় সভাপতিত্ব করবেন প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদ। এছাড়া সভায় অন্যদের মধ্যে উপস্থিত থাকবেন তথ্য কমিশনার সুরাইয়া বেগম, তথ্য কমিশনার ড. আবদুল মালেক ও তথ্য কমিশনের সচিব সুদত্ত চাকমা।

রাষ্ট্রের গণতান্ত্রিক ব্যবস্থাকে সুসংহত করার লক্ষ্যে জনগণের তথ্য প্রাপ্তির নিশ্চয়তা বিধান, রাষ্ট্রীয় অর্থ ও সম্পদ ব্যবহারে স্বচ্ছতা ও জবাবদিহিতা আনয়ন, দুর্নীতি হ্রাসকরণ, সুশাসন প্রতিষ্ঠা ও কল্যাণ মূলক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে করা হয় ‘তথ্য অধিকার আইন ২০০৯’। এ আইনে তথ্য জানার অধিকারের কথা বলা হয়েছে। তথ্যভিত্তিক ক্ষমতায়ন ও সর্বক্ষেত্রে জনগণের সম্পৃক্ততা বৃদ্ধির অংশ হিসেবে ২৮ সেপ্টেম্বর তথ্য জানার অধিকার দিবস পালিত হয়ে আসছে।

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২০ , ০৯ মহররম ১৪৪২, ১০ আশ্বিন ১৪২৭

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস আজ

নিজস্ব বার্তা পরিবেশক |

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস আজ। জনগণের তথ্য অধিকার নিশ্চিত করার লক্ষ্যে প্রতিবছর ২৮ সেপ্টেম্বর আন্তর্জাতিকভাবে দিবসটি উদযাপন করা হয়। এবার বিশ্বব্যাপী করোনা মহামারি পরিস্থিতিতে তথ্য কমিশনের উদ্যোগে ঢাকাসহ দেশব্যাপী ‘আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২০’ উদযাপন হচ্ছে। এ লক্ষ্যে স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বিশ্বব্যাপী করোনা পরিস্থিতি বিবেচনায় এবার দিবসটির প্রতিপাদ্য- ‘তথ্য অধিকার সংকটে হাতিয়ার’ ও স্লোগান : ‘সংকটকালে তথ্য পেলে জনগণের মুক্তি মেলে’ নির্ধারণ করা হয়েছে। এর আগে দিবসটি কেন্দ্রীয় পর্যায়ের পাশাপাশি শুধুমাত্র জেলা পর্যায়ে উদযাপন করা হতো। এবার তথ্য অধিকার সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে দিবসটি উদযাপনের আওতা বাড়ানো হয়েছে। এবার বিভাগীয় পর্যায় এবং পিডিসি ও ইউডিসিসমূহকে সংযুক্ত করে উপজেলা পর্যন্ত দিবসটির উদযাপন সম্প্রসারণ করা হয়েছে। দিবস উপলক্ষে কেন্দ্রীয়ভাবে এবার রাজধানীতে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বিভাগ, জেলা এবং পিডিসি ও ইউডিসিসমূহকে সংযুক্ত করে উপজেলা পর্যায়ে পৃথক পৃথক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

আজ বিকেল ৪টায় তথ্য কমিশনের উদ্যোগে রাজধানীর আগারগাঁও প্রশাসনিক এলাকা, শেরেবাংলা নগর, ঢাকাস্থ প্রতœতত্ত্ব ভবনের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সভায় প্রধান অতিথি থাকবেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, বিশেষ অতিথি থাকবেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান ও তথ্য সচিব কামরুন নাহার। সভায় সভাপতিত্ব করবেন প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদ। এছাড়া সভায় অন্যদের মধ্যে উপস্থিত থাকবেন তথ্য কমিশনার সুরাইয়া বেগম, তথ্য কমিশনার ড. আবদুল মালেক ও তথ্য কমিশনের সচিব সুদত্ত চাকমা।

রাষ্ট্রের গণতান্ত্রিক ব্যবস্থাকে সুসংহত করার লক্ষ্যে জনগণের তথ্য প্রাপ্তির নিশ্চয়তা বিধান, রাষ্ট্রীয় অর্থ ও সম্পদ ব্যবহারে স্বচ্ছতা ও জবাবদিহিতা আনয়ন, দুর্নীতি হ্রাসকরণ, সুশাসন প্রতিষ্ঠা ও কল্যাণ মূলক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে করা হয় ‘তথ্য অধিকার আইন ২০০৯’। এ আইনে তথ্য জানার অধিকারের কথা বলা হয়েছে। তথ্যভিত্তিক ক্ষমতায়ন ও সর্বক্ষেত্রে জনগণের সম্পৃক্ততা বৃদ্ধির অংশ হিসেবে ২৮ সেপ্টেম্বর তথ্য জানার অধিকার দিবস পালিত হয়ে আসছে।