আদিত্য জনির পরিচালনায় নাটকে নিলয়-হিমি

নিলয় আলমগীর নাট্যাঙ্গনের নন্দিত অভিনেতা। মাঝে মাঝে নিজেও নাটক নির্মাণ করেন তিনি। তবে পেশাদার একজন অভিনেতা হিসেবে অভিনয় করতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি। করছেন নিয়মিত ধারাবাহিক নাটকে অভিনয়, পাশাপাশি একক নাটকেও আছেন তিনি নিয়মিত। সাম্প্রতিক সময়ে টিভি পর্দার এই প্রজন্মের প্রিয় মুখ হিমির সঙ্গে নিলয় বেশি কিছু নাটকে অভিনয় করেছেন। নাটকগুলো রয়েছে প্রচারের অপেক্ষায়। এরইমধ্যে গত শনিবার তারা দু’জন আদিত্য জনির নির্দেশনায় ‘জুয়াড়ির প্রেম’ নাটকে অভিনয় করেছেন। নাটকটি রচনা করেছেন মিজানুর রহমান বেলাল। নাটকে নিলয় অভিনয় করেছেন জীবন চরিত্রে এবং হিমি অভিনয় করেছেন সারা চরিত্রে। নাটকটির গল্প প্রসঙ্গে পরিচালক আদিত্য জনি জানান, জুয়াড়ির প্রেম নাটকটি হচ্ছে মূলত জুয়া খেলা নিয়ে। জীবন সারাকে খুব ভালোবাসে। এক সময় তারা দু’জন পালিয়ে বিয়ে করে কিন্তু তার পরপরই শুরু হয় দু’জনের মধ্যে নানান ঝামেলা। এগিয়ে যায় নাটকের গল্প। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে নিলয় আলমগীর বলেন, অভিনয়ই আমার পেশা। অন্য যেকোন পেশার চেয়ে আমার কাছে মনে হয় এই পেশাটা ভীষণ উপভোগ করার মতো পেশা। আর যদি পেশাটাকে উপভোগই না করতাম তাহলে হয়তো এতোটা সময় অভিনয়ে ধারাবাহিকতা থাকতোনা। অভিনয়ের প্রতি এক অন্যরকম ভালোলাগা, ভালোবাসা জন্মেছে। জুয়াড়ির প্রেম নাটকটির গল্পটা ভালোলগেছে। কাজটা বেশ উপভোগ করেছি। আর এই মুহূর্তে আমি আর হিমি বেশকিছু নাটকে একসঙ্গে কাজ করছি। হিমির সঙ্গে আমি আগেও কাজ করেছি। হিমি এখন অভিনয়ে খুব ভালো করছে। একসঙ্গে কাজ করলে বোঝাপড়াটা খুব ভালো খাকে, যথারীতি হিমির সঙ্গে এই মুহূর্তেও তাই হচ্ছে। হিমি বলেন, একজন সহশিল্পী হিসেবে নিলয় ভাই ভীষণ সহযোগিতা পরায়ণ। তার সঙ্গে আমার সম্পর্কটা চমৎকার বন্ধুত্বের। যে কারণে কাজ করতে গেলে অনেক সুবিধা হয়। জুয়াড়ির প্রেম নাটকেও আমরা দু’জন চরিত্রানুযায়ী বেশ ভালোভাবে কাজটি শেষ করার চেষ্টা করেছি। আশা করি ভালোলাগবে দর্শকের। ‘জুয়াড়ির প্রেম’ নাটকটি শীঘ্রই নাগরিক টিভিতে প্রচার হবে। সাইফুল ইসলাম মান্নুর নির্দেশনায় নিলয় ও হিমি প্রথম ‘তুমি এলে তাই’ নাটকে কাজ করেন। এরপর তারা দু’জন আরও বেশকিছু নাটকে অভিনয় করেন। এটিএন বাংলার জন্য মুরাদ পারভেজের নির্দেশনায় নিলয় ও হিমি ‘স্মৃতির আল্পনা আঁকি’ ধারাবাহিকে অভিনয় করছেন। এছাড়াও এরই মধ্যে ‘মাইন্ড গেম’ ও ‘ মিনার ও মিনুর সংসার’ নামক দুটি একক নাটকের কাজও শেষ করেছেন নিলয় হিমি। হিমি আপাতত অভিনয়ের পাশাপাশি বিবিএতে অধ্যয়নরত।

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২০ , ১০ মহররম ১৪৪২, ১১ আশ্বিন ১৪২৭

আদিত্য জনির পরিচালনায় নাটকে নিলয়-হিমি

বিনোদন প্রতিবেদক |

image

নিলয় আলমগীর নাট্যাঙ্গনের নন্দিত অভিনেতা। মাঝে মাঝে নিজেও নাটক নির্মাণ করেন তিনি। তবে পেশাদার একজন অভিনেতা হিসেবে অভিনয় করতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি। করছেন নিয়মিত ধারাবাহিক নাটকে অভিনয়, পাশাপাশি একক নাটকেও আছেন তিনি নিয়মিত। সাম্প্রতিক সময়ে টিভি পর্দার এই প্রজন্মের প্রিয় মুখ হিমির সঙ্গে নিলয় বেশি কিছু নাটকে অভিনয় করেছেন। নাটকগুলো রয়েছে প্রচারের অপেক্ষায়। এরইমধ্যে গত শনিবার তারা দু’জন আদিত্য জনির নির্দেশনায় ‘জুয়াড়ির প্রেম’ নাটকে অভিনয় করেছেন। নাটকটি রচনা করেছেন মিজানুর রহমান বেলাল। নাটকে নিলয় অভিনয় করেছেন জীবন চরিত্রে এবং হিমি অভিনয় করেছেন সারা চরিত্রে। নাটকটির গল্প প্রসঙ্গে পরিচালক আদিত্য জনি জানান, জুয়াড়ির প্রেম নাটকটি হচ্ছে মূলত জুয়া খেলা নিয়ে। জীবন সারাকে খুব ভালোবাসে। এক সময় তারা দু’জন পালিয়ে বিয়ে করে কিন্তু তার পরপরই শুরু হয় দু’জনের মধ্যে নানান ঝামেলা। এগিয়ে যায় নাটকের গল্প। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে নিলয় আলমগীর বলেন, অভিনয়ই আমার পেশা। অন্য যেকোন পেশার চেয়ে আমার কাছে মনে হয় এই পেশাটা ভীষণ উপভোগ করার মতো পেশা। আর যদি পেশাটাকে উপভোগই না করতাম তাহলে হয়তো এতোটা সময় অভিনয়ে ধারাবাহিকতা থাকতোনা। অভিনয়ের প্রতি এক অন্যরকম ভালোলাগা, ভালোবাসা জন্মেছে। জুয়াড়ির প্রেম নাটকটির গল্পটা ভালোলগেছে। কাজটা বেশ উপভোগ করেছি। আর এই মুহূর্তে আমি আর হিমি বেশকিছু নাটকে একসঙ্গে কাজ করছি। হিমির সঙ্গে আমি আগেও কাজ করেছি। হিমি এখন অভিনয়ে খুব ভালো করছে। একসঙ্গে কাজ করলে বোঝাপড়াটা খুব ভালো খাকে, যথারীতি হিমির সঙ্গে এই মুহূর্তেও তাই হচ্ছে। হিমি বলেন, একজন সহশিল্পী হিসেবে নিলয় ভাই ভীষণ সহযোগিতা পরায়ণ। তার সঙ্গে আমার সম্পর্কটা চমৎকার বন্ধুত্বের। যে কারণে কাজ করতে গেলে অনেক সুবিধা হয়। জুয়াড়ির প্রেম নাটকেও আমরা দু’জন চরিত্রানুযায়ী বেশ ভালোভাবে কাজটি শেষ করার চেষ্টা করেছি। আশা করি ভালোলাগবে দর্শকের। ‘জুয়াড়ির প্রেম’ নাটকটি শীঘ্রই নাগরিক টিভিতে প্রচার হবে। সাইফুল ইসলাম মান্নুর নির্দেশনায় নিলয় ও হিমি প্রথম ‘তুমি এলে তাই’ নাটকে কাজ করেন। এরপর তারা দু’জন আরও বেশকিছু নাটকে অভিনয় করেন। এটিএন বাংলার জন্য মুরাদ পারভেজের নির্দেশনায় নিলয় ও হিমি ‘স্মৃতির আল্পনা আঁকি’ ধারাবাহিকে অভিনয় করছেন। এছাড়াও এরই মধ্যে ‘মাইন্ড গেম’ ও ‘ মিনার ও মিনুর সংসার’ নামক দুটি একক নাটকের কাজও শেষ করেছেন নিলয় হিমি। হিমি আপাতত অভিনয়ের পাশাপাশি বিবিএতে অধ্যয়নরত।