প্রতিদিনের ধারাবাহিক “স্মৃতির আল্পনা আঁকি”

আগামী ৪ অক্টোবর থেকে এটিএন বাংলায় শুরু হতে যাচ্ছে প্রতিদিনের ধারাবাহিক নাটক “স্মৃতির আল্পনা আঁকি”। সপ্তাহে ৫ দিন; প্রতি রোববার, সোমবার, মঙ্গলবার, বুধবার ও বৃহ¯পতিবার রাত ৮টা ৪০ মিনিটে। ড. মাহফুজুর রহমানের উপন্যাস অবলম্বনে নাটকটির সংলাপ ও নাট্যরূপ দিয়েছন মাহসুদুল হাসান শাওন। পর্ব পরিচালক রিন্টু পারভেজ। চিত্রনাট্য ও পরিচালনায় মুরাদ পারভেজ। নাটকের গল্পে একটি কোম্পানিতে অনেক ক্যান্ডিডেটকে পার করে চাকরিটা পেয়ে যায় এহসান। নাটকে অভিনয় করেছেন, নিলয় আলমগীর, জেএস হিমি, শিপন মিত্র, সুস্মি আহসান, আরমান পারভেজ মুরাদ, আইরিন তানি, ওয়াহিদা মল্লিক জলি, খালেকুজ্জামান, অবাক রিয়াদ, এসএম মহসিন, কোহিনুর আলম, তাজিন আহমেদ, পাভেল ইসলাম, ম আ সালাম, রবিউল মাহমুদ ইয়াং, লাবণ্য লিজা, তাবাসুম মিথিলা, ফিরোজ তোহা, লাবণ্য, জেরিন তাসমিন অন্তরা, তন্দ্রা শ্রাবণ, কানিজ ফাতেমা কাষেম, হারুনুর রশীদ, আর এ রাহুল প্রমুখ।

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২০ , ১১ মহররম ১৪৪২, ১২ আশ্বিন ১৪২৭

প্রতিদিনের ধারাবাহিক “স্মৃতির আল্পনা আঁকি”

বিনোদন প্রতিবেদক |

image

আগামী ৪ অক্টোবর থেকে এটিএন বাংলায় শুরু হতে যাচ্ছে প্রতিদিনের ধারাবাহিক নাটক “স্মৃতির আল্পনা আঁকি”। সপ্তাহে ৫ দিন; প্রতি রোববার, সোমবার, মঙ্গলবার, বুধবার ও বৃহ¯পতিবার রাত ৮টা ৪০ মিনিটে। ড. মাহফুজুর রহমানের উপন্যাস অবলম্বনে নাটকটির সংলাপ ও নাট্যরূপ দিয়েছন মাহসুদুল হাসান শাওন। পর্ব পরিচালক রিন্টু পারভেজ। চিত্রনাট্য ও পরিচালনায় মুরাদ পারভেজ। নাটকের গল্পে একটি কোম্পানিতে অনেক ক্যান্ডিডেটকে পার করে চাকরিটা পেয়ে যায় এহসান। নাটকে অভিনয় করেছেন, নিলয় আলমগীর, জেএস হিমি, শিপন মিত্র, সুস্মি আহসান, আরমান পারভেজ মুরাদ, আইরিন তানি, ওয়াহিদা মল্লিক জলি, খালেকুজ্জামান, অবাক রিয়াদ, এসএম মহসিন, কোহিনুর আলম, তাজিন আহমেদ, পাভেল ইসলাম, ম আ সালাম, রবিউল মাহমুদ ইয়াং, লাবণ্য লিজা, তাবাসুম মিথিলা, ফিরোজ তোহা, লাবণ্য, জেরিন তাসমিন অন্তরা, তন্দ্রা শ্রাবণ, কানিজ ফাতেমা কাষেম, হারুনুর রশীদ, আর এ রাহুল প্রমুখ।